বিভাগ ৫ থেকে যা শিখব
লোহিত সাগর পার হওয়ার দুই মাস পর ইজরায়েলীয়েরা সীনয় পর্বতের কাছে পৌঁছায়। সেখানে যিহোবা তাদের সঙ্গে এক চুক্তি করেন আর সেটা হল তারা তাঁর বিশেষ জাতি হবে। তিনি তাদের সুরক্ষিত রেখেছিলেন এবং প্রয়োজনীয় সমস্ত বিষয় জুগিয়েছিলেন। যেমন, তিনি তাদের জন্য খাবার হিসেবে মান্না জুগিয়েছিলেন, তাদের কাপড় পুরোনো হয়ে যাতে ছিঁড়ে না যায়, সেটা লক্ষ রেখেছিলেন আর সেইসঙ্গে তাদের এমন জায়গায় শিবির স্থাপন করতে বলেছিলেন, যেখানে কোনো বিপদ ছিল না। আপনি যদি একজন বাবা কিংবা মা হয়ে থাকেন, তা হলে আপনার সন্তানকে এটা বুঝতে সাহায্য করুন যে, কেন যিহোবা ইজরায়েলীয়দের ব্যবস্থা দিয়েছিলেন এবং উপাসনার জন্য পবিত্র তাঁবু তৈরি করতে বলেছিলেন আর সেইসঙ্গে যাজকদের নিযুক্ত করেছিলেন। এ ছাড়া, কাউকে কথা দিয়ে কথা রাখা, নম্রতা বজায় রাখা এবং সবসময় যিহোবার প্রতি বিশ্বস্ত থাকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা তাদের বুঝতে সাহায্য করুন।