ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ২৩ পৃষ্ঠা ৬০-পৃষ্ঠা ৬১ অনু. ৪
  • তারা যিহোবার কাছে একটা প্রতিজ্ঞা করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তারা যিহোবার কাছে একটা প্রতিজ্ঞা করে
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবা তাঁর নিয়মগুলো দেন
    আমার বাইবেলের গল্পের বই
  • যিহোবার পথ সকল জানা
    ২০০৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তারা তাদের প্রতিজ্ঞা পূর্ণ করেনি
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • জ্বলন্ত ঝোপ
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ২৩ পৃষ্ঠা ৬০-পৃষ্ঠা ৬১ অনু. ৪
ইজরায়েলীয়েরা সীনয় পর্বতের কাছে দাঁড়িয়ে আছে

পাঠ ২৩

তারা যিহোবার কাছে একটা প্রতিজ্ঞা করে

মিশর ছেড়ে চলে আসার প্রায় দুই মাস পর ইজরায়েলীয়েরা সীনয় পর্বতের কাছে পৌঁছায় এবং সেখানে শিবির স্থাপন করে। পরে মোশি পর্বতের উপরে ওঠেন আর সেখানে যিহোবা তাকে ডেকে বলেন: ‘আমি ইজরায়েলীয়দের রক্ষা করেছি। তারা যদি আমার বাধ্য হয় এবং আমার আইনকানুন পালন করে, তা হলে তারা আমার বিশেষ লোক হবে।’ মোশি পর্বত থেকে নেমে এসে ইজরায়েলীয়দের জানান যে, যিহোবা কী বলেছেন। তখন তারা কেমন মনোভাব দেখায়? তারা বলে: ‘যিহোবা আমাদের যা যা বলেছেন, আমরা সেই সমস্ত কিছু করব।’

মোশি আবারও পর্বতের উপরে যান। সেখানে যিহোবা তাকে বলেন: ‘আমি তৃতীয় দিনে তোমাদের সঙ্গে কথা বলব। লোকদের বলবে যেন তারা পর্বতের উপরে ওঠার চেষ্টা না করে।’ মোশি নীচে নেমে এসে ইজরায়েলীয়দের বলেন, তারা যেন যিহোবার কথা শোনার জন্য প্রস্তুত হয়।

ইজরায়েলীয়েরা সীনয় পর্বতের কাছে দাঁড়িয়ে আছে

তৃতীয় দিনে ইজরায়েলীয়েরা দেখে যে, পর্বতের উপরে কালো মেঘ ছেয়ে আছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এ ছাড়া, তারা মেঘের গর্জন এবং শিঙার আওয়াজও শুনতে পায়। এরপর, যিহোবা পর্বতের উপর আগুনের মধ্যে নেমে আসেন। তখন ইজরায়েলীয়েরা এতটাই ভয় পেয়ে যায় যে, তারা থরথর করে কাঁপতে থাকে। পুরো পর্বত ভীষণভাবে কাঁপতে থাকে এবং ধোঁয়ায় ঢেকে যায়। শিঙার আওয়াজ আরও বাড়তে থাকে। এরপর ঈশ্বর বলেন: ‘আমি যিহোবা। তোমরা আমাকে ছাড়া অন্য কোনো দেব-দেবীর উপাসনা করবে না।’

মোশি আবারও পর্বতের উপরে যান আর যিহোবা তাকে বিভিন্ন আইনকানুন সম্বন্ধে বলেন। যিহোবা তাকে বলেন যে, লোকদের কীভাবে তাঁকে উপাসনা করতে হবে আর সেইসঙ্গে তাদের কী করা উচিত এবং কী করা উচিত নয়। মোশি এই সমস্ত আইনকানুন লেখেন আর তারপর ইজরায়েলীয়দের সামনে সেগুলো পড়ে শোনান। তারা প্রতিজ্ঞা করে: ‘যিহোবা আমাদের যা যা বলেছেন, আমরা সেই সমস্ত কিছু করব।’ হ্যাঁ, তারা ঈশ্বরের কাছে একটা প্রতিজ্ঞা করেছিল। কিন্তু, তারা কি এই প্রতিজ্ঞা পূরণ করেছিল?

“তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাসবে।”—মথি ২২:৩৭

প্রশ্ন: সীনয় পর্বতের কাছে কী হয়েছিল? ইজরায়েলীয়েরা কোন প্রতিজ্ঞা করেছিল?

যাত্রাপুস্তক ১৯:১–২০:২১; ২৪:১-৮; দ্বিতীয় বিবরণ ৭:৬-৯; নহিমিয় ৯:১৩, ১৪

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার