খণ্ড ১
সৃষ্টিকর্তা কি আমাদের জন্য চিন্তা করেন?
আজকের জগৎ সমস্যায় পরিপূর্ণ। যুদ্ধবিগ্রহ, প্রাকৃতিক দুর্যোগ, অসুস্থতা, দারিদ্র্য, দুর্নীতি এবং অন্যান্য মন্দ বিষয় লক্ষ লক্ষ লোককে কষ্ট দিচ্ছে। আপনিও হয়তো রোজকার বিভিন্ন উদ্বিগ্নতার মুখোমুখি হচ্ছেন। কে আমাদের সাহায্য করতে পারেন? কেউ কি আমাদের জন্য চিন্তা করেন?
আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসা, নিজ সন্তানের প্রতি একজন মায়ের ভালোবাসার চেয়েও মহৎ
আমরা নিশ্চিত থাকতে পারি যে, সৃষ্টিকর্তা বা ঈশ্বর সত্যিই চিন্তা করেন। তাঁর পবিত্র বাক্যে তিনি বলেন: “মা কি তার দুধের শিশুকে ভুলে যেতে পারে? যে শিশুকে সে জন্ম দিয়েছে তার উপর সে কি মমতা করবে না? এমন কি, মা-ও ভুলে যেতে পারে কিন্তু আমি কখনও তোমাকে ভুলে যাব না।”a
এটা জানা কি সান্ত্বনাদায়ক নয়? ঈশ্বরের ভালোবাসা, বিভিন্ন মানব অনুভূতির মধ্যে সবচেয়ে তীব্র অনুভূতির—নিজ সন্তানের প্রতি একজন মায়ের কোমল সমবেদনার—চেয়ে আরও অনেক মহৎ। ঈশ্বর কখনোই আমাদের পরিত্যাগ করবেন না! আসলে, তিনি ইতিমধ্যেই এক অপূর্ব উপায়ে আমাদের সাহায্য করছেন। কীভাবে? আমাদের জন্য এক সুখী জীবনের চাবিকাঠি দেখিয়ে দেওয়ার মাধ্যমে আর তা হল, প্রকৃত বিশ্বাস।
অকৃত্রিম বিশ্বাস থাকলে আপনি সুখী হতে পারবেন। এই ধরনের বিশ্বাস আপনাকে অনেক সমস্যা এড়াতে এবং আপনার পক্ষে এড়িয়ে চলা সম্ভব নয় এমন সমস্যাগুলোর সঙ্গে সফলভাবে মোকাবিলা করতে সাহায্য করবে। এ ছাড়া, এটা আপনাকে ঈশ্বরের নিকটবর্তী করবে, আপনার মনের ও হৃদয়ের শান্তি নিয়ে আসবে। আর প্রকৃত বিশ্বাস এক অপূর্ব ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, যা হল পরমদেশে অনন্তজীবন!
কিন্তু, প্রকৃত বিশ্বাস কী? আর কীভাবে আপনি তা গড়ে তোলার প্রচেষ্টা করতে পারেন?
a পবিত্র শাস্ত্র থেকে যিশাইয় ৪৯:১৫ পদ দেখুন।