গান ১৩১
“ঈশ্বর যা যুক্ত করেছেন”
১. যি-হো-বার উ-প-হার,
তিন সূ-ত্রের এক ব-ন্ধন।
মা-নুষ ও যাঃ-য়ের সাম-নে
কর-লেন শ-পথ দু-জন।
(কোরাস ১)
তার স্ত্রী-কে ভা-লো-বাস-তে
আজ স্বা-মী নি-লেন পণ।
না ভা-ঙুক কো-নো কি-ছু
যি-হো-বার এই ব-ন্ধন।
২. যি-হো-বার ই-চ্ছা কী,
তা জে-নে-ছেন দু-জন
আর চাই-ছেন তাঁর-ই আ-শিস
কর-তে শ-পথ পূ-রণ।
(কোরাস ২)
স্বা-মী-কে ভা-লো-বাস-তে
আজ স্ত্রী-ও নি-লেন পণ।
না ভা-ঙুক কো-নো কি-ছু
যি-হো-বার এই ব-ন্ধন।
(আরও দেখুন আদি. ২:২৪; উপ. ৪:১২; ইফি. ৫:২২-৩৩.)