ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • rk বিভাগ ১১ পৃষ্ঠা ২৬-২৭
  • বর্তমানে প্রকৃত বিশ্বাস দেখানো

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বর্তমানে প্রকৃত বিশ্বাস দেখানো
  • প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • শক্তির সঠিক ব্যবহার করে
  • ঈশ্বরের ন্যায়বিচার অনুসরণ করে
  • ঈশ্বরের প্রজ্ঞা প্রকাশ করে
  • অকৃত্রিম প্রেম দেখিয়ে
  • প্রকৃত বিশ্বাস কী?
    প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি
  • যিহোবার প্রতিজ্ঞায় বিশ্বাস করে চলুন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
  • আপনি কি সত্যিই সুসমাচারে বিশ্বাস করেন?
    ২০০৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বিশ্বাস​—যে-গুণটা আমাদের শক্তিশালী হতে সাহায্য করে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
আরও দেখুন
প্রকৃত বিশ্বাস—আপনার জন্য এক সুখী জীবনের চাবিকাঠি
rk বিভাগ ১১ পৃষ্ঠা ২৬-২৭

খণ্ড ১১

বর্তমানে প্রকৃত বিশ্বাস দেখানো

বর্তমানে, অনেক লোক দাবি করে যে, তাদের বিশ্বাস রয়েছে। কিন্তু, যিশু শিক্ষা দিয়েছিলেন যে, অল্প লোকেরই প্রকৃত বিশ্বাস থাকবে। তিনি বলেছিলেন: “যে পথ ধ্বংসের দিকে নিয়ে যায় তার দরজাও বড় এবং রাস্তাও চওড়া। অনেকেই তার মধ্য দিয়ে ঢোকে। কিন্তু যে পথ জীবনের দিকে নিয়ে যায় তার দরজাও সরু, পথও সরু। খুব কম লোকই তা খুঁজে পায়।”—মথি ৭:১৩, ১৪.

বর্তমানে, কীভাবে লোকেরা দেখিয়ে থাকে যে, তাদের প্রকৃত বিশ্বাস রয়েছে? “তাদের জীবনে যে ফল দেখা যায় তা দিয়েই তোমরা তাদের চিনতে পারবে,” যিশু বলেছিলেন। “প্রত্যেক ভাল গাছে ভাল ফলই ধরে আর খারাপ গাছে খারাপ ফলই ধরে।” (মথি ৭:১৬, ১৭) তাই, প্রকৃত বিশ্বাস ‘ভাল ফল’ উৎপন্ন করে। এটা লোকেদেরকে এমন গুণাবলি দেখাতে অনুপ্রাণিত করে, যেগুলো লোকেদের মধ্যে থাকুক বলে ঈশ্বর চান। কীভাবে তারা তা করে থাকে?

শক্তির সঠিক ব্যবহার করে

যে-লোকেদের প্রকৃত বিশ্বাস রয়েছে, তারা ঈশ্বরকে সম্মান ও অন্যদের উপকার করার জন্য তাদের শক্তি এবং কর্তৃত্বকে ব্যবহার করে। যিশু শিক্ষা দিয়েছিলেন: “তোমাদের মধ্যে যে বড় হতে চায় তাকে তোমাদের সেবাকারী হতে হবে।” (মার্ক ১০:৪৩) একইভাবে, যে-পুরুষদের প্রকৃত বিশ্বাস রয়েছে, তারা ঘরের বাইরে বা ভিতরে কোনো জায়গাতেই অত্যাচারী নয়। তারা তাদের স্ত্রীদেরকে মূল্যবান বলে গণ্য করে, তাদেরকে সম্মান করে এবং তাদের প্রয়োজনগুলো প্রেমের সঙ্গে দেখাশোনা করে। শাস্ত্র বলে: “তোমরা যারা স্বামী, তোমরা প্রত্যেকে স্ত্রীকে ভালবেসো এবং তার সংগে কঠোর ব্যবহার কোরো না।” (কলসীয় ৩:১৯) “তোমরা যারা স্বামী, তোমরা বুদ্ধি-বিবেচনা করে স্ত্রীর সংগে বাস কর। তারা তোমাদের দুর্বল সাথী, আর তারাও তোমাদের সংগে ঈশ্বরের দয়ার দান হিসাবে জীবন পাবে। সেইজন্য তাদের সম্মান কোরো যেন তোমাদের প্রার্থনা বাধা না পায়।”—১ পিতর ৩:৭.

অন্যদিকে, যে-স্ত্রীর প্রকৃত বিশ্বাস রয়েছে, তার “উচিত যেন সে নিজের স্বামীকে সম্মান করে।” (ইফিষীয় ৫:৩৩) স্ত্রীদের উচিত যেন “স্বামী ও ছেলেমেয়েদের ভালবাসে।” (তীত ২:৪) যে-বাবা-মায়ের প্রকৃত বিশ্বাস রয়েছে, তারা তাদের সন্তানদের সঙ্গে সময় কাটায় এবং তাদেরকে ঈশ্বরের আইন ও নীতিগুলো শিক্ষা দেয়। বাড়িতে, কর্মক্ষেত্রে এবং অন্যান্য জায়গায় তারা অন্যদের সঙ্গে মর্যাদা ও সম্মান সহকারে আচরণ করে। তারা এই শাস্ত্রীয় পরামর্শ মেনে চলে: “নিজের চেয়ে অন্যকে বেশী সম্মান কর।”—রোমীয় ১২:১০.

ঈশ্বরের দাসেরা এই শাস্ত্রীয় আজ্ঞা পালন করে: “ঘুষ খেয়ো না।” (যাত্রাপুস্তক ২৩:৮) তারা কখনো স্বার্থপর আকাঙ্ক্ষার জন্য নিজেদের পদমর্যাদার অপব্যবহার করে না। এর পরিবর্তে, তারা অন্যদের, বিশেষভাবে অভাবী ব্যক্তিদের সাহায্য করার জন্য বিভিন্ন সুযোগ খুঁজে নেয়। তারা এই পরামর্শে মনোযোগ দেয়: “সৎ কাজ করতে ও অন্যদের অভাবের সময় সাহায্য করতে ভুলো না, কারণ ঈশ্বর এই রকম উৎসর্গে সন্তুষ্ট হন।” (ইব্রীয় ১৩:১৬) এর ফলে, তারা যিশুর এই কথাগুলোর সত্যতা দেখতে পায়: “পাওয়ার চেয়ে দেওয়াতে আরও বেশি আশীর্বাদ রয়েছে” বা সুখ লাভ করা যায়।—প্রেরিত ২০:৩৫.

ঈশ্বরের ন্যায়বিচার অনুসরণ করে

বিশ্বাসী ব্যক্তিরা স্বেচ্ছায় ঈশ্বরের আইনগুলো পালন করে আর তাদের কাছে “তাঁর আদেশ ভারী বোঝার মত নয়।” (১ যোহন ৫:৩) তারা জানে যে, “সদাপ্রভুর নির্দেশে কোন খুঁত নেই . . . সদাপ্রভুর সমস্ত নিয়ম সোজা পথে চালায় আর অন্তরে দেয় আনন্দ। সদাপ্রভুর আদেশ খাঁটি, তা অন্তরকে সতেজ করে।”—গীতসংহিতা ১৯:৭, ৮.

এ ছাড়া, প্রকৃত বিশ্বাস তাদেরকে সমস্ত ধরনের ভেদাভেদকে প্রত্যাখ্যান করার জন্য অনুপ্রাণিত করে। তারা নির্দিষ্ট কোনো জাতি, দেশ অথবা সামাজিক শ্রেণীকে অন্যদের চেয়ে বড়ো করে না বরং তারা ঈশ্বরকে অনুকরণ করে। “ঈশ্বরের চোখে সবাই সমান। প্রত্যেক জাতির মধ্য থেকে যারা তাঁকে ভক্তি করে এবং তাঁর চোখে যা ঠিক তা-ই করে তিনি তাদের গ্রহণ করেন।”—প্রেরিত ১০:৩৪, ৩৫.

প্রকৃত বিশ্বাস লোকেদেরকে ‘সব বিষয়ে সৎ ভাবে চলতে’ অনুপ্রাণিত করে। (ইব্রীয় ১৩:১৮) যে-ব্যক্তির প্রকৃত বিশ্বাস রয়েছে, তিনি গুজব এবং অপবাদও পরিহার করে চলেন। ঈশ্বর অনুমোদন করেন এমন ব্যক্তি সম্বন্ধে গীতরচক দায়ূদ লিখেছিলেন: “[সে] পরের নিন্দা করে না, সংগীর ক্ষতি করে না।”—গীতসংহিতা ১৫:৩.

ঈশ্বরের প্রজ্ঞা প্রকাশ করে

যাদের প্রকৃত বিশ্বাস রয়েছে, তারা সম্পূর্ণরূপে পবিত্র শাস্ত্রের ওপর ভিত্তি করে বিশ্বাস করে। তারা বিশ্বাস করে যে, “পবিত্র শাস্ত্রের প্রত্যেকটি কথা ঈশ্বরের কাছ থেকে এসেছে এবং তা শিক্ষা, চেতনা দান, সংশোধন এবং সৎ জীবনে গড়ে উঠবার জন্য দরকারী।” (২ তীমথিয় ৩:১৬) অন্যদের সঙ্গে তাদের সম্পর্কের ক্ষেত্রে তারা ‘স্বর্গ থেকে আসা জ্ঞান’ বা প্রজ্ঞা প্রকাশ করে, যা “খাঁটি, তারপর শান্তিপূর্ণ; তাতে থাকে সহ্যগুণ ও নম্রতা; তা করুণা ও সৎ কাজে পূর্ণ।” (যাকোব ৩:১৭) তারা বিভিন্ন অধার্মিক প্রথা এবং প্রেতচর্চা পরিহার করে এবং ‘প্রতিমার সংগে কোন সম্বন্ধ’ রাখে না।—১ যোহন ৫:২১.

অকৃত্রিম প্রেম দেখিয়ে

ভাববাদী মোশি বলেছিলেন: “তোমরা প্রত্যেকে তোমাদের সমস্ত অন্তর, সমস্ত প্রাণ ও সমস্ত শক্তি দিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালবাসবে।” (দ্বিতীয় বিবরণ ৬:৫) বিশ্বাসী ব্যক্তিরা ঈশ্বরের প্রতি এই ধরনের ভালোবাসাই দেখায়। তারা ঈশ্বরের নাম, যিহোবার প্রতি সম্মান প্রদর্শন করে। তারা “যিহোবাকে ধন্যবাদ” দেয় এবং বিশ্বাস সহকারে “তাঁর নামে ডাকে।” (গীতসংহিতা ১০৫:১, NW) ঈশ্বরের দাসেরা তাঁর এই আজ্ঞায়ও মনোযোগ দেয়: “প্রত্যেক মানুষকে নিজের মত করে ভালবাসতে হবে।” (লেবীয় পুস্তক ১৯:১৮) তারা হিংস্রতা প্রত্যাখ্যান করে এবং “সমস্ত লোকের সংগে শান্তিতে বাস” করার প্রচেষ্টা করে। (রোমীয় ১২:১৮) রূপকভাবে বলতে গেলে, তারা ‘তাদের তলোয়ার ভেংগে লাংগলের ফাল গড়ে আর বর্শা ভেংগে ডাল ছাঁটবার ছুরি গড়ে।’ (যিশাইয় ২:৪) এর ফলে, তারা ‘একে অন্যকে ভালবাসে’ এবং বিশ্বব্যাপী এক ভ্রাতৃসমাজ উপভোগ করে। (যোহন ১৩:৩৫) আপনি কি বর্তমানে এই ধরনের লোকেদের শনাক্ত করতে পারেন?

আপনি কীভাবে উত্তর দেবেন?

  • কোন বিষয়টা প্রকৃত বিশ্বাস রয়েছে এমন ব্যক্তিদের শনাক্ত করে?

  • কীভাবে বিশ্বাস রয়েছে এমন ব্যক্তিরা ঈশ্বরের এই গুণাবলি প্রকাশ করে যেমন: শক্তি? প্রজ্ঞা? ন্যায়বিচার? প্রেম?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার