গান ১১৩
শান্তি আমাদের সম্পদ
১. শা-ন্তি আস-বে ঠিক অ-শেষ,
ঈ-শ্বর দেন ক-থা।
কর-বেন তি-নি যু-দ্ধ শেষ,
আন-বেন এ-ক-তা।
যি-শু খ্রি-স্ট শা-ন্তি-রাজ,
ন-ম্র, ক্ষ-মা-শীল।
রা-জা যু-দ্ধ কর-বেন জয়।
আন-বেন সু-ন্দর দিন।
২. ছে-ড়ে-ছি ভী-ষণ রাগ আর
ঝগ-ড়া, বি-বাদ সব।
ভে-ঙে ব-র্শা, ত-লো-য়ার
শুন-লাম শা-ন্তির রব।
আজ সেই শা-ন্তি পে-তে তাই
ক্ষ-মা কর-তে চাই।
শা-ন্তি শি-খে তাই স-বাই
যি-শুর প-থে যাই।
৩. যাঃ-য়ের দে-ওয়া সব আ-দেশ
মান-লে চির-দিন,
পা-ব শা-ন্তি সুখ অ-শেষ
রা-জ্যে প্র-তি-দিন।
য-ত-দিন না তা আ-সে,
শা-ন্তি থাক ব-জায়।
ধৈ-র্য ধ-রি আর স-বাই
স-হ্য ক-রে যাই।
(আরও দেখুন গীত. ৪৬:৯; যিশা. ২:৪; যাকোব ৩:১৭, ১৮.)