পাঠ ৯২
যিশু তাঁর শিষ্যদের আবার দেখা দেন
যিশু প্রেরিতদের দেখা দেওয়ার কিছু সময় পর, পিতর গালীল সাগরে মাছ ধরার জন্য যেতে চান। থোমা, যাকোব, যোহন এবং আরও কয়েক জন শিষ্য তার সঙ্গে যায়। সারারাত তারা মাছ ধরার চেষ্টা করে কিন্তু তারা একটা মাছও ধরতে পারে না।
আর প্রায় সকালের দিকে তারা দেখতে পায়, একজন ব্যক্তি সাগরের তীরে দাঁড়িয়ে আছেন। তিনি সেখান থেকে তাদের জিজ্ঞেস করেন: ‘তোমরা কি কোনো মাছ ধরতে পেরেছ?’ তারা তাঁকে বলে: “না!” সেই ব্যক্তি বলেন: “তোমাদের নৌকার ডান দিকে জাল ফেলো, তা হলে তোমরা কিছু মাছ পাবে।” এতে তারা যখন জাল ফেলে, তখন এত মাছ ধরা পড়ে যে তারা জালটা টেনে তুলতে পারে না। যোহন হঠাৎ বুঝতে পারেন, সেই ব্যক্তি হলেন যিশু। আর তিনি বলেন: “উনি প্রভু!” সঙ্গেসঙ্গে পিতর জলে ঝাঁপ দেন এবং সাঁতার কেটে তীরে আসেন। অন্য শিষ্যেরা নৌকায় করে তার পিছন পিছন আসে।
তারা যখন তীরে এসে পৌঁছায়, তখন তারা দেখে যে, আগুনের উপর রুটি ও মাছ রান্না করা হচ্ছে। যিশু তাদের বলেন, তারা যেন তাদের খাওয়ার জন্য কিছু মাছ নিয়ে আসে। পরে, তিনি তাদের বলেন: “এসো, খেয়ে নাও।”
তারা খাওয়া শেষ করার পর, যিশু পিতরকে জিজ্ঞেস করেন: ‘তুমি কি মাছ ধরার চেয়ে আমাকে বেশি ভালোবাস?’ পিতর উত্তর দেন: “হ্যাঁ, প্রভু, আপনি জানেন, আমি আপনাকে ভালোবাসি।” তখন যিশু বলেন: ‘তা হলে আমার মেষশাবকদের চরাও।’ যিশু আবার তাকে জিজ্ঞেস করেন: ‘পিতর, তুমি কি আমাকে ভালোবাস?’ পিতর বলেন: “প্রভু, আপনি জানেন, আমি আপনাকে ভালোবাসি।” যিশু বলেন: “আমার মেষশাবকদের পালন করো।” যিশু তৃতীয় বার একই কথা জিজ্ঞেস করেন। এতে পিতর খুব দুঃখিত হন। তিনি বলেন: ‘প্রভু, আপনি সবই জানেন। আপনি জানেন, আমি আপনাকে ভালোবাসি।’ যিশু তাকে বলেন: “আমার মেষশাবকদের চরাও।” এরপর তিনি পিতরকে বলেন: “আমাকে অনুসরণ করে চলো।”
“[যিশু] তাদের বললেন: ‘আমার সঙ্গে এসো। তোমরা যেমন মাছ ধরে থাক, তেমনই আমি তোমাদের মানুষ ধরতে শেখাব।’ তারা সঙ্গেসঙ্গে তাদের জাল ফেলে রেখে তাঁকে অনুসরণ করলেন।”—মথি ৪:১৯, ২০