পত্রিকাটি সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জুলাই-সেপ্টে.
“আপনি কি পৃথিবীব্যাপী এক জলপ্লাবনের কথা শুনেছেন, যা প্রাচীন এক জগৎকে ধ্বংস করেছিল? কেউ কেউ বিশ্বাস করে যে, এটা সত্যিই ঘটেছিল। আপনি কি মনে করেন যে, সেই জলপ্লাবন সত্যিই ঘটেছিল? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আগ্রহের বিষয় হল যে, যিশু এটাকে প্রকৃত এক ঘটনা বলে উল্লেখ করেছিলেন। তিনি যা বলেছিলেন, আমি কি তা আপনাকে পড়ে শোনাতে পারি? [গৃহকর্তা যদি ইচ্ছুক হন, তাহলে লূক ১৭:২৬, ২৭ পদ পড়ুন।] এই প্রবন্ধটি এটা বিশ্বাস করার কারণগুলো প্রদান করে যে, জলপ্লাবন পৃথিবীব্যাপী ঘটেছিল।”