পাঠ ১১
বিশ্বাসের এক পরীক্ষা
অব্রাহাম তার ছেলে ইস্হাককে শিখিয়েছেন, যেন সে যিহোবাকে ভালোবাসে এবং তাঁর সমস্ত প্রতিজ্ঞার উপর আস্থা রাখে। কিন্তু, ইস্হাকের বয়স যখন প্রায় ২৫ বছর, তখন যিহোবা অব্রাহামকে এমন একটা কাজ করতে বলেন, যেটা করা তার জন্য খুবই কঠিন ছিল। তুমি কি জান, সেটা কী?
ঈশ্বর অব্রাহামকে বলেন: ‘তুমি, তোমার একমাত্র ছেলেকে নিয়ে মোরিয়া দেশে যাও আর সেখানে একটা পর্বতের উপরে তাকে বলি হিসেবে উৎসর্গ করো।’ অব্রাহাম একদমই জানতেন না যে, কেন যিহোবা তাকে এমনটা করতে বলেছেন। তারপরও, তিনি যিহোবার বাধ্য হয়েছিলেন।
পরের দিন খুব সকালে, অব্রাহাম তার ছেলে ইস্হাককে এবং দু-জন দাসকে নিয়ে মোরিয়া দেশের উদ্দেশে রওনা দেন। তিন দিন পর, তারা দূর থেকে সেই পর্বত দেখতে পায়। অব্রাহাম তার দাসদের বলেন, তারা যেন সেখানেই অপেক্ষা করে আর তিনি ও ইস্হাক গিয়ে বলি উৎসর্গ করবেন। অব্রাহাম একটা ছুরি নেন এবং ইস্হাকের হাতে কিছু কাঠ দেন। ইস্হাক তার বাবাকে জিজ্ঞেস করেন: ‘বলি উৎসর্গ করার জন্য পশু কোথায়?’ অব্রাহাম বলেন: ‘যিহোবাই জুগিয়ে দেবেন।’
তারা যখন হাঁটতে হাঁটতে পর্বতে পৌঁছান, তখন সেখানে তারা একটা বেদি তৈরি করেন। এরপর, অব্রাহাম ইস্হাকের হাত-পা বাঁধেন এবং সেই বেদির উপর তাকে শুইয়ে দেন।
এরপর, অব্রাহাম ছুরিটা হাতে নেন। তিনি ইস্হাককে মেরে ফেলতে যাচ্ছিলেন, ঠিক এমন সময় যিহোবার একজন স্বর্গদূত স্বর্গ থেকে তাকে বলেন: ‘অব্রাহাম! ওকে কিছু কোরো না! এখন আমি বুঝতে পারলাম, ঈশ্বরের উপর তোমার বিশ্বাস রয়েছে, কারণ তুমি তোমার ছেলেকে বলি হিসেবে উৎসর্গ করার জন্যও প্রস্তুত ছিলে।’ তখন অব্রাহাম কিছুটা দূরে একটা মেষ দেখতে পেলেন, যেটার শিং ঝোপের মধ্যে আটকে আছে। তিনি সঙ্গেসঙ্গে ইস্হাকের হাত-পা খুলে দেন এবং সেই মেষটাকে বলি হিসেবে উৎসর্গ করেন।
সেই দিন থেকে যিহোবা অব্রাহামকে তাঁর বন্ধু বলে ডাকেন। তুমি কি জান, কেন? কারণ যিহোবা অব্রাহামকে যা যা করতে বলেছিলেন, তিনি সেই সমস্ত কিছু করেছিলেন। এমনকী তিনি সেইসময়ও যিহোবার বাধ্য ছিলেন, যখন তিনি বুঝতে পারেননি যে, কেন যিহোবা এমনটা করতে বলেছেন।
যিহোবা আবারও অব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেন: ‘আমি তোমাকে আশীর্বাদ করব এবং তোমার সন্তানদের বা তোমার বংশধরদের সংখ্যা আরও বৃদ্ধি করব।’ এর মানে হল, যিহোবা অব্রাহামের বংশধরের মাধ্যমে সমস্ত ভালো লোককে আশীর্বাদ করবেন।
“ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে, নিজের একজাত পুত্রকে দান করলেন, যাতে যে-কেউ তাঁর উপর বিশ্বাস করে, সে বিনষ্ট না হয়, বরং অনন্তজীবন পায়।”—যোহন ৩:১৬