গান ১৬১
তোমার ইচ্ছা পালন করেই আনন্দ পাই
১. তো-মার পু-ত্র জল থে-কে উঠ-লে
তু-মি ভর-লে বা-ক্যে তাঁর মন।
ম-নে পড়-ল তো-মার উ-দ্দে-শ্য,
বদ-লে গে-ল তাঁর জী-বন।
প্র-লো-ভন সব কর-লেন অ-ব-জ্ঞা,
বা-ধ্য থাক-লেন যে স-দাই।
তো-মার কা-জে প্রাণ ঢে-লে দি-লেন।
তাঁর-ই ম-তো হ-তে চাই!
(কোরাস)
যি-হো-বা, তো-মার ই-চ্ছা, তাই
ক-রেই পা-লন আ-ন-ন্দ পাই।
তো-মা-কে দিই স-কল শ-ক্তি—
চি-র-কাল তা কর-তে চাই।
যি-হো-বা, তো-মার ই-চ্ছা, তাই
ক-রেই পা-লন প্র-ত্যা-শা পাই।
প্রে-মে তো-মার থে-কে স-দা
জী-বন-জু-ড়ে ক-রে যাই
তো-মার ই-চ্ছা।
২. যে-দিন চিন-লাম তো-মায় যি-হো-বা,
হ-লাম গ-ভী-রে কী সু-খী!
দি-য়ে যা-ব তাই তো-মার সা-ক্ষ্য,
নি-তে হ-লে-ও ঝুঁ-কি।
ক-রে ভাই-বোন-দের সা-থে সে-বা
কী অ-পূ-র্ব খু-শি পাই!
গ-র্বে তো-মার নাম ক-রে ব-হন
আ-মার সব-টাই দিই তো-মায়।
(কোরাস)
যি-হো-বা, তো-মার ই-চ্ছা, তাই
ক-রেই পা-লন আ-ন-ন্দ পাই।
তো-মা-কে দিই স-কল শ-ক্তি—
চি-র-কাল তা কর-তে চাই।
যি-হো-বা, তো-মার ই-চ্ছা, তাই
ক-রেই পা-লন প্র-ত্যা-শা পাই।
প্রে-মে তো-মার থে-কে স-দা
জী-বন-জু-ড়ে ক-রে যাই
তো-মার ই-চ্ছা।
কর-ব তো-মার ই-চ্ছা!
(আরও দেখুন গীত. ৪০:৩, ১০.)