ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৭৮ পৃষ্ঠা ১৮৪-পৃষ্ঠা ১৮৫ অনু. ১
  • যিশু ঈশ্বরের রাজ্যের বার্তা প্রচার করেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশু ঈশ্বরের রাজ্যের বার্তা প্রচার করেন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যীশু কেন পৃথিবীতে এসেছিলেন
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • পাঠকদের কাছ থেকে প্রশ্ন
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৪
  • যিশু স্বর্গে ফিরে যান
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৭৮ পৃষ্ঠা ১৮৪-পৃষ্ঠা ১৮৫ অনু. ১
যিশু এবং একজন শিষ্য প্রচার করছেন

পাঠ ৭৮

যিশু ঈশ্বরের রাজ্যের বার্তা প্রচার করেন

যিশু তাঁর বাপ্তিস্মের কিছুসময় পরে এই কথা প্রচার করতে শুরু করেন: ‘ঈশ্বরের রাজ্য কাছে এসে গিয়েছে।’ তিনি গালীল ও যিহূদিয়ার সমস্ত জায়গায় যান আর শিষ্যেরাও তাঁর পিছন পিছন যায়। যিশু যখন নিজের নগর নাসরতে ফিরে যান, তখন তিনি সমাজগৃহে ঢোকেন আর এরপর যিশাইয়ের গোটানো পুস্তকটা খুলে এই অংশটা জোরে জোরে পড়েন: ‘যিহোবা আমাকে পবিত্র শক্তি দিয়েছেন যেন আমি সুসমাচার প্রচার করতে পারি।’ এর অর্থ কী ছিল? এর অর্থ ছিল, যদিও লোকেরা যিশুর অলৌকিক কাজ দেখতে চেয়েছিল, কিন্তু যিশুর পবিত্র শক্তি লাভ করার প্রধান কারণ ছিল, তিনি যেন সুসমাচার প্রচার করেন। এরপর তিনি তাঁর শ্রোতাদের বলেন: ‘আজ এই ভবিষ্যদ্‌বাণী পরিপূর্ণ হল।’

এরপর, যিশু গালীল সাগরের কাছে যান আর সেখানে তিনি চার জন জেলেকে দেখতে পান, যারা পরে তাঁর শিষ্য হয়। তিনি তাদের এই আমন্ত্রণ জানান: “আমার সঙ্গে এসো। তোমরা যেমন মাছ ধরে থাক, তেমনই আমি তোমাদের মানুষ ধরতে শেখাব।” এই চার জন ছিলেন পিতর, আন্দ্রিয়, যাকোব ও যোহন। তারা সঙ্গেসঙ্গে তাদের মাছের ব্যাবসা ছেড়ে দিয়ে তাঁকে অনুসরণ করে। তারা গালীলের সমস্ত জায়গায় গিয়ে যিহোবার রাজ্য সম্বন্ধে প্রচার করতে থাকে। তারা সমাজগৃহে সমাজগৃহে, বাজারে বাজারে এবং রাস্তায় রাস্তায় প্রচার করে। তারা যেখানেই যেত, সেখানেই তাদের পিছন পিছন অনেক লোক যেত। যিশুর কথা সব জায়গায়, এমনকী সিরিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে।

পরে, যিশু তাঁর কয়েক জন অনুসারীকে লোকদের সুস্থ করার এবং মন্দ স্বর্গদূত বের করে দেওয়ার ক্ষমতা দেন। তিনি নগরে নগরে ও গ্রামে গ্রামে প্রচার করার সময় অন্যেরাও তাঁর সঙ্গে সঙ্গে যেতে থাকে। মগ্দলীনী মরিয়ম, যোহানা, শোশন্না এবং আরও অনেক বিশ্বস্ত মহিলা যিশু এবং তাঁর অনুসারীদের যত্ন নিত।

যিশু তাঁর শিষ্যদের প্রশিক্ষণ দেওয়ার পর তাদের প্রচার করার জন্য পাঠান। তারা গালীলের সমস্ত জায়গায় যেতে থাকে আর অনেকে শিষ্য হয় এবং বাপ্তিস্ম নেয়। এত লোক শিষ্য হতে চায় যে, যিশু তাদের এমন একটা শস্যখেতের সঙ্গে তুলনা করেন, যেটার শস্য কাটার জন্য তৈরি। তিনি বলেন: ‘যিহোবার কাছে প্রার্থনা করো, যেন তিনি শস্য কাটার জন্য আরও মজুর পাঠান।’ পরে তিনি তাঁর শিষ্যদের মধ্য থেকে ৭০ জনকে বাছাই করেন এবং তাদের দু-জন দু-জন করে যিহূদিয়ার সমস্ত জায়গায় প্রচার করতে পাঠান। তারা সমস্ত ধরনের লোককে ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শিক্ষা দেয়। এই শিষ্যেরা যখন ফিরে আসে, তখন কী কী হয়েছে, তা খুব আগ্রহের সঙ্গে যিশুকে বলতে চায়। প্রচার কাজ থামিয়ে দেওয়ার জন্য দিয়াবল কোনো কিছুই করতে পারে না।

যিশু চেয়েছিলেন, তিনি স্বর্গে ফিরে যাওয়ার পরও শিষ্যেরা যেন এই গুরুত্বপূর্ণ কাজ চালিয়ে যায়। তিনি তাদের বলেন: ‘সমস্ত পৃথিবীতে সুসমাচার প্রচার করো। লোকদের ঈশ্বরের বাক্য সম্বন্ধে শিক্ষা দাও এবং তাদের বাপ্তিস্ম দাও।’

“আমাকে অন্যান্য নগরেও ঈশ্বরের রাজ্যের সুসমাচার ঘোষণা করতে হবে, কারণ আমাকে এইজন্যই পাঠানো হয়েছে।”—লূক ৪:৪৩

প্রশ্ন: যিশু তাঁর শিষ্যদের কোন কাজ দিয়েছিলেন? এই কাজের বিষয়ে শিষ্যদের অনুভূতি কেমন ছিল?

মথি ৪:১৭-২৫; ৯:৩৫-৩৮; ২৮:১৯, ২০; মার্ক ১:১৪-২০; লূক ৪:১৪-২১; ৮:১-৩; ১০:১-২২

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার