ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৪ পৃষ্ঠা ১৬-পৃষ্ঠা ১৭ অনু. ২
  • রাগ করার কারণে খুবই খারাপ কিছু ঘটে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • রাগ করার কারণে খুবই খারাপ কিছু ঘটে
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ভাইয়েরা যারা আলাদা মনোভাব গড়ে তুলেছিল
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • একটি সুপুত্র এবং অন্যটি মন্দ
    আমার বাইবেলের গল্পের বই
  • যিহোবাকে গ্রহণযোগ্য যজ্ঞ উৎসর্গ করা
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পাঠকদের থেকে প্রশ্নসকল
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৪ পৃষ্ঠা ১৬-পৃষ্ঠা ১৭ অনু. ২
হেবল যিহোবার উদ্দেশে বলি উৎসর্গ করছেন আর কয়িন রেগে আছেন

পাঠ ৪

রাগ করার কারণে খুবই খারাপ কিছু ঘটে

আদম ও হবাকে এদন বাগান থেকে বের করে দেওয়ার পর তাদের অনেক ছেলে-মেয়ে হয়। তাদের প্রথম ছেলের নাম কয়িন। তিনি একজন কৃষক ছিলেন। আর তাদের দ্বিতীয় ছেলের নাম হেবল। তিনি একজন মেষপালক ছিলেন।

একদিন কয়িন ও হেবল যিহোবার কাছে বলি উৎসর্গ করেন। তুমি কি জান, বলি মানে কী? বলি হল এক বিশেষ উপহার। হেবলের বলি দেখে যিহোবা খুব খুশি হন। কিন্তু, কয়িনের বলি দেখে যিহোবা মোটেও খুশি হন না। এই কারণে কয়িন অনেক রেগে যান। যিহোবা কয়িনকে সাবধান করে বলেন যে, কয়িন যদি রাগ করেই চলেন, তা হলে তিনি একসময় খুব খারাপ কিছু করে ফেলতে পারেন। কিন্তু, কয়িন যিহোবার কথা শোনেননি।

একদিন কয়িন হেবলকে বলেন: ‘চলো, আমরা মাঠে যাই।’ তারা যখন মাঠে একা ছিলেন, তখন কয়িন তার ভাই হেবলকে মেরে ফেলেন। এটা দেখে যিহোবা কী করেছিলেন? তিনি কয়িনকে শাস্তি দিয়েছিলেন। যিহোবা কয়িনকে তার পরিবার থেকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলেন। এরপর, যিহোবা আর কখনো কয়িনকে তার পরিবারের কাছে ফিরে আসতে দেননি।

মাঠে থাকার সময় কয়িন হেবলের কাছে আসেন

এই ঘটনা থেকে আমরা কী শিখতে পারি? কোনো বিষয় যদি আমাদের ইচ্ছা অনুযায়ী না হয় অথবা আমরা যেভাবে চিন্তা করি, সেভাবে না হয়, তা হলে আমরা হয়তো রেগে যেতে পারি। আমরা যদি ভিতরে ভিতরে রাগ করেই চলি—অথবা অন্যেরা তা বুঝতে পেরে আমাদের সাবধান করে—তা হলে যত তাড়াতাড়ি সম্ভব সেই রাগ দূর করতে হবে। আমরা যদি তা না করি, তা হলে আমরা খুব খারাপ কিছু করে ফেলতে পারি।

হেবল যিহোবাকে ভালোবাসতেন এবং তাঁর চোখে যা সঠিক, তা-ই করতেন। এইজন্য যিহোবা সবসময় তাকে মনে রাখবেন। তিনি যখন পুরো পৃথিবীকে পরমদেশ করে তুলবেন, তখন তিনি হেবলকে জীবন ফিরিয়ে দেবেন।

“প্রথমে তোমার ভাইয়ের সঙ্গে শান্তি স্থাপন করো আর তারপর ফিরে এসে তোমার উপহার উৎসর্গ করো।”—মথি ৫:২৪

প্রশ্ন: আদম ও হবার প্রথম দুই সন্তানের নাম কী ছিল? কেন কয়িন তার ভাইকে মেরে ফেলেছিলেন?

আদিপুস্তক ৪:১-১২; ইব্রীয় ১১:৪; ১ যোহন ৩:১১, ১২

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার