বিভাগ ১২ থেকে যা শিখব
যিশু লোকদের স্বর্গরাজ্যের বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। এ ছাড়া, তিনি তাদের এও শিক্ষা দিয়েছিলেন, তারা যাতে ঈশ্বরের নাম পবিত্র হওয়ার, তাঁর রাজ্য আসার এবং তাঁর ইচ্ছা পৃথিবীতে পূর্ণ হওয়ার বিষয়ে প্রার্থনা করে। আপনি যদি একজন বাবা কিংবা মা হয়ে থাকেন, তা হলে আমাদের জন্য এই প্রার্থনার অর্থ কী, তা আপনার সন্তানকে বুঝতে সাহায্য করুন। শয়তান যিশুর আনুগত্য ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু যিশু তাকে সুযোগ দেননি। যিশু তাঁর প্রেরিতদের বাছাই করেছিলেন আর ঈশ্বরের রাজ্যের সদস্য হিসেবে তাদের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল। সত্য উপাসনার প্রতি যিশুর যে-উদ্যোগ ছিল, সেটার উপর মনোযোগ দিন। যিশু অন্যদের সাহায্য করতে চেয়েছিলেন আর তাই তিনি অসুস্থ ব্যক্তিদের সুস্থ করেছিলেন, ক্ষুধার্ত ব্যক্তিদের খাইয়েছিলেন, এমনকী মৃত ব্যক্তিদের জীবন ফিরিয়ে দিয়েছিলেন। ঈশ্বরের রাজ্য ভবিষ্যতে মানবজাতির জন্য কী করবে, তা তিনি এইসমস্ত অলৌকিক কাজের মাধ্যমে তুলে ধরেছিলেন।