ঈশ্বরের বাক্যের গুপ্তধন | যিশাইয় ৩৪-৩৭
হিষ্কিয় তার বিশ্বাসের জন্য পুরস্কার লাভ করেন
অশূররাজ সন্হেরীব রব্শাকিকে দিয়ে যিরূশালেমে বলে পাঠান, যেন নগরের লোকেরা আত্মসমর্পণ করে। অশূরীয়রা বিভিন্ন যুক্তি ব্যবহার করে, যাতে যিহুদিরা কোনোরকম যুদ্ধ ছাড়াই হাল ছেড়ে দেয়।
মিশর তোমাদের কোনো সাহায্যই করবে না।—যিশা ৩৬:৬
যিহোবা তোমাদের হয়ে যুদ্ধ করবেন না কারণ তিনি তোমাদের উপর অসন্তুষ্ট।—যিশা ৩৬:৭, ১০
শক্তিশালী অশূরীয় সেনাবাহিনীর সামনে তোমরা কোনোভাবেই দাঁড়াতে পারবে না।—যিশা ৩৬:৮, ৯
অশূররাজের কাজে আত্মসমর্পণ করলে তোমাদের জীবনযাত্রার মান উন্নত হবে।—যিশা ৩৬:১৬, ১৭
হিষ্কিয় যিহোবার প্রতি অটল বিশ্বাস দেখান
আসন্ন আক্রমণের হাত থেকে নগরকে রক্ষা করার জন্য তিনি যথাসাধ্য করেন
উদ্ধার লাভ করার জন্য তিনি যিহোবার কাছে প্রার্থনা করেন এবং লোকেদেরও তা করার জন্য উৎসাহিত করেন
সেই সময় তিনি তার বিশ্বাসের জন্য পুরস্কার লাভ করেন, যখন যিহোবা একজন দূত পাঠিয়ে এক রাতে ১,৮৫,০০০ অশূরীয় সৈন্যকে হত্যা করেন