পাঠ ১৩
যাকোব ও এষৌ শান্তি স্থাপন করেন
যিহোবা যাকোবের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে, তিনি তাকে সুরক্ষা জোগাবেন, যেমনটা তিনি অব্রাহাম ও ইস্হাককে জুগিয়েছিলেন। যাকোব হারোণ নামে একটা জায়গায় থাকতে শুরু করেন। সেখানে তিনি বিয়ে করেন, তার এক বড়ো পরিবার হয় আর তিনি খুবই ধনী ব্যক্তি হয়ে ওঠেন।
পরে যিহোবা যাকোবকে বলেন: ‘তুমি তোমার দেশে ফিরে যাও।’ তাই, যাকোব এবং তার পরিবার এক দীর্ঘযাত্রার উদ্দেশে রওনা দেন। রাস্তায় থাকার সময়ে যাকোবের কিছু দাস এসে তাকে বলে: ‘আপনার ভাই ৪০০ জন পুরুষকে নিয়ে আপনার সঙ্গে দেখা করতে আসছেন।’ এটা শুনে যাকোব খুব ভয় পেয়ে যান। তিনি মনে করেন, এষৌ তাকে এবং তার পরিবারকে আক্রমণ করবেন। যাকোব যিহোবার কাছে প্রার্থনা করেন: ‘আমি মিনতি করি, আমার ভাই এষৌর হাত থেকে তুমি আমাকে রক্ষা করো।’ পরের দিন যাকোব এষৌকে উপহার হিসেবে অনেক মেষ, ছাগল, গরু, উট ও গাধা পাঠান।
সেই দিন রাতে যাকোব যখন একা ছিলেন, তখন তিনি একজন স্বর্গদূতকে দেখতে পান! তিনি সেই স্বর্গদূতের সঙ্গে লড়াই করতে শুরু করেন। তারা ভোর পর্যন্ত লড়াই করেন। লড়াই করতে গিয়ে যদিও যাকোব আঘাত পান, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। স্বর্গদূত তাকে বলেন: ‘আমাকে ছেড়ে দাও।’ কিন্তু, যাকোব বলেন: ‘আমাকে আশীর্বাদ না করা পর্যন্ত আমি আপনাকে ছাড়ব না।’
শেষপর্যন্ত, স্বর্গদূত যাকোবকে আশীর্বাদ করেন। এর ফলে, যাকোব নিশ্চিত হয়ে যান যে, যিহোবা তাকে এষৌর হাত থেকে রক্ষা করবেন।
সেই দিন সকালে যাকোব দূর থেকে দেখেন যে, এষৌ ৪০০ জন পুরুষকে নিয়ে আসছেন। যাকোব সবার আগে গিয়ে তার ভাইয়ের সামনে হাঁটু গেড়ে সাত বার প্রণাম করেন। আর এষৌ দৌড়ে যাকোবের কাছে আসেন এবং তার গলা জড়িয়ে ধরেন। দুই ভাই কান্নায় ভেঙে পড়েন এবং তারা শান্তি স্থাপন করেন। এষৌর সঙ্গে শান্তি স্থাপন করার জন্য যাকোব যা করেছিলেন, তা দেখে যিহোবার কেমন লেগেছিল বলে তুমি মনে কর?
পরে এষৌ নিজের বাড়ি ফিরে যান আর যাকোব তার যাত্রা চালিয়ে যান। যাকোবের ১২ জন ছেলে ছিল। তাদের নাম হল, রূবেণ, শিমিয়োন, লেবি, যিহূদা, দান, নপ্তালি, গাদ, আশের, ইষাখর, সবূলূন, যোষেফ ও বিন্যামীন। যাকোবের একজন ছেলে যোষেফের মাধ্যমে যিহোবা তাঁর লোকদের রক্ষা করেছিলেন। কীভাবে? এসো, তা দেখি।
“সবসময় তোমার শত্রুদের ভালোবেসো এবং যারা তোমাদের তাড়না করে, তাদের জন্য প্রার্থনা কোরো, যাতে তোমরা দেখাতে পার, তোমরা তোমাদের স্বর্গস্থ পিতার সন্তান।”—মথি ৫:৪৪, ৪৫