পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! জুলাই-সেপ্টে.
“ভূমিকম্প হল প্রকৃতির সবচেয়ে ধ্বংসাত্মক ও প্রচণ্ড শক্তিগুলোর মধ্যে একটা। প্রায়ই রক্ষাপ্রাপ্ত ব্যক্তিদের কোনো ঘর-বাড়ি থাকে না আর তা ফিরে পাওয়ার কোনো উপায়ও থাকে না। সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা দেখায় যে, যারা ভূমিকম্পের শিকার হয়েছে তারা কীভাবে ভূমিকম্পের পরের অবস্থার সঙ্গে মোকাবিলা করতে পেরেছে। এ ছাড়া, এটা এও জানায় যে কীভাবে ভূমিকম্পগুলো বাইবেলের এক অতি গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণীকে প্রকাশ করে।”
The Watchtower আগস্ট ১৫
“সর্বোচ্চ মানের আনুগত্য বলতে আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই প্রবন্ধ সত্য ঈশ্বরের প্রতি আনুগত্যের ওপর জোর দেয়। [৫ পৃষ্ঠা দেখান এবং ২ শমূয়েল ২২:২৬ পদ পড়ুন।] আপনি কি জানতেন যে, ঈশ্বরের প্রতি আনুগত্য লোকেদের অন্যদের প্রতি নির্দয় কাজ করা থেকে বিরত করে? আমি জানি আপনার এটা পড়ে ভাল লাগবে।”
Awake! জুলাই-সেপ্টে.
“একজন মায়ের কাছে, এক অজাত শিশুকে হারানো খুবই যন্ত্রণাদায়ক হতে পারে। যন্ত্রণা কমাতে পরিবারের সদস্যরা কী করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা কেবল নির্দিষ্ট ব্যবহারিক সাহায্যের কথাই জানায় না যা পরিবারের সদস্যরা করতে পারে কিন্তু হৃদয় ভরিয়ে দেওয়ার এই আশার কথাও জানায় যে, ঈশ্বর নিকট ভবিষ্যতে এই সমস্যাকে দূর করতে চলেছেন। [প্রকাশিত বাক্য ২১:৩, ৪ পদ পড়ুন।] আপনি হয়তো এমন কাউকে জানেন যাকে আপনি এটা জানাতে পারেন।”
The Watchtower সেপ্টে. ১
“আপনি কি লক্ষ করেছেন যে, অনেক জায়গায় প্রতিবেশীরা একসময় যেভাবে পরস্পরকে জানত এখন তা জানে না? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] যীশু একটা নীতির কথা বলেছিলেন যেটা ভাল প্রতিবেশী হওয়ার এক চাবি। [মথি ৭:১২ পদ পড়ুন।] এই প্রবন্ধগুলো দেখায় কীভাবে আমরা ভাল প্রতিবেশী হতে পারি এবং অন্যদের সেইরূপ হতে উৎসাহ দিতে পারি।”