গান ৮৬
সভা আমাদের শেখায়
১. এ-সো, আ-ন-ন্দে আর যাঃ-য়ের কা-ছে শে-খো।
জী-বন-জল স-বাই পান ক-রে দে-খো।
তাঁর নি-র্দে-শ-না ক-তই যে ভা-লো!
তৃ-ষ্ণা-র্ত লো-কে-রা ম-নে রে-খো।
২. এক-টা-ও স-ভা বাদ যে-ন না দিই আ-মি,
স-ভার সব শি-ক্ষা যে ব-ড়োই দা-মি!
প-বি-ত্র শ-ক্তি ভাই-বোন-দের সা-থে
আ-মা-দের সা-হস বা-ড়ায়, তা জা-নি।
৩. ভাই-বোন-রা গান গাই-ছে স-ভা-ঘ-রে, শো-নো!
যে-ন সেই সুর থা-মে না ক-খ-নো!
স-ভা ভু-লি না বা-ধা এ-লে-ও।
স-ভা-তে যা-ওয়া ছা-ড়ি না যে-ন।
(আরও দেখুন ইব্রীয় ১০:২৪, ২৫; প্রকা. ২২:১৭.)