পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ আগস্ট ১৫
“দুঃখজনক মৃত্যুতে কাউকে হারানোর পর অনেকে চিন্তা করে যে, মৃত্যুতে মানুষের কী হয়। আপনার কি মনে হয় যে, মৃত্যুকে বুঝতে পারা সম্ভব? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা ব্যাখ্যা করে যে, মৃতদের অবস্থা সম্বন্ধে বাইবেল কী বলে। এ ছাড়া, এটি আমাদের মৃত প্রিয়জনদের পুনরুত্থানের বিষয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা সম্বন্ধে আলোচনা করে।” যোহন ৫:২৮, ২৯ পদ পড়ুন।
সচেতন থাক! জুলাই-সেপ্টে.
“আজকে আমাদের যুবক-যুবতীরা দিন দিন সেই সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছে বলে মনে হয়, যেগুলো আগে কেবল বিদেশেই সাধারণ বিষয় ছিল। আপনি কি এর সঙ্গে একমত? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] উদাহরণ হিসেবে এই বিষয়টাই ধরুন। [পত্রিকা থেকে ১৮ পৃষ্ঠার প্রবন্ধটি দেখান।] যুবক-যুবতীদের জন্য যে-উত্তম পরামর্শগুলো রয়েছে, সেগুলো লক্ষ করুন [হিতোপদেশ ১৮:১৩ পদ পড়ুন এবং ১৮ পৃষ্ঠার প্রবন্ধটির প্রতি মনোযোগ আকর্ষণ করান।] এই প্রবন্ধটি কিছু বিষয় তুলে ধরেছে, যে-সম্বন্ধে আমাদের চিন্তা করা উচিত।”
প্রহরীদুর্গ সেপ্টে. ১
“আজকের জগতে আনুগত্য হল এক সদ্গুণ, যেটা অভ্যাসের চাইতে প্রায়ই অধিক প্রশংসিত হয়ে থাকে। আরও লোকেরা যদি এখানে বর্ণিত বন্ধুদের মতো হতো, তা হলে কি চমৎকার হতো না? [হিতোপদেশ ১৭:১৭, NW পদ পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা সেই উপকারগুলো নিয়ে আলোচনা করে, যেগুলো আমাদের পরিবার এবং বন্ধুবান্ধবদের প্রতি অনুগত হওয়ায় মাধ্যমে আসে।”
সচেতন থাক! জুলাই-সেপ্টে.
“বেশির ভাগ বাবামাই নির্ধারণ করে যে, তারা তাদের সন্তানদের কোন বিষয়গুলো দেখতে দেবে। আপনার পরিবারের জন্য উপযুক্ত চলচ্চিত্র খুঁজে পাওয়া কি একটা প্রতিদ্বন্দ্বিতা? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ইফিষীয় ৪:১৭ পদ পড়ুন।] এই পত্রিকাটি বিবেচনা করে যে, কীভাবে বাবামা তাদের সন্তানদের গঠনমূলক আমোদপ্রমোদ বেছে নেওয়ার জন্য সাহায্য করতে পারে।”