পুনর্সাক্ষাৎ করার সময়
পাঠ ৭
লোকদের সাহায্য করা বন্ধ করবেন না
নীতি: ‘তারা শিক্ষা দিতে এবং সুসমাচার ঘোষণা করতে লাগলেন—তারা এই কাজ করা বন্ধ করতেন না।’—প্রেরিত ৫:৪২.
পৌল কী করেছিলেন?
১. ভিডিওটা দেখুন অথবা প্রেরিত ১৯:৮-১০ পদ পড়ুন। এরপর এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করুন:
ক. কীভাবে আমরা বলতে পারি, পৌল সেই ব্যক্তিদের সাহায্য করা বন্ধ করেননি, যারা আগ্রহ দেখিয়েছিল?
খ. যারা পৌলের কথা শুনতে চেয়েছিল, তাদের শিক্ষা দেওয়ার জন্য পৌল কত বার তাদের কাছে গিয়েছিলেন? আর তিনি কত সময় ধরে তা করেছিলেন?
পৌলের কাছ থেকে আমরা কী শিখতে পারি?
২. আমরা যদি চাই, পুনর্সাক্ষাৎ করার সময় লোকেরা আমাদের কথা শুনুক এবং বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য রাজি হোক, তা হলে আমাদের সময় দিতে হবে এবং প্রচেষ্টা করতে হবে।
আমরা কীভাবে পৌলকে অনুকরণ করতে পারি?
৩. সেই ব্যক্তির জন্য সুবিধাজনক হয় এমন সময়ে যান। নিজেকে জিজ্ঞেস করুন: ‘কখন ও কোথায় তিনি কথা বলার জন্য সময় দিতে পারবেন?’ আপনার জন্য সুবিধাজনক না হলেও সেই ব্যক্তির সময় অনুযায়ী যান।
৪. আগে থেকে সময় ঠিক করুন। প্রতি বার কথা শেষ করার আগে ঠিক করুন, পরের বার আপনি কখন আসবেন। এরপর সেই নির্দিষ্ট সময় অনুযায়ী যান।
৫. আশা হারাবেন না। কোনো ব্যক্তিকে প্রায়ই ঘরে পাওয়া যায় না বলে অথবা বেশির ভাগ সময়ই তিনি ব্যস্ত থাকেন বলে এইরকম চিন্তা করবেন না, তিনি আগ্রহী নন। (১ করি. ১৩:৪, ৭) এর পরিবর্তে, চেষ্টা চালিয়ে যান। তবে খেয়াল রাখবেন, যেন আপনি আপনার সময়কে সঠিকভাবে ব্যবহার করেন।—১ করি. ৯:২৬.