বিভাগ ৬ থেকে যা শিখব
অবশেষে ইজরায়েলীয়েরা যখন প্রতিজ্ঞাত দেশে পৌঁছায়, তখন সেখানে পবিত্র তাঁবু সত্য উপাসনার জন্য বিশেষ জায়গা হয়ে ওঠে। যাজকেরা ব্যবস্থা সম্বন্ধে শেখাত আর বিচারকেরা নির্দেশনা দিত। এই বিভাগে যে-গল্পগুলো রয়েছে, সেগুলো দেখায় যে, একজন ব্যক্তির সিদ্ধান্ত ও কাজ অন্যদের উপর জোরালো প্রভাব ফেলতে পারে। প্রত্যেক ইজরায়েলীয়কে ব্যক্তিগতভাবে দেখাতে হত যে, তারা যিহোবার এবং সহ-ইজরায়েলীয়দের প্রতি বিশ্বস্ত। দবোরা, নয়মী, যিহোশূয়, হান্না, যিপ্তহের মেয়ে এবং শমূয়েলের কাজ কীভাবে অন্যদের উপর প্রভাব ফেলেছিল, তা তুলে ধরুন। ইজরায়েলীয় নয় এমন কিছু লোক যখন জানতে পেরেছিল যে, ঈশ্বর ইজরায়েলীয়দের সঙ্গে আছেন, তখন তারা কীভাবে ইজরায়েলীয়দের পক্ষ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সেটার উপর জোর দিন। এইরকম ব্যক্তিদের মধ্যে ছিল রাহব, রূৎ, যায়েল ও গিবিয়োনের লোকেরা।