ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৭৪ পৃষ্ঠা ১৭৬-পৃষ্ঠা ১৭৭ অনু. ৪
  • যিশু মশীহ হয়ে ওঠেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশু মশীহ হয়ে ওঠেন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যোহন যিশুকে বাপ্তাইজিত করেন
    আমার বাইবেলের গল্পের বই
  • তিনি ছিলেন মশীহের অগ্রদূত
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যোহন পথ প্রস্তুত করেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • যীশুর বাপ্তিস্ম
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৭৪ পৃষ্ঠা ১৭৬-পৃষ্ঠা ১৭৭ অনু. ৪
যিশু যোহনের কাছে বাপ্তিস্ম নেওয়ার পর ঈশ্বরের পবিত্র শক্তি কপোতের আকারে তাঁর উপর নেমে আসছে

পাঠ ৭৪

যিশু মশীহ হয়ে ওঠেন

যোহন লোকদের কাছে এই প্রচার করতে থাকেন: ‘আমার চেয়ে মহান একজন ব্যক্তি আসছেন।’ যিশুর বয়স যখন প্রায় ৩০ বছর, তখন তিনি গালীল থেকে জর্ডন নদীর কাছে আসেন, যেখানে যোহন লোকদের বাপ্তিস্ম দিচ্ছিলেন। যিশু যোহনের কাছে বাপ্তিস্ম নিতে চান। কিন্তু, যোহন তাঁকে বলেন: ‘আমারই তো আপনার কাছে বাপ্তিস্ম নেওয়া উচিত আর আপনি কিনা আমার কাছে আসছেন?’ যিশু যোহনকে বলেন: ‘যিহোবা চান যেন তুমি আমাকে বাপ্তিস্ম দাও।’ তাই, তারা জর্ডন নদীতে যান আর যোহন যিশুকে পুরোপুরিভাবে জলে ডুবিয়ে বাপ্তিস্ম দেন।

যিশু জল থেকে ওঠার পর প্রার্থনা করেন। ঠিক সেই সময়ই স্বর্গ খুলে যায় আর ঈশ্বরের পবিত্র শক্তি কপোতের আকারে তাঁর উপর নেমে আসে। তখন যিহোবা স্বর্গ থেকে এই কথা বলেন: “তুমিই আমার প্রিয় পুত্র; তোমার উপর আমি খুব সন্তুষ্ট।”

যিহোবার পবিত্র শক্তি যখন যিশুর উপর আসে, তখন তিনি খ্রিস্ট বা মশীহ হয়ে ওঠেন। এবার তিনি সেই কাজ শুরু করতে পারবেন, যেটার জন্য যিহোবা তাঁকে পৃথিবীতে পাঠিয়েছেন।

বাপ্তিস্ম নেওয়ার পর পরই যিশু প্রান্তরে যান আর সেখানে ৪০ দিন থাকেন। সেখান থেকে ফিরে আসার পর তিনি যোহনকে দেখতে যান। যোহন যিশুকে তার কাছে আসতে দেখে বলেন: ‘ইনিই ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপ বয়ে নিয়ে যাবেন।’ যোহন এই কথা বলেছিলেন, যাতে লোকেরা জানতে পারে যে, যিশুই হলেন মশীহ। তুমি কি জান, যিশু যখন প্রান্তরে ছিলেন, তখন কী হয়েছিল? এসো, আমরা তা দেখি।

“স্বর্গ থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল: ‘তুমিই আমার প্রিয় পুত্র; তোমার উপর আমি খুব সন্তুষ্ট।’”—মার্ক ১:১১

প্রশ্ন: কেন যিশু বাপ্তিস্ম নিয়েছিলেন? কেন যোহন বলেছিলেন যে, যিশু ঈশ্বরের মেষশাবক?

মথি ৩:১৩-১৭; মার্ক ১:৯-১১; লূক ৩:২১-২৩; যোহন ১:২৯-৩৪; যিশাইয় ৪২:১; ইব্রীয় ১০:৭-৯

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার