পাঠ ২৮
আমাদের ওয়েবসাইটে কী পাওয়া যায়?
ফ্রান্স
পোল্যান্ড
রাশিয়া
যিশু খ্রিস্ট তাঁর অনুসারীদের বলেছিলেন: “তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।” (মথি ৫:১৬) তা করার জন্য আমরা ইন্টারনেটসহ আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহার করছি। আমাদের ওয়েবসাইট, jw.org হল যিহোবার সাক্ষিদের বিশ্বাস ও কাজকর্ম সম্বন্ধীয় তথ্যের অফিসিয়াল অনলাইন উৎস। এটাতে কী রয়েছে?
সাধারণত জিজ্ঞেস করা হয়ে থাকে এমন প্রশ্নগুলোর বাইবেলভিত্তিক উত্তর। আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটার প্রশ্নের উত্তর পেতে পারেন, যেগুলো লোকেরা সবসময়ই জিজ্ঞেস করে থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, দুঃখকষ্ট কি কখনো শেষ হবে? এবং মৃত ব্যক্তিরা কি সত্যিই আবার জীবিত হতে পারে? শিরোনামের ট্র্যাক্টগুলো ৬০০-রও বেশি ভাষায় অনলাইনে পাওয়া যাচ্ছে। এ ছাড়া, আপনি ১৩০-রও বেশি ভাষায় নতুন জগৎ অনুবাদ আর বাইবেল প্রকৃতপক্ষে কী শিক্ষা দেয়? বইসহ বেশ কিছু সংখ্যক বাইবেল অধ্যয়ন সহায়ক এবং প্রহরীদুর্গ ও সজাগ হোন! পত্রিকার সাম্প্রতিক সংখ্যাগুলোও দেখতে পাবেন। এই প্রকাশনাগুলোর অধিকাংশই অনলাইনে পড়া যেতে অথবা শোনা যেতে পারে কিংবা বিভিন্ন প্রচলিত ফরম্যাটে ডাউনলোড করা যেতে পারে যেমন, এমপিথ্রি, পিডিএফ অথবা ইপাব। এমনকী আপনি একজন আগ্রহী ব্যক্তির কাছে তার ভাষায় জানানোর জন্য কয়েকটা পৃষ্ঠার প্রিন্টও নিতে পারেন! অনেক সাংকেতিক ভাষায় বিভিন্ন প্রকাশনা ভিডিওতে পাওয়া যাচ্ছে। আপনার অবসর সময় উপভোগ করার জন্য আপনি বাইবেলভিত্তিক শ্রুতিনাটক, বাইবেলভিত্তিক নাটক এবং মনোরম সংগীত ডাউনলোড করতে পারেন।
যিহোবার সাক্ষিদের সম্বন্ধে প্রকৃত তথ্য। এ ছাড়া, আমাদের পৃথিবীব্যাপী কাজ, যিহোবার সাক্ষিদের ওপর প্রভাব ফেলে এমন ঘটনাগুলো এবং আমাদের মানবিকতার কারণে করা ত্রাণ প্রচেষ্টা সম্বন্ধে সাম্প্রতিক খবর ও ভিডিও ক্লিপগুলোও রাখা রয়েছে। আপনি আসন্ন জেলা সম্মেলনগুলো সম্বন্ধে নোটিশ এবং আমাদের শাখা অফিসগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য তথ্য পেতে পারেন।
এই মাধ্যমগুলোর দ্বারা আমরা পৃথিবীর বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে সত্যের আলোকে উজ্জ্বল করছি। অ্যান্টার্কটিকাসহ প্রত্যেকটা মহাদেশের লোকেরা উপকার লাভ করছে। আমরা প্রার্থনা করি যে, ঈশ্বরের গৌরবার্থে সমস্ত পৃথিবীতে ‘প্রভুর শিক্ষা যেন দ্রুত গতিতে বিস্তার লাভ করে।’—২ থিষলনীকীয় ৩:১, ইজি-টু-রিড ভারশন।
কীভাবে jw.org আরও বেশি লোককে বাইবেলের সত্য শিখতে সাহায্য করছে?
আমাদের ওয়েবসাইটে আপনি কী দেখতে চান?