পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ আগস্ট ১৫
“যিশু যা বলেছিলেন সেই বিষয়ে আমরা আপনার অভিমত জানতে চাই। [মথি ৫:৫ পদ পড়ুন।] এই প্রতিজ্ঞাটি যখন বাস্তবে পূর্ণ হবে, তখন আপনার কি মনে হয় যে, পৃথিবীর অবস্থা এখনকার মতো থাকবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] যিশু যেভাবে এই পৃথিবীকে পরিবর্তন করবেন, এই পত্রিকা বাইবেল থেকে সেটা দেখায়। এ ছাড়া, কারা পৃথিবীর অধিকারী হবে এটি তা-ও ব্যাখ্যা করে।”
সচেতন থাক! জুলাই-সেপ্টে.
“সন্ত্রাসবাদ নতুন কিছু নয় কিন্তু আজকে এটা পৃথিবীব্যাপী দ্রুত বৃদ্ধি পেয়েছে, প্রায় প্রত্যেকের জীবনকে স্পর্শ করছে। কেন তা করেছে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা বাইবেল থেকে দেখায় যে, কখন সন্ত্রাসবাদ শেষ হবে এবং ঈশ্বর কীভাবে পৃথিবীতে প্রকৃত শান্তি নিয়ে আসবেন।” মীখা ৪:৪ পদ পড়ুন।
প্রহরীদুর্গ সেপ্টে. ১
“আজকে অনেক লোকই ধর্মের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। আপনার কি মনে হয় যে, ধার্মিক হওয়া একজনকে আরও ভাল এক ব্যক্তি হতে সাহায্য করে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] শেষকালে কিছু লোক ধর্মের মধ্যে যা অন্বেষণ করবে বলে বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল, তা লক্ষ করুন। [২ তীমথিয় ৪:৩, ৪ পদ পড়ুন।] সত্য উপাসনা যেভাবে ঈশ্বরকে সম্মান করে এবং আমাদের উপকৃত করে, এই পত্রিকা সেই বিষয়ে ব্যাখ্যা করে।”
সচেতন থাক! জুলাই-সেপ্টে.
“অনুমান করা হয় যে, পৃথিবীর জনসংখ্যার ৩ শতাংশ লোকই কোনো না কোনো ধরনের মানসিক প্রতিবন্ধকতায় ভোগে। কীভাবে পরিবারগুলো এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। ১৭ পৃষ্ঠার প্রবন্ধটি খুলুন।] কীভাবে কিছু পরিবার এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে এবং সাহায্য করার জন্য অন্যরা কী করতে পারে এই প্রবন্ধটি তা ব্যাখ্যা করে।” যিশাইয় ৩৫:৫, ৬ পদ পড়ুন।