ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯১ ১০/১ পৃষ্ঠা ২৯-৩২
  • যিহোবা কিভাবে তাঁর কাজের সমৃদ্ধি ঘটিয়ে থাকেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা কিভাবে তাঁর কাজের সমৃদ্ধি ঘটিয়ে থাকেন
  • ১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “কোথা থেকে অর্থ আসে?”
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “সমস্ত উত্তম উপহার”-দাতা
    ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তুমি সদাপ্রভুর সম্মান কর আপনার ধনে”—কিভাবে?
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন যিহোবাকে দেবেন?
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯১ ১০/১ পৃষ্ঠা ২৯-৩২

যিহোবা কিভাবে তাঁর কাজের সমৃদ্ধি ঘটিয়ে থাকেন

সাম্প্রতিক দশকগুলিতে যিহোবার সাক্ষীরা বিস্ময়কর বৃদ্ধি অভিজ্ঞতা করেছেন। মাত্র গত দশ বৎসরে, তারা ৪২,৬০০ থেকে ২১২টি দেশে ৬০,১৯২টি মণ্ডলীতে সম্প্রসারিত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কতকজন প্রশ্ন করেন: সাক্ষীদের কাজের আর্থিক সংস্থান কিভাবে হয়? এই প্রশ্নটিসহ অন্যান্য সম্পর্কযুক্ত প্রশ্নগুলির উত্তর এই প্রবন্ধটিতে দিতে ওয়াচ্‌ টাওয়ার সমিতি সন্তুষ্ট।

যিহোবার সাক্ষীরা কি দশমাংশ অভ্যাস করেন?

না। লেবীয়গণ এবং যাজকদের, ঈশ্বরের মন্দিরের কর্মীবৃন্দের পোষণের জন্য প্রাচীন ইস্রায়েলে মোশির ব্যবস্থার অধীনে দশমাংশের আজ্ঞা দেওয়া হয়েছিল। (গণনাপুস্তক ১৮:২১, ২৪-২৯) কতকগুলি নগর ছাড়া তাদের জন্য গোষ্ঠীগত অধিকৃত দেশ ছিল না, সুতরাং তাদের এই আর্থিক প্রয়োজন ছিল। এছাড়াও, তাঁবুনির্মিত সাময়িক উপাসনার স্থান এবং পরে মন্দির নির্মাণের মত কর্মপরিকল্পনায়, বিশ্বস্ত ইস্রায়েলগণ স্বেচ্ছাকৃত দান দিতে মুক্ত ছিলেন।—যাত্রাপুস্তক ২৫:১-৮; ১ বংশাবলি ২৯:৩-৭।

যাইহোক, যীশু যখন মারা যান, বাইবেল জানায় যে “তিনি বিধিবদ্ধ আজ্ঞাকলাপরূপ ব্যবস্থাকে . . . নিজ মাংসে লুপ্ত করিয়াছেন।” (ইফিষীয় ২:১৫; কলসীয় ২:১৩, ১৪) অপর কথায়, যিহুদী এবং খ্রীষ্টানদের প্রতি, আইন ঈশ্বরের দৃষ্টিতে আর বিধিবদ্ধ ছিল না। সুতরাং, মন্দিরে নিয়মিত বলি উৎসর্গকরণের মত নিয়মের বিভিন্ন অংশগুলিসহ, বিশ্বস্ত ব্যক্তিদের উপর দশমাংশের আর আবশ্যকতা নেই।

খ্রীষ্টানদের মধ্যে দানের প্রেরণা, নিয়মের দ্বারা নয়, কিন্তু প্রেমের দ্বারা উদ্ভব হয়। যিহুদায় অভাবগ্রস্ত খ্রীষ্টানদের জন্য দান সংগঠিত করার সময় প্রেরিত পৌল নীতিটির ব্যাখ্যা করেন। তিনি বলেন: “প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সঙ্কল্প করিয়াছে, তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিম্বা আবশ্যক বলিয়া না দিউক; কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালবাসেন।” (২ করিন্থীয় ৯:৭) এই শাস্ত্রীয় পদ্ধতি যিহোবার সাক্ষীরা অভ্যাস করেন।

আপনারা কি তহবিল-গঠণ প্রকল্পে ভোজ, খামে অর্থ সংগ্রহ, তহবিলের জন্য ঘোষণা, এবং সমরূপ অর্থ সমাগমের পদ্ধতি অবলম্বন করে থাকন?

না, প্রকৃত খ্রীষ্টানদের তাদের সামনে পুরস্কার স্থাপনের দ্বারা, তাদের জোরপূর্বক বাধ্য হতে অথবা ঘুষের দ্বারা প্রভাবিত হতে হবে না। জুয়ার মত খেলা, মেলা, লটারী, আনন্দ উৎসব, গীর্জার সংরক্ষিত আসন সকলের ভাড়া দান, এই সমস্ত যে ধর্মীয় দলগুলি অবলম্বন করে থাকে ইহা প্রদর্শিত হয় যে তারা তাদের লোকদের আত্মিক খাদ্য দেয় না, কাজেই ঈশ্বরের আত্মা তাদের সভ্যদের মুক্তভাবে দান করতে পরিচালিত করে না। একই কথা বলা যেতে পারে যারা সেকেলে দশমাংশের অভ্যাস অবলম্বন করে চলে।—মথি ১০:⁠৮.

নূতন কিংডম হল এবং শাখা দপ্তরসকল গঠন সেইসঙ্গে নিউইয়র্কের ব্রুকলিনে সারা পৃথিবীর প্রধান দপ্তর ও প্যাটারসনে সম্প্রসারণের প্রকল্পে আপনারা কিভাবে আর্থিক ব্যয় ভার বহন করে থাকেন?

যিহোবা তাঁর সাক্ষীদের উপর তাদের সামর্থ দানের জন্য তাঁর পবিত্র আত্মা বর্ষণ করে থাকেন যেন তারা “দানশীল হয়, সহভাগীকরণে তৎপর হয়; এইরূপে তাহারা আপনাদের নিমিত্ত ভাবীকালের জন্য উত্তম ভিত্তিমূলস্বরূপ নিধি প্রস্তুত করুক, যেন যাহা প্রকৃতরূপে জীবন, তাহাই ধরিয়া রাখিতে পারে।” (১ তীমথিয় ৬:১৮, ১৯) এই মনোভাব যিহোবার সাক্ষীদের প্রতিটি উপায়ে রাজ্যের কাজ সমর্থনে প্রেরণা দেয়।

উদাহরণস্বরূপ, ১৯৮৯-এ, ২১২টি দেশে, ৩,৭৮৭,১৮৮ জন সাক্ষী ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে ৮৩৫,৪২৬,৫৩৮ ঘন্টা সময় দেন। আর আগ্রহী ব্যক্তিদের সাথে তারা ৩,৪১৯,৭৪৫টি নিয়মিত গৃহ বাইবেল অধ্যয়ন পরিচালনা করেন। যা কিছু ব্যয় হয় যারা এই কাজে জড়িত হন তারা নিজেরা বহন করে থাকেন। ২৬৩,৮৫৫ জন নূতন বাপ্তিস্মিত সাক্ষীদের বৃদ্ধিদানের দ্বারা যিহোবা প্রেমের এই পরিশ্রম পুরস্কৃত করেন।

দানের সমরূপ মনোভাব সাক্ষী ও আগ্রহী ব্যক্তিদের আর্থিক ভাবে কাজ সমর্থনের জন্য প্রেরণা দেয়। স্থানীয় মণ্ডলীর নিয়মিত ব্যয়ভার বহন করা ছাড়াও, প্রয়োজনীয় নির্মাণের কাজও তারা সমর্থন করে থাকেন, যেমন তাদের কিংডম হল অথবা সম্মেলন হল মেরামত বা বড় করা কিম্বা নূতন গঠণ করা। শত সহস্র অর্থ মূল্যের বহু সংখ্যক কিংডম হল তৈরী করতে হয়, প্রত্যেক বৎসর দ্রুত বৃদ্ধির জন্য। স্থানীয় সাক্ষীদের স্বেচ্ছাকৃত দান এবং পরিশ্রমের দ্বারা এই সকলের ব্যয় বহন করা হয়ে থাকে।

অধিকন্তু, বৃদ্ধিপ্রাপ্ত সংগঠনের চাহিদা অনুযায়ী বর্ধিত সংখ্যক কর্মী ও আয়োজনসকলের স্থানের জন্য, বহু দেশে শাখা দপ্তর এবং ছাপাখানাগুলি ও আবাসিক নিবাসসমূহ বিস্তৃত করতে—অথবা নূতন নির্মাণ করতে হয়ে থাকে। এইসকল এবং নিউইয়র্কের ব্রুকলিন ও প্যাটারসনের নির্মাণ এবং নূতনীকরণ স্বেচ্ছাকৃত দান ও পরিশ্রমের দ্বারা সমর্থিত হয়ে থাকে। যেখানে সম্ভব, স্থানীয় সাক্ষীগণ নির্মাণ প্রকল্পের আর্থিক ভার বহন করেন। সমিতি এর শাখাগুলিকে—আর্থিক এবং দক্ষ কারিগরী উভয় রূপেই—অন্যান্য দেশ থেকে সাহায্য প্রদানের আয়োজন করে থাকে। এইভাবে, সমিতির পরিচালনায় “সাম্যভার হয়।”—২ করিন্থীয় ৮:১৪।

আপনারা হাসপাতাল অথবা ডাক্তারখানাগুলি কেন পরিচালনা করেন না, ত্রাণকার্য অথবা অপর সেবামূলক কাজগুলিতে অন্যান্য ধর্মীয় দলগুলির মত কেন জড়িত হন না?

যিহোবার সাক্ষীরা সম্ভব হলে যুদ্ধ অথবা প্রাকৃতিক বিপর্যয় পরবর্তী জরুরী অবস্থাগুলিতে দ্রুত সাড়া দেন। প্রকৃতপক্ষে তারা সচরাচর খাদ্য, পোষাক, পুনর্গঠনের জন্য স্বেচ্ছাসেবকসহ ঘটনাস্থল গুলিতে প্রথমদের মধ্যে উপস্থিত থাকেন। দমকল অথবা পুলিশ বাহিনীর মত বিষয়গুলি যেগুলি জীবন রক্ষার জন্য উপযোগী হলেও যিহোবার সাক্ষীরা যেমন পরিচালনা করেন না সেইভাবে, যাইহোক, তারা হাসপাতাল ও ডাক্তারখানাগুলিও পরিচালনা করেন না।

তারা সুসমাচারের জন্য উৎসর্গীকৃত পরিচারকগণ, এবং শেষ আসবার আগে সমস্ত জগতে সাক্ষ্য দিবার জন্য ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার ও শিক্ষাদানে তারা দায়িত্বপ্রাপ্ত। (মথি ২৪:১৪) যীশু যেমন বলেছিলেন, প্রচুর শষ্য এবং অল্পসংখক কর্মীগণ। যতই প্রশংসনীয় হোক না কেন, অপর কোন কাজ গ্রহণ করে, এই অত্যন্ত জরুরী কাজের প্রতি অবহেলা প্রদর্শন ক্ষমার অযোগ্য হবে।—মথি ৯:৩৭, ৩৮.

যেমন ঘটে থাকে, কতক যিহোবার সাক্ষীগণ ডাক্তার, নার্স এবং হাসপাতালে সাহায্যকারী। কিন্তু তারা এই কাজকে তাদের প্রাথমিক কাজ, খ্রীষ্টিয় পরিচর্য্যার, অতিরিক্ত কাজ রূপে দেখেন।

আপনাদের ব্যাপক ছাপার কাজের দ্বারা ওয়াচ্‌ টাওয়ার সমিতির কোন অফিসার অথবা সভ্যগণ নিজেদের জন্য কোন অর্থ উপার্জন করেন?

জোর দিয়ে বলা যায়, না! নিয়মানুযায়ী সমিতি এক মুনাফাকারী সংস্থা নয়। বাণিজ্যের অংশীদারগণ নাই, লভ্যাংশ নাই, এমনকি বেতনও নাই। সমিতির প্রেসিডেন্ট এবং পরিচালকগণসহ, প্রধান কার্যালয়ের প্রত্যেক পরিচারক, দারিদ্রতার বৈধ সঙ্কল্প গ্রহণ করেছেন। তিনি খাদ্য, আশ্রয় এবং প্রয়োজনীয় চিকিৎসাগত যত্ন এবং নিজের থেকে খরচা করার জন্য সামান্য পরিশোধ লাভ করে থাকেন। কোন সাক্ষী যদি সমিতির কাজে ভ্রমণ করে থাকেন, সাধারণত তার ব্যয় বহন করা হয়।

এছাড়াও, পৃথিবীর কোথাও আমাদের পরিচারকগণ বিবাহ এবং বাপ্তিস্ম সম্পাদনে অথবা কবর দেওয়ার জন্য পয়সা আদায় করেন না। আর জনসাধারণের জন্য ভাষণগুলিতে অথবা সম্মেলনগুলিতে প্রবেশমূল্য অথবা অর্থ সংগ্রহের আয়োজন নাই।

যেহেতু চাঁদার থালা কখনও ঘুরানো হয় না, তাদর খরচা পূরণের জন্য স্থানীয় মণ্ডলীগুলি কিভাবে চাঁদা সংগ্রহ করে?

কিংডম হলগুলিতে চাঁদার বাক্স রাখা থাকে যাতে ব্যক্তিগতভাবে ইচ্ছুক লোকেরা স্বেচ্ছাকৃত দান দিতে পারেন। (২ রাজাবলি ১২:৯) অল্প বা বেশী যে কোন ধরণেরই দান উপলব্ধি করা হয়। (মার্ক ১২:৪২-৪৪) প্রাপ্ত মোট চাঁদার পরিমাণ, ব্যয় এবং জগতব্যাপী প্রচার কাজ ও অন্যান্য প্রকল্পগুলি সমর্থনের জন্য মণ্ডলী থেকে ওয়াচ টাওয়ার সমিতিকে পাঠানো দান সম্পর্কে জানাতে মণ্ডলীর হিসেবের যত্নগ্রহণকারী ভাই, মাসে একবার মণ্ডলীতে সংক্ষিপ্ত বর্ণনা পড়েন।

যখন এককভাবে ব্যক্তিরা এই আয়োজন সম্পর্কে বুঝেন তারা স্ব-ইচ্ছায়, প্রত্যেকজন “সঙ্গতি অনুসারে” অংশ গ্রহণে মুক্ত। (১ করিন্থীয় ১৬:২) জগতব্যাপী ৬৩,০০০ থেকেও বেশী মণ্ডলীগুলির প্রত্যেকটিতে ইহাই অভ্যাস করা হয়।

পঞ্চাশত্তমীতে প্রাথমিক খ্রীষ্টিয়ানরা প্রত্যেক জিনিস সাধারণের বলে গণ্য করতেন। যিহোবার সাক্ষীরা কি ইহা করেন?

দূর দূরান্ত থেকে সমাগত যিহূদীরা সম্প্রতিকালে খ্রীষ্টিয়তত্ত্ব গ্রহণ করে আত্মিকভাবে আরও আলোকিত হওয়ার জন্য যিরুশালেমে থেকে যাওয়ার ফলে সাধারণ শতাব্দীর ৩৩শে পঞ্চাশত্তমীর পর এক জরুরী পরিস্থিতির উদ্ভব হয়। সাময়িক আবাস এবং খাদ্য তাদের প্রয়োজন ছিল; সুতরাং, সহভাগীতার বিস্তৃত সময়কালের জন্য স্থানীয় খ্রীষ্টিয়ানরা স্বেচ্ছায় তাদের সম্পত্তি বিক্রয় এবং বিক্রীত মূল্যের সাধারণ অংশ গ্রহণের বিষয়টি পরিচালনা করেন। (প্রেরিত ২:১, ৩৮-৪৭; ৪:৩২-৩৭) কাউকে বিক্রয় করার জন্য অথবা দান করার জন্য জোর করা হয়নি। (প্রেরিত ৫:১-৪) জিনিসপত্র সাধারণের সম্পদ রূপে বিবেচনা করা, সাম্যবাদ ছিল না, যেমন অনেকে মনে করেন। ইহা সাময়িক আয়োজন ছিল মাত্র। যখন খ্রীষ্টানরা তাদের নিজেদের গৃহে ফিরে যান, সেইটি শেষ হয়ে যায়।

পাপের প্রায়শ্চিত্ত করণে বৈষয়িক দান একটি পথ আপনারা কি ইহা শিক্ষা দেন?

একেবারেই নয়! বাইবেল জানায়: “তোমরা ত জান, তোমাদের পিতৃপুরুষগণের সমর্পিত অলীক আচারব্যবহার হইতে তোমরা ক্ষয়ণীয় বস্তু দ্বারা, রৌপ্য বা স্বর্ণ দ্বারা, মুক্ত হও নাই, কিন্তু নির্দ্দোষ ও নিস্কলঙ্ক মেষশাবকস্বরূপ খ্রীষ্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ।”—১ পিতর ১:১৮, ১৯.

পরিত্রাণের জন্য যিহোবার সাক্ষীরা যীশুর দেওয়া মুক্তির মূল্যের উপর বিশ্বাস করেন। স্বেচ্ছাকৃত দান পরিত্রাণ নিয়ে আসবে এই আশা করে তারা দেন না। এছাড়াও, তারা জানেন ঈশ্বরের ধার্মিক নূতন জগত সম্পর্কে সুসমাচার সম্প্রসারণে যথেষ্ঠ তহবিলের প্রয়োজন। (২ পিতর ৩:১৩) আর তারা জানেন এই ঘোষণার প্রতি সাহায্য প্রদান যিহোবার দেওয়া সুযোগ।

রাজা দায়ূদের পুত্র শলোমনের দ্বারা যিহোবার মন্দির নির্মিত হওয়ার জন্য, বৃহৎ স্বেচ্ছাকৃত দান প্রদানের সময় তিনি বলেন: “হে যিহোবা, মহত্ত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই; কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে, সকলই তোমার। . . . কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে যে, আমরা এইপ্রকারে ইচ্ছাপূর্বক দান করিতে সমর্থ হই? সমস্তই ত তোমা হইতে আইসে, এবং তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি, তাহাই তোমাকে দিলাম।”—১ বংশাবলি ২৯:১১, ১৪।

দায়ূদ যেমন অনুভব করেছিলেন, বর্তমানে, যিহোবার সাক্ষীগণ এবং অন্যান্য ধার্মিকতার প্রবণতা বিশিষ্ট ব্যক্তিরা একই প্রকার অনুভব করেন। তারা যা কিছু যিহোবার সেবায় দেন কোন না কোন ভাবে তাঁর কাছ থেকে আসে স্বীকার করে নিয়ে, তাঁর প্রশংসা করার কাজ সমর্থনের জন্য দান করার সুযোগের আনন্দিত। যিহোবা এই মনোভাব আশীর্বাদযুক্ত করেন এবং এইভাবে তাঁর কাজ সমৃদ্ধশীল হয়। (W90 12/1)

[৩০ পৃষ্ঠার বাক্স]

রাজ্যের কাজে অনেকে কিভাবে দান দিয়ে থাকেন

◻ উপহারসকল: আর্থিক স্বেচ্ছাকৃত দান সরাসরি ওয়াচ্‌ টাওয়ার বাইবেল অ্যাণ্ড ট্র্যাক্ট সোসাইটি অফ ইণ্ডিয়া-কে এইচ্‌-৫৮ ওল্ড খাণ্ডালা রোড, লোনাভলা ৪১০ ৪০১, মহারাষ্ট্র, অথবা এই পত্রিকার প্রকাশকগণকে পাঠানো যেতে পারে। জিনিসটি সম্পূর্ণভাবে এক দানসামগ্রী এই বিষয়ে লিখিত এক ছোট চিঠি সেইটির সাথে থাকা উচিৎ।

◻ শর্তসাপেক্ষ-দানের বন্দোবস্ত: ওয়াচ্‌ টাওয়ার সমিতির দায়িত্বে রাখার জন্য অর্থ দেওয়া যেতে পারে প্রয়োজন হলে দানকারীকে ফিরিয়ে দেওয়া হবে এই ব্যবস্থাসহ।

◻ বীমা: জীবন বিমা-পত্রের অথবা অবসরগ্রহণ/পেনশন্‌ পরিকল্পনার প্রাপক রূপে ওয়াচ্‌ টাওয়ার সমিতির নাম দেওয়া যেতে পারে।

◻ ট্রাস্ট: ব্যাঙ্কের সেভিংস্‌ অ্যাকাউন্ট সমিতির জিম্মায় রাখা যেতে পারে। যদি ইহা করা হয় দয়া করে সমিতিকে জানান। মজুত ধন, চুত্তিপত্র এবং সম্পত্তি দান করা যেতে পারে, দানকারী পুরুষ অথবা মহিলার জীবনকালে তিনি লাভের অংশ পাবেন এই প্রকার ব্যবস্থা রাখার সত্যতা প্রমাণীকরণের অনিশ্চয়তা দূর করে এবং মৃত্যুর পর সমিতি সম্পত্তি লাভ করবে নিশ্চয়তা দেয়।

◻ উইলকরণ: সম্পতি অথবা অর্থ বৈধভাবে সম্পাদিত উইলের দ্বারা ওয়াচ্‌ টাওয়ার সমিতিকে দান করা যেতে পারে। একটি প্রতিলিপি সমিতিকে পাঠানো উচিৎ।

এই সকল বিষয়ে অধিক সংবাদ ও পরামর্শ লাভের জন্য, ওয়াচ্‌ টাওয়ার বাইবেল অ্যাণ্ড ট্র্যাক্ট সোসাইটি অফ ইন্ডিয়া-তে, এইচ্‌-৫৮ ওল্ড খান্ডালা রোড, লোনাভলা ৪১০ ৪০১, মহারাষ্ট্র, অথবা এই পত্রিকার প্রকাশকদের লিখুন।

[Pictures on page 31]

নিউইয়র্কের প্যাটারসনে যিহোবার সাক্ষীদের নির্মীয়মাণ বাইবেল শিক্ষা কেন্দ্রের আংশিক ভাগ

[Pictures on page 32]

স্বেচ্ছায় দানকারী তাঁর লোকদের দ্বারা যিহোবা নির্মাণ কাজের সমৃদ্ধি ঘটিয়ে থাকেন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার