ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • gt অধ্যায় ৫২
  • যীশু অলৌকিক উপায়ে হাজার হাজার জনকে খাওয়ান

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যীশু অলৌকিক উপায়ে হাজার হাজার জনকে খাওয়ান
  • সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিশু অনেক লোককে খাবার খাওয়ান
    আমার বাইবেলের গল্পের বই
  • যিশু হাজার হাজার লোককে খাওয়ান
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • রুটি এবং তাড়ী
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • এক বাঞ্ছিত অতিমানবীয় শাসক
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
আরও দেখুন
সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
gt অধ্যায় ৫২

অধ্যায় ৫২

যীশু অলৌকিক উপায়ে হাজার হাজার জনকে খাওয়ান

সমুদয় গালীলে ১২ জন প্রেরিত এক স্মরণীয় প্রচার ভ্রমণ উপভোগ করেছেন। এখন, যোহনের প্রাণদণ্ডের কিছু পরেই, তারা যীশুর কাছে ফিরে আসেন, এবং তাদের অত্যাশ্চর্য্য অভিজ্ঞতাগুলি বর্ণনা করেন। তারা যে খুবই ক্লান্ত তা দেখে এবং এত লোক আসা যাওয়া করছে যে তাদের খাবার সময়ও নেই, যীশু বললেন: ‘তোমরা বিরলে এক নির্ড্জন স্থানে আসিয়া কিছু কাল বিশ্রাম কর।’

নিজেদের নৌকায় চড়ে, সবেত কফরনাহূমের কাছ থেকে, তারা গন্তব্য পথের বাইরে, ঘটনাক্ষেত্রে যর্দ্দন নদীর পূর্বদিকে বৈৎসৈদা থেকে দূরে যাত্রা করেন। বহু লোক কিন্তু, তাদের চলে যেতে দেখে, অন্যরাও ব্যাপারটি জানতে পারে। তারা নদীর পার ধরে আগে আগে যেতে থাকে, আর যখন নৌকাটি পারে আসে, তখন জনতা সেখানে রয়েছে তাদের সঙ্গে দেখা করার জন্য।

নৌকা থেকে বাইরে এসে আর বিরাট জনতাকে দেখে যীশু করুণাবিষ্ট হলেন, কারণ তারা পালকবিহীন মেষপালের ন্যায় ছিল। সুতরাং তিনি তাদের মধ্যে অসুস্থদের সুস্থ করলেন ও তাহাদিগকে অনেক বিষয়ে শিক্ষা দিতে লাগিলেন।

সময় বয়ে চলল, আর যীশুর শিষ্যরা তাঁর কাছে এসে বললেন: “এ নির্ড্জন স্থান, এবং দিবাও অবসান প্রায়; ইহাদিগকে বিদায় করুন, যেন ইহারা চারিদিকে পল্লীতে ও গ্রামে গ্রামে গিয়া আপনাদের নিমিত্ত খাদ্য দ্রব্য কিনিতে পারে।”

কিন্তু, তিনি উত্তর করিয়া তাহাদের কহিলেন: “তোমরাই উহাদিগকে আহার দেও।” যেহেতু তিনি জানতেন যে তিনি কি করতে যাচ্ছেন, তবুও যীশু ফিলিপকে পরীক্ষা করলেন এই বলে: “উহাদের আহারার্থে আমরা কোথায় রুটী কিনিতে পাইব?”

ফিলিপের দৃষ্টিতে পরিস্থিতি আসবে। কারণ, সেখানে পুরুষদের সংখ্যা ৫,০০০; আর যদি মহিলা ও বাচ্চাদের ধরা হয়, সবশুদ্ধ সবেত ১০,০০০ জনের উপর জনতা! ফিলিপ তাঁহাকে উত্তর করিলেন, “উহাদের জন্য দুই শত সিকির [তখনকার দিনের একটি সিকি একদিনের মজুরী] রুটীও এরূপ যথেষ্ট নয় যে প্রত্যেক জন কিছু কিছু পাইতে পারে।”

অত লোককে খাওয়ান কতটা অসম্ভব বোঝানোর জন্য হয়ত আন্দ্রিয় স্বেচ্ছায় এগিয়ে এলেন: “এখানে একটি বালক আছে, তাহার কাছে যবের পাঁচখানা রুটী ও দুইটি মাছ আছে,” আরও বললেন “কিন্তু এতো লোকের মধ্যে তাহাতে কি হইবে?”

যেহেতু সেই সময়টি ৩২ সা.শ. নিস্তারপর্বের ঠিক কিছু আগে, বসন্তকাল, সুতরাং প্রচুর সবুজ ঘাস ছিল। সুতরাং যীশু তাঁর শিষ্যদের বললেন লোকেদের ঘাসের উপর ৫০ জন আর ১০০ জন করে বসিয়ে দিতে। তিনি সেই পাঁচটি রুটী ও দুখানি মাছ নিয়ে, আকাশের দিকে চক্ষু তুলে ধন্যবাদ করলেন। তারপর রুটী ভাঙ্গলেন ও মাছ কখানিও ভাগ করলেন। এগুলি তিনি শিষ্যদিগকে দিলেন, এরপর শিষ্যরা লোকেদের ভাগ করে দিতে লাগলেন। আশ্চর্য্যভাবে, সমস্ত লোকেরাই ভোজন করল যতক্ষণ না তারা তৃপ্ত হয়েছিল!

এরপর যীশু তাঁর শিষ্যদের বললেন “অবশিষ্ট গুঁড়াগাঁড়া সকল সংগ্রহ কর, যেন কিছুই নষ্ট না হয়।” যখন তারা তা করল, তখন যা বেঁচেছিল, তাতে ১২ ডালা পূর্ণ হল! মথি ১৪:১৩-২১; মার্ক ৬:৩০-৪৪; লূক ৯:১০-১৭; যোহন ৬:১-১৩.

▪ কেন যীশু তাঁর প্রেরিতদের জন্য এক নির্ড্জন স্থান খুঁজছিলেন?

▪ কোথায় যীশু তাঁর শিষ্যদের নিয়ে যান, এবং কেন তাদের বিশ্রাম নেবার প্রয়োজন পূর্ণ হল না?

▪ যখন বেলা পড়ে আসছিল, শিষ্যরা কি অনুরোধ করল, কিন্তু যীশু কিভাবে লোকেদের তত্ত্বাবধান করলেন?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার