ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • lfb পাঠ ৮৪ পৃষ্ঠা ১৯৬-পৃষ্ঠা ১৯৭ অনু. ৪
  • যিশু জলের উপর দিয়ে হাঁটেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিশু জলের উপর দিয়ে হাঁটেন
  • বাইবেল থেকে তুমি যা শিখতে পার
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • এক দ্বীপের কাছে জাহাজডুবি হয়
    আমার বাইবেলের গল্পের বই
  • এক বাঞ্ছিত অতিমানবীয় শাসক
    সর্বমহান পুরুষ যিনি কখনও জীবিত ছিলেন
  • তিনি ভয় ও সন্দেহের বিরুদ্ধে লড়াই করেছিলেন
    তাদের বিশ্বাস অনুকরণ করুন
  • যিশু হাজার হাজার লোককে খাওয়ান
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
আরও দেখুন
বাইবেল থেকে তুমি যা শিখতে পার
lfb পাঠ ৮৪ পৃষ্ঠা ১৯৬-পৃষ্ঠা ১৯৭ অনু. ৪
যিশু জলের উপর দিয়ে হাঁটছেন এবং পিতরকে তাঁর কাছে আসতে বলছেন

পাঠ ৮৪

যিশু জলের উপর দিয়ে হাঁটেন

যিশু যে কেবল অসুস্থ ব্যক্তিদের সুস্থ করতে এবং মৃত ব্যক্তিদের জীবিত করতে পারতেন, এমন নয়। তিনি বাতাস ও বৃষ্টিকেও নিয়ন্ত্রণ করতে পারতেন। পর্বতের উপরে প্রার্থনা শেষ করার পর, যিশু দেখেন যে, নীচে গালীল সাগরে প্রচণ্ড ঝড় উঠেছে। তাঁর প্রেরিতেরা তাদের নৌকার মধ্যে ছিল এবং বাতাসের বিপরীতে খুব কষ্ট করে দাঁড় বইছিল। যিশু নীচে নেমে আসেন এবং জলের উপর দিয়ে হেঁটে তাদের নৌকার দিকে যেতে শুরু করেন। প্রেরিতেরা যখন দেখে যে, কেউ একজন জলের উপর দিয়ে হাঁটছেন, তখন তারা খুব ভয় পেয়ে যায়। কিন্তু, যিশু তাদের বলেন: “এ আমি; ভয় পেয়ো না।”

যিশু জলের উপর দিয়ে হাঁটছেন এবং পিতরকে তাঁর কাছে আসতে বলছেন

পিতর বলেন: ‘প্রভু, যদি আপনিই হন, তা হলে আদেশ দিন, যেন আমিও আপনার কাছে যেতে পারি।’ যিশু পিতরকে বলেন: “এসো।” তখন সেই ঝড়ের মধ্যেই পিতর নৌকা থেকে নামেন এবং জলের উপর দিয়ে হেঁটে যিশুর কাছে যেতে থাকেন। কিন্তু, তিনি যখন যিশুর কাছাকাছি পৌঁছান, তখন তিনি ঝোড়ো বাতাস দেখেন এবং ভয় পেয়ে যান। আর তিনি ডুবে যেতে শুরু করেন। পিতর চিৎকার করে বলেন: “প্রভু, আমাকে রক্ষা করুন!” তখন যিশু সঙ্গেসঙ্গে তার হাত ধরেন এবং তাকে বলেন: ‘কেন সন্দেহ করলে? তোমার বিশ্বাস কোথায়?’

যিশু ও পিতর নৌকায় ওঠেন আর সঙ্গেসঙ্গে ঝড় থেমে যায়। এই সমস্ত কিছু দেখে প্রেরিতদের কেমন লেগেছিল, তা কি তুমি কল্পনা করতে পার? তারা বলে: “আপনি সত্যিই ঈশ্বরের পুত্র।”

যিশু যে কেবল এই একটা সময়ই আবহাওয়া নিয়ন্ত্রণ করেছিলেন, এমন নয়। আরেকবার যিশু এবং তাঁর প্রেরিতেরা নৌকায় করে সাগরের ওপারে যাচ্ছিলেন। আর যিশু নৌকার পিছন দিকে ঘুমিয়ে পড়েছিলেন। সেইসময় এক প্রচণ্ড ঝড় ওঠে। ঢেউ এসে নৌকায় এমনভাবে আছড়ে পড়তে থাকে যে, নৌকাটা জলে ভরে যেতে শুরু করে। প্রেরিতেরা যিশুকে ঘুম থেকে জাগিয়ে তোলেন এবং চিৎকার করে বলেন: ‘গুরু, আমরা তো মারা পড়ছি! আমাদের সাহায্য করুন!’ তখন যিশু উঠে সাগরকে বলেন: “শান্ত হও!” সঙ্গেসঙ্গে বাতাস থেমে যায় এবং সাগর একেবারে শান্ত হয়ে যায়। যিশু তাঁর প্রেরিতদের জিজ্ঞেস করেন: “তোমাদের বিশ্বাস কোথায়?” তারা একে অপরকে বলে: ‘এমনকী বাতাস ও সাগরও তাঁর আদেশ মানে!’ প্রেরিতেরা বুঝতে পারে যে, তারা যদি যিশুর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখে, তা হলে তাদের কোনো কিছুকেই ভয় পাওয়ার প্রয়োজন নেই।

“আমার যদি এই বিশ্বাস না থাকত যে, যিহোবা আমার জীবনকালে ভালো কাজ করবেন, তা হলে আমার যে কী হত!”—গীতসংহিতা ২৭:১৩, NW

প্রশ্ন: কেন পিতর ডুবে যেতে শুরু করেছিলেন? প্রেরিতেরা যিশুর কাছ থেকে কোন শিক্ষা লাভ করেছিলেন?

মথি ৮:২৩-২৭; ১৪:২৩-৩৪; মার্ক ৪:৩৫-৪১; ৬:৪৫-৫২; লূক ৮:২২-২৫; যোহন ৬:১৬-২১

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার