পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জুলাই-সেপ্টে.
“আমরা ম্যালেরিয়া, ডেঙ্গু ও পীতজ্বর এড়াতে আগ্রহী। আপনি কি জানেন যে, পোকামাকড় বাহিত রোগব্যাধি থেকে নিজেদের রক্ষা করতে আমরা কিছু পদক্ষেপ নিতে পারি? [উত্তরের জন্য সুযোগ দিন।] এই পদক্ষেপগুলো ও সেইসঙ্গে যখন রোগ আর থাকবে না এমন একটা সময় সম্বন্ধে ঈশ্বরের প্রতিজ্ঞা নিয়ে এই পত্রিকাটি আলোচনা করে।” যিশাইয় ৩৩:২৪ পদটি পড়ে শেষ করুন।
The Watchtower আগস্ট ১৫
“বেশির ভাগ লোকই সুনামকে মূল্য দেয়। এমনকি কেউ কেউ ভাবে যে, তারা মারা যাওয়ার পর তাদের কীভাবে স্মরণ করা হবে? আপনি কি কখনও এই সম্বন্ধে ভেবেছেন? [উত্তরের জন্য সুযোগ দিন। এরপর উপদেশক ৭:১ পদ পড়ুন।] মানুষ ও ঈশ্বরের সঙ্গে আমরা কীভাবে এক সুনাম অর্জন করতে পারি সেই বিষয়ে প্রহরীদুর্গ আলোচনা করে।”
Awake! জুলাই-সেপ্টে.
“সম্ভবত আপনি একমত হবেন যে, রূঢ় কথাবার্তা একটা বিবাহকে দুর্বল করে দিতে পারে। [উত্তরের জন্য সুযোগ দিন।] ‘আঘাত দেয় এমন কথাবার্তা এড়িয়ে চলুন’ নামক এই প্রবন্ধটি এমন শব্দগুলো ব্যবহার করার প্রয়োজনীয়তা সম্বন্ধে ব্যাখ্যা দেয় যেগুলো পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করে।” ইফিষীয় ৪:২৯ পদটি পড়ে শেষ করুন।
The Watchtower সেপ্টে. ১
“অনেক লোক বিশ্বাস করে যে, মানুষের নানা ধর্ম কেবল বিভিন্ন পথ যা একই লক্ষ্যে নিয়ে যায়। অন্যেরা বিশ্বাস করে যে, শুধু একটাই সত্য বিশ্বাস রয়েছে। আপনি কি এই সম্বন্ধে কখনও ভেবে দেখেছেন? [উত্তরের জন্য সুযোগ দিন।] এই পত্রিকা এক প্রাচীন দৃষ্টান্তকে পরীক্ষা করে যা এই প্রশ্নের ওপর আলোকপাত করে।” মথি ১৩:২৪-৩০ পদ উল্লেখ করুন।