পাঠ ৫৫
যিহোবার স্বর্গদূত হিষ্কিয়কে সুরক্ষা জোগান
অশূরীয়েরা ইজরায়েলের দশটা রাজ্য পরাজিত করে তা দখল করে নেয়। এখন অশূরের রাজা সন্হেরীব যিহূদার দুই বংশের রাজ্যও দখল করতে চান। তিনি যিহূদার একটার পর একটা নগর দখল করতে শুরু করেন। তবে, তিনি বিশেষভাবে জেরুসালেম নগরটা নিতে চান। কিন্তু, সন্হেরীব এটা জানতেন না যে, যিহোবা জেরুসালেমকে সুরক্ষা জোগাচ্ছিলেন।
সন্হেরীবকে যিহূদার রাজা হিষ্কিয় প্রচুর টাকা দিয়েছিলেন, যাতে সন্হেরীব জেরুসালেম আক্রমণ না করেন। তবে, টাকা নেওয়া সত্ত্বেও তিনি জেরুসালেমকে আক্রমণ করার জন্য তার শক্তিশালী সেনাবাহিনীকে পাঠান। নগরের লোকেরা খুব ভয় পেয়ে যায়, কারণ অশূরীয়েরা ধীরে ধীরে কাছে এগিয়ে আসছিল। তখন রাজা হিষ্কিয় লোকদের বলেন: ‘তোমরা ভয় পেয়ো না। অশূরীয়েরা শক্তিশালী বটে, তবে যিহোবা তাদের চেয়ে আমাদের আরও বেশি শক্তিশালী করবেন।’
সন্হেরীব জেরুসালেমের লোকদের নিয়ে ঠাট্টা করার জন্য তার বার্তাবাহক রব্শাকিকে সেখানে পাঠান। রব্শাকি নগরের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে এই কথা বলেন: ‘যিহোবা তোমাদের সাহায্য করবেন না। হিষ্কিয়কে তোমাদের বোকা বানাতে দিয়ো না। এমন কোনো দেবতা নেই, যে আমাদের হাত থেকে তোমাদের রক্ষা করতে পারবে।’
হিষ্কিয় কী করবেন, সেই ব্যাপারে তিনি যিহোবাকে জিজ্ঞেস করেন। যিহোবা বলেন: ‘তুমি রব্শাকির কথা শুনে ভয় পেয়ো না। সন্হেরীব জেরুসালেম দখল করতে পারবে না।’ পরে, হিষ্কিয় সন্হেরীবের কাছ থেকে কিছু চিঠি পান। চিঠিগুলোর মধ্যে বলা হয়: ‘আমাদের কাছে আত্মসমর্পণ করো। যিহোবা তোমাদের উদ্ধার করতে পারবেন না।’ হিষ্কিয় প্রার্থনা করেন: ‘যিহোবা, দয়া করে আমাদের রক্ষা করো, যাতে সকলে জানতে পারে যে, তুমিই একমাত্র সত্য ঈশ্বর।’ যিহোবা তাকে বলেন: ‘অশূরের রাজা জেরুসালেমে আসবে না। আমি আমার নগরকে সুরক্ষা জোগাব।’
সন্হেরীব নিশ্চিত ছিলেন, তিনি শীঘ্রই জেরুসালেম দখল করবেন। অশূরীয় সেনাবাহিনী নগরের বাইরে শিবির স্থাপন করে। কিন্তু, একদিন রাতে যিহোবা তাঁর একজন স্বর্গদূতকে সেখানে পাঠান। সেই স্বর্গদূত একাই ১,৮৫,০০০ জন সৈন্যকে মেরে ফেলেন! রাজা সন্হেরীব তার সবচেয়ে শক্তিশালী সৈন্যদের হারান। পরাজিত হয়ে বাড়ি ফিরে যাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। যিহোবা তাঁর প্রতিজ্ঞা অনুযায়ী হিষ্কিয়কে এবং জেরুসালেমকে সুরক্ষা জোগান। তুমি যদি সেই সময় জেরুসালেমে থাকতে, তা হলে তুমি কি যিহোবার উপর নির্ভর করতে?
“যারা যিহোবাকে ভয় করে, তাঁর স্বর্গদূত তাদের চারিদিকে শিবির স্থাপন করেন আর তাদের উদ্ধার করেন।”—গীতসংহিতা ৩৪:৭, NW