ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • ypq প্রশ্ন ৫ পৃষ্ঠা ১৫-১৭
  • স্কুলে আমাকে উত্ত্যক্ত করা হলে আমার কী করা উচিত?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • স্কুলে আমাকে উত্ত্যক্ত করা হলে আমার কী করা উচিত?
  • তরুণ-তরুণীদের ১০ প্রশ্নের উত্তর
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • কেউ যখন তোমাকে উত্ত্যক্ত করে, তখন যিহোবার উপর আস্থা রাখো
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২৩
  • পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রতিশোধ নেওয়ার মধ্যে দোষের কী আছে?
    ২০০২ সচেতন থাক!
তরুণ-তরুণীদের ১০ প্রশ্নের উত্তর
ypq প্রশ্ন ৫ পৃষ্ঠা ১৫-১৭
একজন ছলে আরেকজন ছলেকে তার সহপাঠীদের সামনে উত্ত্যক্ত করছ

প্রশ্ন ৫

স্কুলে আমাকে উত্ত্যক্ত করা হলে আমার কী করা উচিত?

যে-কারণে এটা জানা গুরুত্বপূর্ণ

তোমার প্রতিক্রিয়া পরিস্থিতিকে হয় আরও ভালো, নয় আরও খারাপ করতে পারে।

তুমি হলে কী করতে?

এই দৃশ্যটা কল্পনা করো: থমাস আজ স্কুলে যেতে চায় না। শুধু আজ কেন, আর কখনোই সে স্কুলে যেতে চায় না। স্কুলের কথা মনে হলেই সে আতঙ্কিত হয়ে পড়ে। কেন? ঘটনাটা শুরু হয় তিন মাস আগে। তার সহপাঠীরা তার সম্বন্ধে বাজে কথা ছড়ায়। এরপর থেকে সবাই তাকে বিভিন্ন নামে ডাকতে শুরু করে, যেগুলো শুনে তার খুবই খারাপ লাগে। মাঝে মাঝে কেউ হয়তো তাকে ধাক্কা দিয়ে তার বই ফেলে দিয়ে এমন ভান করে, যেন সে ইচ্ছাকৃতভাবে সেটা করেনি। অথবা হাঁটার সময় দলের কেউ হয়তো পিছন থেকে তাকে খোঁচা মারল, কিন্তু সঙ্গেসঙ্গে পিছনে তাকিয় থমাস আর বুঝতে পারে না, কে সেটা করল। গতকাল তো এই বিষয়টা সমস্ত সীমা ছাড়িয়ে যায়, যখন থমাসকে ইন্টারনেটের মাধ্যমে একটা হুমকি পাঠানো হয় . . .

তুমি যদি থমাসের জায়গায় থাকতে, তা হলে তুমি কেমন প্রতিক্রিয়া দেখাতে?

একটু থেমে চিন্তা করো!

কখনো এইরকম মনে করবে না, তোমার কোনো শক্তি নেই। আসলে, লড়াই না করেও তুমি উত্ত্যক্তকারীকে হারাতে পার। কীভাবে?

  • কোনো প্রতিক্রিয়া দেখিয়ো না। বাইবেল বলে: “হীনবুদ্ধি আপনার সমস্ত ক্রোধ প্রকাশ করে, কিন্তু জ্ঞানী তাহা সম্বরণ করিয়া প্রশমিত করে।” (হিতোপদেশ ২৯:১১) তুমি যদি যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করো —অন্ততপক্ষে বাইরে থেকে—তা হলে যারা তোমাকে উত্ত্যক্ত করছে, তারা হয়তো আগ্রহ হারিয়ে ফেলবে।

  • প্রতিশোধ নিয়ো না। বাইবেল বলে: “মন্দের পরিশোধে কাহারও মন্দ করিও না।” (রোমীয় ১২:১৭) তুমি যদি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো, তা হলে পরিস্থিতি কেবল খারাপই হবে।

  • নিজেকে সমস্যায় জড়িয়ো না। বাইবেল বলে: “সতর্ক লোক বিপদ দেখিয়া আপনাকে লুকায়।” (হিতোপদেশ ২২:৩) যতদূর সম্ভব এমন ব্যক্তিদের এড়িয়ে চলো, যারা তোমাকে উত্ত্যক্ত করতে পারে। এ ছাড়া, এমন পরিস্থিতিগুলো এড়িয়ে চলো, যেখানে তোমাকে উত্ত্যক্ত করা হতে পারে।

  • তারা আশা করে না এমন উত্তর দিতে পার। বাইবেল বলে: “কোমল উত্তর ক্রোধ নিবারণ করে।” (হিতোপদেশ ১৫:১) তুমি হয়তো একটু রসিকতা করতে পার। উদাহরণ স্বরূপ, উত্ত্যক্তকারী যদি তোমাকে মোটা বলে খ্যাপায়, তা হলে তুমি হয়তো বলতে পার, “মনে হয় আমাকে একটু ওজন কমাতে হবে!”

  • চুপচাপ সেখান থেকে চলে যাও। ১৯ বছর বয়সি নোরা বলে: “চুপ থাকা পরিপক্বতার চিহ্ন। আর এটা দেখাবে, তুমি সেই ব্যক্তির চেয়ে শক্তিশালী, যে তোমাকে উত্ত্যক্ত করছে। তোমার ইন্দ্রিয়দমন করার ক্ষমতা রয়েছে, যা কিনা সেই উত্ত্যক্তকারীর নেই।”—২ তীমথিয় ২:২৪, ২৫.

  • আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করো। উত্ত্যক্তকারীরা সাধারণত সেই ব্যক্তিদেরই খুঁজে বের করে, যারা হীনমন্যতায় ভোগে এবং এই কারণে হয়তো প্রতিশোধ নেয় না। অন্যদিকে, তারা যদি দেখে তোমার উপর তাদের কোনো প্রভাব পড়ছে না, তা হলে তারা পিছু হটে যাবে।

  • বিষয়টা কাউকে জানাও। একজন প্রাক্তন স্কুলশিক্ষক বলেন: “যাদেরকে উত্ত্যক্ত করা হয়, তাদেরকে আমি বার বার বলি, যেন তারা সাহস করে বিষয়টা কাউকে জানায়। এটা করা সঠিক ও সেইসঙ্গে এটা অন্যদেরও উত্ত্যক্তকারীর হাত থেকে রক্ষা করতে পারে।”

একজন কমবয়সি ছলে আত্মবিশ্বাসের সগ একজন উত্ত্যক্তকারীর মোকাবিলা করছ

আত্মবিশ্বাস তোমাকে এমন শক্তি প্রদান করবে, যা একজন উত্ত্যক্তকারীর নেই

তুমি কি জানো?

শারীরিকভাবে হেনস্থা করা ছাড়াও উত্ত্যক্তকারীরা এই বিষয়গুলো করতে পারে:

  • একজন উত্ত্যক্তকারীর মুখ থেকে আগুনের মতো শব্দ বের হচ্ছ

    আঘাত দেয় এমন কথাবার্তা বলা। “তারা আমাকে যে-সব নামে ডাকত এবং আমার সম্বন্ধে যে-মন্তব্যগুলো করত, সেগুলো আমি কখনো ভুলব না। তাদের মন্তব্য শুনে নিজেকে অযোগ্য, তুচ্ছ ও ছোটো বলে মনে হতো। এর চেয়ে বরং মার খাওয়া আরও ভালো ছিল।”—২০ বছর বয়সি সিলিন।

  • একজন কমবয়সি ছলেকে তার সগীসাথিরা এড়িয়ে চলার পর, সে একা বসে আছ

    বিচ্ছিন্ন করে দেওয়া। “সহপাঠীরা আমাকে এড়িয়ে চলতে শুরু করেছিল। তারা এমন ভাব দেখাত, যেন লাঞ্চ টেবিলে কোনো জায়গা নেই আর তাই আমি তাদের সঙ্গে বসতে পারব না। পুরো এক বছর আমি একা একা বসে খেয়েছি আর শুধু কেঁদেছি।”—১৮ বছর বয়সি হেইলি।

  • একজন কমবয়সি মেয়েকে ইন্টারনেটর মাধ্যমে উত্ত্যক্ত করা হচ্ছ আর এটা দেখে সে কপউটার থেকে দূরে সরে যাচ্ছ

    ইন্টারনেটের মাধ্যমে উত্ত্যক্ত করা। “কম্পিউটারে লেখা দু-একটা শব্দই একজন ব্যক্তির সুনাম—এমনকী জীবন—নষ্ট করে দিতে পারে। কথাগুলোকে অতিরঞ্জন বলে মনে হতে পারে কিন্তু কখনো কখনো এটাই সত্যি!”—১৪ বছর বয়সি ড্যানিয়েল।

উত্ত্যক্তকর বিষয় সংক্রান্ত কুইজ

সত্য না মিথ্যা

উত্তর

১ হাজার হাজার বছর ধরে লোকেরা উত্ত্যক্তকারীদের শিকার হচ্ছে।

১ সত্য। উদাহরণ স্বরূপ, বাইবেলে নেফিলিমদের বিষয়ে বলা হয়েছে। এটা এমন একটা দল, যাদের নামের অর্থ হল: যারা অন্যদের পতনের কারণ হয়। —আদিপুস্তক ৬:৪, ইজি-টু-রিড ভারশন।

২ উত্ত্যক্ত করার বিষয়টা নিছক এক মজা। এটা গুরুতর কিছু নয়।

২ মিথ্যা। বিরাট সংখ্যক তরুণ-তরুণীর আত্মহত্যার পিছনে একটা কারণ হচ্ছে, উত্ত্যক্তকারীদের অত্যাচার।

৩ উত্ত্যক্তকারীর হাত থেকে বাঁচার সর্বোত্তম উপায় হল, প্রতিশোধ নেওয়া।

৩ মিথ্যা। উত্ত্যক্তকারীরা প্রায়ই সেই ব্যক্তিদের চেয়ে শক্তিশালী হয়ে থাকে, যাদেরকে তারা উত্ত্যক্ত করে। তাই, প্রতিশোধ নেওয়া বোকামির কাজ।

৪ তুমি যদি দেখো কাউকে উত্ত্যক্ত করা হচ্ছে, তা হলে চুপচাপ সেখান থেকে চলে যাওয়াই ভালো।

৪ মিথ্যা। এই ক্ষেত্রে, চুপ থাকা সাধুবাদের বিষয় নয়। কাউকে উত্ত্যক্ত করা হচ্ছে দেখেও যদি তুমি কিছু না বলো, তা হলে এর অর্থ হচ্ছে, তুমি সেটাকে সমর্থন করছ।

৫ যদিও উত্ত্যক্তকারীরা দাম্ভিক কথাবার্তা বলে কিন্তু বেশিরভাগ সময়ই তারা নিরাপত্তাহীনতায় ভোগে।

৫ সত্য। যদিও কোনো কোনো উত্ত্যক্তকারীকে বাইরে থেকে দাম্ভিক বলে মনে হয়, কিন্তু ভিতরে ভিতরে তারা আসলে নিরাপত্তাহীনতায় ভোগে এবং নিজেদের সান্ত্বনা দেওয়ার জন্য অন্যদের দাবিয়ে রাখে।

৬ উত্ত্যক্তকারীরা পরিবর্তিত হতে পারে।

৬ সত্য। সাহায্য পেলে উত্ত্যক্তকারীরা তাদের চিন্তাভাবনা ও আচার-আচরণ পরিবর্তন করতে পারে।

কর্মপরিকল্পনা

  • আমি যদি কোনো উত্ত্যক্তকারীর মুখোমুখি হই, তা হলে আমি কী করব অথবা বলব?

আরও জানো!

লড়াই না করেই একজন উত্ত্যক্তকারীকে পরাজিত করো

www.pr418.com ওয়েবসাইটে Beat a Bully Without Using Your Fists শিরোনামের হোয়াইটবোর্ড অ্যানিমেশনটা দেখো। (BIBLE TEACHINGS > TEENAGERS দেখো। বাংলা ভাষা বাছাই করো।)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার