বিভাগ ৪ থেকে যা শিখব
এই বিভাগে আমরা যোষেফ, ইয়োব, মোশি এবং ইজরায়েলীয়দের বিষয়ে জানতে পারব। এই সমস্ত ব্যক্তিরা শয়তান দিয়াবলের কারণে অনেক সমস্যা ভোগ করেছিল। তাদের মধ্যে কাউকে কাউকে অবিচার সহ্য করতে হয়েছে, কারাগারে বন্দি করা হয়েছে, দাস করা হয়েছে আর এমনকী মৃত্যুতে প্রিয়জনকেও হারাতে হয়েছে। কিন্তু, যিহোবা বিভিন্ন উপায়ে তাদের সাহায্য করেছিলেন। আপনি যদি একজন বাবা অথবা মা হয়ে থাকেন, তা হলে আপনার সন্তানকে বুঝতে সাহায্য করুন যে, যিহোবার এই উপাসকেরা কীভাবে বিভিন্ন সমস্যা ভোগ করা সত্ত্বেও তাদের বিশ্বাস হারায়নি।
যিহোবা মিশরের উপর দশটা আঘাত নিয়ে আসার মাধ্যমে দেখিয়েছিলেন যে, তিনি সেখানকার সমস্ত দেব-দেবীর চেয়ে অনেক বেশি শক্তিশালী। যিহোবা অতীতে কীভাবে তাঁর উপাসকদের রক্ষা করেছিলেন এবং বর্তমানেও কীভাবে তা করে থাকেন, সেই বিষয়ে আপনার সন্তানদের বলুন।