ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৪৭ পৃষ্ঠা ১১৪-পৃষ্ঠা ১১৫ অনু. ৩
  • যিহোবা এলিয়কে শক্তিশালী করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা এলিয়কে শক্তিশালী করেন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তিনি তার ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা লাভ করেছিলেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • তিনি তার ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা লাভ করেছিলেন
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • তোমার কি কখনো নিজেকে একা বলে মনে হয় এবং ভয় লাগে?
    আপনার সন্তানকে শিক্ষা দিন
  • আপনি কি এলিয়ের মত বিশ্বস্ত হবেন?
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৪৭ পৃষ্ঠা ১১৪-পৃষ্ঠা ১১৫ অনু. ৩
এলিয় হোরেব পর্বতের একটা গুহার সামনে দাঁড়িয়ে আছেন আর ঈশ্বরের স্বর্গদূতের কথা শুনছেন

পাঠ ৪৭

যিহোবা এলিয়কে শক্তিশালী করেন

ঈষেবল যখন জানতে পারেন যে, বালের ভাববাদীদের সঙ্গে কী করা হয়েছে, তখন তিনি খুব রেগে যান। তিনি এলিয়ের কাছে এই বার্তা পাঠান: ‘বালের ভাববাদীদের মতো কাল তোমাকেও মেরে ফেলা হবে।’ এই কথা শুনে এলিয় অনেক ভয় পান এবং প্রান্তরে পালিয়ে যান। তিনি যিহোবার কাছে প্রার্থনা করে বলেন: ‘হে যিহোবা, আমি আর পারছি না। তুমি আমাকে মেরে ফেলো।’ এলিয় খুব ক্লান্ত হয়ে যান এবং একটা গাছের নীচে ঘুমিয়ে পড়েন।

একজন স্বর্গদূত তাকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং কোমলভাবে তাকে বলেন: ‘ওঠো, খেয়ে নাও।’ এলিয় উঠে দেখতে পান, গরম পাথরের উপর একটা গোল রুটি রাখা আছে আর জলের একটা পাত্র রয়েছে। তিনি রুটি ও জল খান এবং আবার শুয়ে পড়েন। পরে, স্বর্গদূত আবার তাকে জাগিয়ে তোলেন এবং বলেন: ‘খেয়ে নাও। যাত্রা করার জন্য তোমার শক্তির প্রয়োজন।’ তাই, এলিয় আবার খাওয়া-দাওয়া করেন। এরপর তিনি ৪০ দিন এবং ৪০ রাত ধরে যাত্রা করেন এবং শেষে হোরেব পর্বতে এসে পৌঁছান। সেখানে এলিয় একটা গুহার মধ্যে ঢুকে ঘুমিয়ে পড়েন। পরে, যিহোবা তার সঙ্গে কথা বলেন। তিনি বলেন: ‘এলিয়, তুমি এখানে কী করছ?’ এলিয় উত্তর দেন: ‘ইজরায়েলীয়েরা তোমার কাছে যে-প্রতিজ্ঞা করেছে, সেটা রাখেনি। তারা তোমার বেদিগুলো ভেঙে দিয়েছে এবং তোমার ভাববাদীদের মেরে ফেলেছে। এখন তারা আমাকেও মেরে ফেলার জন্য উঠে-পড়ে লেগেছে।’

যিহোবা তাকে বলেন: ‘বাইরে বের হও আর পর্বতের উপরে দাঁড়াও।’ প্রথমে, গুহার সামনে দিয়ে প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে যায়। পরে, একটা ভূমিকম্প হয় আর এরপর আগুন জ্বলে ওঠে। শেষে, এলিয় একটা কোমল ও মৃদু কণ্ঠস্বর শুনতে পান। তিনি নিজের পোশাক দিয়ে নিজের মুখ ঢাকেন এবং গুহার ভিতর থেকে বেরিয়ে গুহার মুখে দাঁড়ান। এরপর, যিহোবা তাকে জিজ্ঞেস করেন যে, কেন তিনি পালিয়ে এসেছেন। এলিয় বলেন: ‘আপনার উপাসক হিসেবে কেবল আমিই বেঁচে রয়েছি।’ কিন্তু, যিহোবা তাকে বলেন: ‘না, তুমি একা নও। ইজরায়েলে ৭,০০০ জন লোক রয়েছে, যারা এখনও আমার উপাসনা করে। যাও, তোমার জায়গায় ইলীশায়কে ভাববাদী হিসেবে নিযুক্ত করো।’ এলিয় সঙ্গেসঙ্গে গিয়ে যিহোবার কথা অনুযায়ী কাজ করেন। তোমার কি মনে হয় যে, তুমি যদি যিহোবার কথা অনুযায়ী কাজ কর, তা হলে তিনি তোমাকেও সাহায্য করবেন? হ্যাঁ, করবেন। এসো, এখন আমরা খরার সময়ের একটা ঘটনার উপর মনোযোগ দিই।

“তোমরা কোনো বিষয়ে উদ্‌বিগ্ন হোয়ো না, বরং সমস্ত বিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা আর সেইসঙ্গে ধন্যবাদ সহকারে তোমাদের অনুরোধ ঈশ্বরকে জানাও।”—ফিলিপীয় ৪:৬

প্রশ্ন: কেন এলিয় নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে গিয়েছিলেন? যিহোবা এলিয়কে কী করতে বলেছিলেন?

১ রাজাবলি ১৯:১-১৮; রোমীয় ১১:২-৪

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার