ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gt অধ্যায় ২৯
  • বিশ্রামবারে উত্তম কাজ করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিশ্রামবারে উত্তম কাজ করা
  • সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তিনি লোকেদের ভালোবেসেছিলেন
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “শীলোহ সরোবরে যাও, ধুইয়া ফেল”
    ২০০৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তখনও তাঁহার সময় উপস্থিত হয় নাই”
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কফরনাহূমে নিজের গৃহে ফিরে
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
gt অধ্যায় ২৯

অধ্যায় ২৯

বিশ্রামবারে উত্তম কাজ করা

বসন্তকাল ৩১ সা.শ.। সেইসময় থেকে কিছু মাস অতিবাহিত হয়েছে যখন যীশু সেই শমরীয় নারীর সাথে সেই কুপের কাছে কথা বলেছিলেন যিহূদীয়া থেকে গালীলে যাত্রা করার সময়।

এখন, গালীলে ব্যাপকভাবে শিক্ষা দেবার পর, যীশু আবার যিহূদীয়ার দিকে রওনা হন, আর সেখানে তিনি সমাজগৃহে শিক্ষা দেন। তাঁর গালীলিয় পরিচর্য্যার উপর বাইবেল যত আলোকপাত করে তার সাথে তুলনা করলে, যীশু নিস্তারপর্বের পর যিহূদীয়ায় পরিচর্য্যা করে যে মাসগুলি কাটিয়েছিলেন সেই ব্যাপারে খুব অল্পই বলে। এর কারণ হয়ত তাঁর প্রচার কার্য্যের যত ভাল সাড়া তিনি গালীলে পেয়েছিলেন তা যিহূদীয়ায় পাননি।

তারপর যীশু যিহূদীয়ার প্রধান নগর, যিরূশালেমে পৌঁছান, যাতে ৩১ খ্রীষ্টাব্দের নিস্তারপর্ব পালন করতে পারেন। এখানে, মেষ-দ্বারের নিকটে, একটি পুষ্করিণী আছে যার নাম বৈথেস্‌দা, আর সেখানে অনেক অসুস্থ ব্যক্তিরা, অন্ধরা, খঞ্জরা আসতেন। লোকে বিশ্বাস করত যে যখন জল কম্পিত হত তখন সেখানে নামতে পারলে লোকে সুস্থ হতে পারত।

আর বিশ্রামবারের দিন, যীশু একজন ব্যক্তিকে ওই পুষ্করিণীর কাছে দেখতে পেলেন যে ৩৮ বৎসর যাবৎ অসুস্থ। এই ব্যক্তি যে বহুদিন যাবৎ অসুস্থ তা বুঝতে পেরে, যীশু জিজ্ঞাসা করেন: “তুমি কি সুস্থ হইতে চাও?”

সে যীশুকে উত্তর করে: “মহাশয়, আমার এমন কোন লোক নাই যে, যখন জল কম্পিত হয়, তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়; আমি যাইতে যাইতে আর একজন আমার অগ্রে নামিয়া পড়ে।”

যীশু তাকে বলেন: “উঠ, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও।” আর তখনই সেই ব্যক্তি শরীরে সুস্থ বোধ করে, খাট তুলে নেয়, আর চলতে আরম্ভ করে!

কিন্তু যখন যিহূদীরা সেই ব্যক্তিকে দেখে, তারা বলে: “আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয়।”

সেই ব্যক্তি তাদের উত্তর দেয়: “যিনি আমাকে সুস্থ করিলেন, তিনিই আমাকে বলিলেন, ‘তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও।’”

“সেই ব্যক্তি কে, যে তোমাকে বলিয়াছে ‘খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও’?” তারা জিজ্ঞাসা করে। যীশু অনেক ভীড় থাকাতে সেখান থেকে চলে গিয়েছিলেন, আর যে ব্যক্তি আরোগ্য লাভ করে সে যীশুর নাম জানত না। পরে অবশ্য, সেই ব্যক্তির যীশুর সাথে দেখা হয় মন্দিরে, আর সেই ব্যক্তি জানতে পারে কে তাকে সুস্থ করেছে।

তখন সে যিহূদীদের বলে যে যীশু তাকে আরোগ্য করেছেন। ইহা শোনার পর, যিহূদীরা যীশুর কাছে যায়। কি কারণে? জানতে যে কি শক্তিতে তিনি এই আশ্চর্য্য কাজ করছেন? না। কিন্তু তাঁর ভুল ধরতে যে তিনি এই উত্তম কাজগুলি বিশ্রামবারে করছিলেন। আর এমনকি তারা তাঁকে তাড়না করতেও আরম্ভ করলেন! লূক ৪:৪৪; যোহন ৫:১-১৬.

▪ যীশু শেষবার যখন যিহূদীয়া পরিদর্শন করেন তখন থেকে কত সময় অতিবাহিত হয়েছে?

▪ বৈথেস্‌দার পুষ্করিণী কেন এত জনপ্রিয় ছিল?

▪ যীশু এই পুষ্করিণীতে কি আশ্চর্য্য কাজ করেন, আর যিহূদীদের প্রতিক্রিয়া কি হয়?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার