আপনার কি স্মরণে আছে?
আপনি কি প্রহরীদুর্গের যে সাম্প্রতিক প্রবন্ধগুলি তা পড়া উপলব্ধি করেছেন? তাহলে, দেখুন যে পরবর্ত্তি প্রশ্নগুলির উত্তর দিতে পারেন কিনা:
▫ কি ভিত্তি আছে আত্মিক পালকদের যাতে তারা উদ্যোগ নেন সমাজচুত্য ব্যক্তিদের সাথে যোগাযোগ করার দেখার জন্য যে তাদের মন পরিবর্ত্তন করতে পরিচালনা করা যায় কিনা?
ইস্রায়েলীয়রা যখন বন্দ্বিতে ছিল এবং মন পরিবর্ত্তন করেনি, যিহোবা একজন পালক হিসাবে, তাদের সন্ধান করা আরম্ভ করেন, তাঁর ভাববাদীদের তাদের নিকটে পাঠান। খ্রীষ্টীয় পালকরা তাদের সকলের প্রতি আগ্রহ রাখে যারা মন পরিবর্ত্তন করেছে হারিয়ে যাওয়া সেই মেষের মত। (তুলনা করুন লূক ১৫:৪-৭)—২/১, পৃষ্ঠা ১৭-১৯.
▫ যীশু যে দৃষ্টান্ত দেন অপব্যায়ী পুত্রের তা কি ভাবে দেখায় যে আমাদের কিরূপ আচরণ ও ভাবপ্রবণতা হওয়া উচিত যখন কাউকে খ্রীষ্টীয় মণ্ডলীতে ফিরিয়ে নেওয়া হয়? (লূক ১৫:২২-৩২)
আমাদের অবশ্যই লক্ষ্য হবে পিতাকে অনুকরণ করার, যিনি তার অপব্যায়ী পুত্রের প্রত্যাবর্তনে আনন্দ করেন। সেইজন্য, আমরা সেই ফিরিয়ে নেওয়া হয়েছে যে ভাইকে তার সাথে অবাধে কথা বলব এবং তাকে উৎসাহিত করব যাতে সে সত্যে উন্নতি করতে থাকে।—২/১, পৃষ্ঠা ২১.
▫ সফনিয় ২:৩-এ ভবিষ্যৎবাণী কেন বলে: “হয়ত যিহোবার ক্রোধের দিনে তোমরা গুপ্তস্থানে রক্ষা পাইবে”?
জীবনের পরিত্রাণ নির্ভর করছে বিশ্বস্ততা ও ধৈর্য্যের উপর। (মথি ২৪:১৩) সেইকারণে, কেবল যারা ঈশ্বরের ধার্ম্মিক মান বজায় রেখে চলে ও বিশুদ্ধ ওষ্ঠে কথা বলে তারাই যিহোবার ক্রোধের দিনে রক্ষা পেয়ে যাবে। (সফনিয় ২:১, ২)—৫/১, পৃষ্ঠা ২১.
▫ খ্রীষ্টীয় নারীগণ গয়না ও সাজসজ্জা সম্বন্ধে কি স্মরণে রাখবে?
বাইবেল সুন্দর দেখাবার প্রসাধণ ব্যবহার করা সম্বন্ধে বারণ করে না। (যাত্রাপুস্তক ৩২:২, ৩; ইষ্টের ২:৭, ১২, ১৫) কিন্তু পরিমিত মাত্রা থাকা উচিত। একজন নারী সহজেই জগতের যে আচারগুলি আছে তা অনুকরণ করতে পারে, যেমন অতিরিক্ত লিপস্টিক, গালে রং করা, বা চোখে কাজল দেওয়া, যেমন ঈষেবল করেছিল। (২ রাজাবলি ৯:৩০) যত্ন নিতে হবে যেন অঙ্গরাগের বস্তু সকল অতিমাত্রায় ব্যবহার না হয় এবং যে গয়না ব্যবহার করা হচ্ছে জাঁকাল না হয়।—২/১, পৃষ্ঠা ৩০-১.
▫ যীশুর শিক্ষাদানের কোন পদ্ধতি পিতামাতারা ছেলেমেয়েদের ক্ষেত্রে কার্য্যকারী হয়েছে দেখেছেন?
পিতামাতারা ভাল করবেন যদি তারা তাদের ছেলেমেয়েদের শিক্ষা দেবার সময় উদাহরণ ব্যবহার করেন যাতে সত্য তাদের ছোট ছেলেমেয়ের হৃদয়ে সাড়া জাগায়, এবং তারা প্রশ্নের ব্যবহার করতে পারেন যাতে তাদের বড় ছেলেমেয়েরা কি চিন্তা করছে তা জানতে পারেন। (তুলনা করুন মথি ১৭:২৪-২৭.)—৫/১, পৃষ্ঠা ৩০.
▫ কি করে “যাহারা নির্ম্মলান্তঃকরণ” যাদের সম্বন্ধে মথি ৫:৮ বর্ণনা করা আছে তারা “ঈশ্বরকে দেখিবে”?
তারা “ঈশ্বরকে দেখিবে” যখন তারা তাঁকে তাঁর আনুগত্য রক্ষাকারীদের পক্ষে কাজ করতে দেখবে। (তুলনা করুন যাত্রাপুস্তক ৩৩:২০; ইয়োব ১৯:২৬; ৪২:৫.) যাহাহোক, মথি ৫:৮ যে গ্রীক শব্দ ব্যবহার করা হয়েছে “দেখিবে” তার অর্থ এও যে “অন্তরের চোখে দেখা, বা জানা।” যেহেতু যীশু সিদ্ধতায় ঈশ্বরের ব্যক্তিত্ব প্রতিফলন করেন, সেই ব্যক্তিত্বের প্রতি অন্তর্দৃষ্টি সাহায্য করে “নির্ম্মলান্তঃকরণদের” “ঈশ্বরকে দেখতে।” (যোহন ১৪:৭-৯)—৩/১, পৃষ্ঠা ১১.
▫ কেহ কেহ কেন স্মরণার্থক ভোজের প্রতীকগুলি ভুলভাবে গ্রহণ করেছে?
কিছু অপরিপক্কগণের হয়ত এখন ঈশ্বরের যে উদ্দেশ্যগুলি আছে সেই সম্বন্ধে সঠিক ভারসাম্যপূর্ণ উপলব্ধি নেই। তারা হয়ত ইহা বুঝতে পারে না যে মনোনয়ন, নির্ভর করে না “যে তা ইচ্ছা করে তার উপর বা যে দৌড়াচ্ছে তার উপর, কিন্তু ঈশ্বরের উপর।” (রোমীয় ৯:১৬) ইহা একজন ব্যক্তিগতভাবে নির্ণয় করতে পারে না যে সে নতুন নিয়মের চুক্তির অংশ হবে কিনা এবং খ্রীষ্টের সহরাজত্বকারী হবে কিনা। যিহোবার মনোনয়ন যা এখানে গন্য হবে, আর তাঁর আত্মা সেই মনোনয়নের প্রতি সাক্ষ্য দেয়। (রোমীয় ৮:১৬; ১ করিন্থীয় ১২:১৮)—৩/১, পৃষ্ঠা ২৯.
▫ সফনিয় ৩:৯ যে “বিশুদ্ধ ওষ্ঠ” সম্বন্ধে বর্ণনা করা আছে তা কি?
তা হল ঈশ্বরের সত্য এবং উদ্দেশ্য সম্বন্ধে সঠিক উপলব্ধি।—৩/১, পৃষ্ঠা ২২-৩.
▫ কি বাস্তব সতর্কতা নেওয়া যেতে পারে যাতে একজন অপরাধের শিকার না হয়?
যখন সম্ভব, যে জায়গাগুলি বিপদজনক সেই স্থানগুলি রাত্রেবেলায় এড়িয়ে চলুন। আপনার গয়না ঢেকে চলুন, এবং আপনার ক্যামেরা বাজারের ব্যাগে নিন। যদি আপনি ব্রিফকেস বা ব্যাগ নিয়ে হাঁটছেন তবে একেবারে ফুটপাতের ধার ধরে হাঁটা এড়িয়ে চলুন। (দেখুন হিতোপদেশ ৩:২১-২৩)—২/১, পৃষ্ঠা ৫-৬.