ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • sjj গান ১১১
  • আমাদের আনন্দের কারণ

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আমাদের আনন্দের কারণ
  • আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • তোমার ইচ্ছা পালন করেই আনন্দ পাই
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • আনন্দ​—⁠যে-গুণটা আমরা ঈশ্বরের কাছ থেকে লাভ করি
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • মোদের সুখ চিরস্থায়ী
    আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
  • যিহোবার আনন্দ আমাদের সুরক্ষিত আশ্রয়
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আনন্দের সঙ্গে যিহোবার উদ্দেশে গান করুন
sjj গান ১১১

গান ১১১

আমাদের আনন্দের কারণ

(মথি ৫:১২)

  1. ১. পাই কা-রণ আ-ন-ন্দের অ-সং-খ্য,

    এক খু-শি যা অ-বি-র-ত।

    যি-হো-বার চো-খে যা-দের মূ-ল্য,

    দেয় যোগ তা-রা ক্র-মা-গ-ত।

    তাই, আ-মা-দের আ-ন-ন্দ শ-ত

    যার মূল ঈ-শ-বা-ক্যে ছ-ড়ায়।

    তাঁর বা-ক্য যাই প-ড়ে নি-য়-ত,

    আর এ-ভা-বে বি-শ্বাস বা-ড়াই।

    সেই আ-ন-ন্দ হৃ-দয় গ-ভী-রে

    ঠিক যে-ন এক ম-শাল জ্বা-লায়।

    স-ম-স্যা ও তা-ড়-না থাক-লেও

    পাই শ-ক্তি তাই কর-তে ল-ড়াই।

    (কোরাস)

    যি-হো-বা ঈ-শ্বর আ-ন-ন্দের,

    আ-ন-ন্দ তাঁর সৃ-ষ্টির ম-ধ্যে।

    কী গ-ভীর তাঁর জ্ঞান, চ-মৎ-কার তাঁর কাজ,

    তাঁর ম-ঙ্গল-ভাব, শ-ক্তির প্র-কাশ!

  2. ২. চাই উ-প-ভোগ কর-তে তাঁর সৃ-ষ্টি,

    গাছ-পা-লা আর ন-দী, আ-কাশ।

    য-খন প-ড়ি বি-ব-রণ সৃ-ষ্টির

    হয় ম-নে আ-ন-ন্দ, উ-চ্ছ্বাস।

    তাই, আম-রা দিই তাঁর প-ক্ষে সা-ক্ষ্য,

    তাঁর রা-জ্য স-বাই-কে জা-নাই।

    সেই রা-জ্য যে আ-শী-র্বাদ আন-বে,

    তা বি-শ্বে প্র-চার ক-রে যাই।

    ঠিক রাত শেষ হ-লেই যে-মন দিন হয়,

    সেই আ-ন-ন্দ খুব-ই কা-ছে।

    এই পৃ-থি-বী ন-তুন হ-বে, তাই

    আজ স-বাই আ-ন-ন্দে বাঁ-চে।

    (কোরাস)

    যি-হো-বা ঈ-শ্বর আ-ন-ন্দের,

    আ-ন-ন্দ তাঁর সৃ-ষ্টির ম-ধ্যে।

    কী গ-ভীর তাঁর জ্ঞান, চ-মৎ-কার তাঁর কাজ,

    তাঁর ম-ঙ্গল-ভাব, শ-ক্তির প্র-কাশ!

(আরও দেখুন দ্বিতীয়. ১৬:১৫; যিশা. ১২:৬; যোহন ১৫: ১১.)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার