ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • rk বিভাগ ২ পৃষ্ঠা ৪-৫
  • প্রকৃত বিশ্বাস কী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রকৃত বিশ্বাস কী?
  • প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কীভাবে আপনি প্রকৃত বিশ্বাস গড়ে তোলার প্রচেষ্টা করতে পারেন?
  • যিহোবার প্রতিজ্ঞায় বিশ্বাস করে চলুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • বিশ্বাস​—যে-গুণটা আমাদের শক্তিশালী হতে সাহায্য করে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • “আমাদের বিশ্বাসের বৃদ্ধি করুন”
    ২০১৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বর্তমানে প্রকৃত বিশ্বাস দেখানো
    প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি
আরও দেখুন
প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি
rk বিভাগ ২ পৃষ্ঠা ৪-৫

খণ্ড ২

প্রকৃত বিশ্বাস কী?

একজন ব্যক্তি টাকার দিকে তাকিয়ে আছেন

মূল্য থাকতে হলে বিশ্বাসকেও আসল টাকার মতো হতে হবে

প্রকৃত বিশ্বাস বলতে, ঈশ্বর আছেন কেবল এই কথা মেনে নেওয়ার চেয়ে আরও বেশি কিছুকে বোঝায়। এমন লক্ষ লক্ষ লোক আছে, যারা ঈশ্বরে বিশ্বাস করে ঠিকই অথচ ইচ্ছাকৃতভাবে মন্দ কাজগুলো করে থাকে। এই ধরনের “বিশ্বাস” নকল টাকার মতো। যদিও এটা দেখতে আসল টাকার মতো কিন্তু প্রকৃতপক্ষে মূল্যহীন। তাহলে, প্রকৃত বিশ্বাস কী?

প্রকৃত বিশ্বাসের ভিত্তি হল পবিত্র শাস্ত্র থেকে সঠিক জ্ঞান। এটির অনুপ্রাণিত লেখাগুলো আমাদেরকে ঈশ্বর সম্বন্ধে সত্য জানায় ও সেইসঙ্গে তাঁকে জানতে সমর্থ করে। এগুলো তাঁর বিভিন্ন আইন, উদ্দেশ্য ও শিক্ষা সম্বন্ধে প্রকাশ করে। এই শিক্ষাগুলোর অন্তর্ভুক্ত হল:

  • ঈশ্বর এক। তাঁর সমকক্ষ কেউ নেই।

  • যিশু (ঈসা) সর্বশক্তিমান ঈশ্বর নন। তিনি হলেন ঈশ্বরের ভাববাদী।

  • ঈশ্বর সমস্ত ধরনের প্রতিমাপূজাকে নিন্দা করেন।

  • মানুষ আসন্ন এক বিচার দিনের সম্মুখীন হবে।

  • পরমদেশে অসংখ্য মৃত মানুষ পুনরুত্থিত হবে।

প্রকৃত বিশ্বাস আমাদেরকে উত্তম উত্তম কাজ করতে অনুপ্রাণিত করে। এই ধরনের কাজ ঈশ্বরকে সম্মানিত করে এবং সেইসঙ্গে আমাদের ও অন্যদের উপকৃত করে। এই উত্তম কাজগুলোর অন্তর্ভুক্ত হল নিম্নোক্ত বিষয়গুলো, যেমন:

  • ঈশ্বরের উপাসনা করা।

  • ঈশ্বরীয় গুণাবলি—বিশেষভাবে প্রেম—গড়ে তোলার প্রচেষ্টা করা।

  • মন্দ চিন্তাভাবনা ও আকাঙ্ক্ষাগুলো প্রত্যাখ্যান করা।

  • বিভিন্ন সমস্যা এবং কঠিন পরিস্থিতি সত্ত্বেও ঈশ্বরের ওপর বিশ্বাস দেখিয়ে চলা।

  • অন্যদেরকে ঈশ্বর সম্বন্ধে শিক্ষা দেওয়া।

একটা পরিবার একজন বয়স্ক মহিলার জন্য খাবার নিয়ে এসেছে

প্রকৃত বিশ্বাস উত্তম উত্তম কাজ করতে অনুপ্রাণিত করে

কীভাবে আপনি প্রকৃত বিশ্বাস গড়ে তোলার প্রচেষ্টা করতে পারেন?

একজন ব্যক্তি তার পেশিকে শক্তিশালী করার জন্য অনুশীলন করছেন

আমাদের শরীরের পেশির মতো, বিশ্বাসও অনুশীলন করার মাধ্যমে বৃদ্ধি পায়

ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করুন। ভাববাদী মোশি (মুসা) ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিলেন: “তুমি কি উদ্দেশ্যে কি কর তা আমাকে জানতে দাও যাতে আমি তোমাকে বুঝতে পারি আর তোমার দয়ার মধ্যে থাকতে পারি।”a ঈশ্বর তার প্রার্থনা শুনেছিলেন এবং উত্তর দিয়েছিলেন। মোশি বিশ্বাসের এক উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছিলেন। ঈশ্বর আপনাকেও প্রকৃত বিশ্বাস গড়ে তোলার প্রচেষ্টা করতে সাহায্য করবেন।

পবিত্র শাস্ত্র অধ্যয়ন করার জন্য সময় করে নিন। অনুপ্রাণিত শাস্ত্রগুলো, যেগুলোর অন্তর্ভুক্ত তোরাহ্‌, গীতসংহিতা এবং সুসমাচারের বিবরণগুলো (তাওরাত, জাবুর ও ইঞ্জিল হিসেবেও পরিচিত), সেগুলো পৃথিবীতে সবচেয়ে ব্যাপকভাবে অনুবাদিত এবং বিতরিত পুস্তক পবিত্র বাইবেল-এ পাওয়া যেতে পারে। আপনার কাছে কি এই ধরনের অনুপ্রাণিত লেখাগুলোর কোনো একটি কপি রয়েছে?

আপনার রোজকার জীবনে পবিত্র লেখাগুলোর পরামর্শ কাজে লাগান। আমাদের শরীরের পেশির মতো, বিশ্বাসও অনুশীলন করার মাধ্যমে বৃদ্ধি পায়। আপনি যখন আপনার বিশ্বাস দেখিয়ে চলবেন, তখন এটাও বৃদ্ধি পাবে। আপনি নিজেই দেখতে পাবেন যে, ঈশ্বরের উপদেশ কার্যকারী। সত্যি বলতে কী, পবিত্র শাস্ত্রে যে-ব্যবহারিক পরামর্শ পাওয়া যায়, তা অসংখ্য ব্যক্তির জীবনকে উন্নত করেছে। বিবেচনা করার জন্য কিছু উদাহরণ পড়ুন।

a যাত্রাপুস্তক ৩৩:১৩.

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • প্রকৃত বিশ্বাসের ভিত্তি কী?

  • প্রকৃত বিশ্বাস কোন উত্তম কাজগুলো করতে অনুপ্রাণিত করে?

  • কীভাবে আপনি প্রকৃত বিশ্বাস গড়ে তোলার প্রচেষ্টা করতে পারেন?

ঈশ্বর তাঁর বাক্যকে সুরক্ষা করেন

আমরা নিশ্চিত থাকতে পারি যে, ঈশ্বর পবিত্র শাস্ত্রকে আজ পর্যন্ত আমাদের জন্য এক শুদ্ধ অবস্থায় রেখেছেন। সর্বশক্তিমান ঈশ্বর তাঁর নিজ পুস্তককে সুরক্ষা করতে পারেন। তাঁর বাক্য বলে: “ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকে।”​—যিশাইয় ৪০:৮.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার