ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • bm পৃষ্ঠা ৪
  • সময় সারণি

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • সময় সারণি
  • বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বাইবেল যেভাবে আমাদের কাছে এসেছে—ভাগ এক
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা তাঁর প্রতিজ্ঞা রাখেন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৬
  • দানিয়েলের ভবিষ্যদ্‌বাণী মশীহের আগমন সম্বন্ধে জানিয়েছিল
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০১৭
বাইবেল—এই বইয়ে কোন বার্তা রয়েছে?
bm পৃষ্ঠা ৪

সময় সারণি

  1. “আদিতে . . . ”

  2. সা.কা.পূ. ৪০২৬ সালে (প্রায় ৬,০০০ বছর আগে) আদমের সৃষ্টি

  3. ৩০৯৬ সালে (প্রায় ৫,১০০ বছর আগে) আদমের মৃত্যু

  4. ২৩৭০ সালে (প্রায় ৪,৩৭০ বছর আগে) জলপ্লাবন শুরু হয়

  5. ২০১৮ সালে অব্রাহামের জন্ম

  6. ১৯৪৩ সালে (প্রায় ৩,৯৫০ বছর আগে) অব্রাহামের সঙ্গে চুক্তি

  7. ১৭৫০ সালে (প্রায় ৩,৭৫০ বছর আগে) যোষেফকে দাস হিসেবে বিক্রি করা হয়

  8. ১৬১৩ সালের আগে (প্রায় ৩,৬২০ বছর আগে) ইয়োবের পরীক্ষা

  9. ১৫১৩ সালে (প্রায় ৩,৫২০ বছর আগে) মিশর থেকে যাত্রা

  10. ১৪৭৩ সালে ইস্রায়েল যিহোশূয়ের অধীনে কনানে প্রবেশ করে

  11. ১৪৬৭ সালে (প্রায় ৩,৪৭০ বছর আগে) কনানের গুরুত্বপূর্ণ বিজয় সম্পূর্ণ হয়

  12. ১১১৭ সালে (প্রায় ৩,১২০ বছর আগে) শৌল রাজা হিসেবে অভিষিক্ত হন

  13. ১০৭০ সালে ঈশ্বর দায়ূদের কাছে রাজ্যের প্রতিজ্ঞা করেন

  14. ১০৩৭ সালে শলোমন রাজা হন

  15. ১০২৭ সালে (প্রায় ৩,০৩০ বছর আগে) যিরূশালেমে মন্দির সম্পূর্ণ হয়

  16. প্রায় ১০২০ সালে পরমগীত সম্পূর্ণ হয়

  17. ৯৯৭ সালে (প্রায় ৩,০০০ বছর আগে) ইস্রায়েল দুটো রাজ্যে বিভক্ত হয়

  18. প্রায় ৭১৭ সালে (প্রায় ২,৭২০ বছর আগে) হিতোপদেশ রচনা করা সম্পূর্ণ হয়

  19. ৬০৭ সালে (প্রায় ২,৬১০ বছর আগে) যিরূশালেম ধ্বংস হয়; বাবিলে নির্বাসন শুরু হয়

  20. ৫৩৯ সালে বিজয়ী কোরসের কাছে বাবিলের পতন হয়

  21. ৫৩৭ সালে (প্রায় ২,৫৪০ বছর আগে) নির্বাসিত যিহুদিরা যিরূশালেমে ফিরে যায়

  22. সা.কা.পূ. ৪৫৫ সাল যিরূশালেমের প্রাচীর পুনর্নির্মাণ করা হয়; ৬৯ সপ্তাহের বছরগুলো শুরু হয়

  23. সা.কা.পূ. ৪৪৩ সালের পর মালাখি তার ভবিষ্যদ্‌বাণীমূলক বইটি সম্পূর্ণ করেন

  24. সা.কা.পূ. প্রায় ২ সালে যিশুর জন্ম

  25. সা.কা. ২৯ সালে (প্রায় ১,৯৮০ বছর আগে) যিশু বাপ্তাইজিত হন, যিশু ঈশ্বরের রাজ্য সম্বন্ধে প্রচার শুরু করেন

  26. ৩১ সালে যিশু তাঁর ১২ জন প্রেরিতকে বাছাই করেন; পর্বতেদত্ত উপদেশ দেন

  27. ৩২ সালে যিশু লাসারকে পুনরুত্থিত করেন

  28. সা.কা. ৩৩ সালের ১৪ নিশান যিশু বিদ্ধ হন (নিশান মাস মার্চ ও এপ্রিল মাসের মাঝামাঝিতে পড়ে)

  29. সা.কা. ৩৩ সালের ১৬ নিশান যিশু পুনরুত্থিত হন

  30. ৩৩ সালের ৬ সিবন (সিবন মাস মে ও জুন মাসের মাঝামাঝিতে পড়ে) পঞ্চাশত্তমীর দিন; পবিত্র আত্মা বর্ষণ করা হয়

  31. ৩৬ সালে (প্রায় ১,৯৭০ বছর আগে) কর্ণীলিয় খ্রিস্টান হন

  32. প্রায় ৪৭-৪৮ সালে পৌলের প্রথম প্রচার অভিযান

  33. প্রায় ৪৯-৫২ সালে পৌলের দ্বিতীয় প্রচার অভিযান

  34. প্রায় ৫২-৫৬ সালে পৌলের তৃতীয় প্রচার অভিযান

  35. সা.কা. প্রায় ৬০-৬১ সাল পৌল রোমে কারারুদ্ধ থাকাকালীন চিঠিগুলো লেখেন

  36. ৬২ সালের আগে যিশুর সৎভাই যাকোব তার চিঠি লেখেন

  37. ৬৬ সালে যিহুদিরা রোমের বিরুদ্ধে বিদ্রোহ করে

  38. ৭০ সালে (প্রায় ১,৯৩০ বছর আগে) যিরূশালেম ও এর মন্দির রোমীয়দের দ্বারা ধ্বংস হয়

  39. প্রায় ৯৬ সালে (প্রায় ১,৯১০ বছর আগে) যোহন প্রকাশিত বাক্য লেখেন

  40. সা.কা. প্রায় ১০০ সালে শেষ প্রেরিত যোহনের মৃত্যু

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার