ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৩ ১/১ পৃষ্ঠা ১৮
  • তারা ভারতে তাদের দীপ্তি উজ্জ্বল হতে দেয়

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তারা ভারতে তাদের দীপ্তি উজ্জ্বল হতে দেয়
  • ১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • যিহোবার গৌরব করার জন্য ‘আপনাদের দীপ্তি উজ্জ্বল হউক’
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৮
  • ‘তোমাদের দীপ্তি উজ্জ্বল হউক’
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “তোমাদের দীপ্তি . . . উজ্জ্বল হউক”
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ক্রমাগতভাবে আমাদের দীপ্তিকে প্রজ্বলিত করা
    ১৯৯৫ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৩ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৩ ১/১ পৃষ্ঠা ১৮

রাজ্যের ঘোষণাকারীদের রিপোর্ট

তারা ভারতে তাদের দীপ্তি উজ্জ্বল হতে দেয়

ভারতে রাজ্যের সুসমাচার ১১,৫২৪ জন আনন্দপূর্ণ সাক্ষীদের দ্বারা প্রচারিত হচ্ছে। (মথি ২৪:১৪) পরিচর্য্যা বছর ১৯৯১ সালে ১,০৬৬ জন বাপ্তিস্মিত হন, তারা হলেন রাজ্যঘোষকগণ যারা অপরের প্রতি তাদের দীপ্তি বিকিরণ করেন। খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক দিবস পালনার্থে ২৮,৮৬৬ জনের উপস্থিতি সংখ্যা দেখে আমরা কতই না আনন্দিত হই!

▫ অনেকে রীতিবহির্ভূত সাক্ষ্যদানের মাধ্যমে প্রথম রাজ্যের আশা সম্বন্ধে শেখে। উদাহরণস্বরূপ, এক সাক্ষী রাজ্য সম্বন্ধে তার সহকর্মীদের বলেন, যারাও তার মত কাঠের কাজ করতেন। এক সহকর্মী সাড়া দেন এবং তার পরিবারে ও বন্ধুদের মধ্যে তার দীপ্তি বিকিরণ করতে আরম্ভ করেন। আর এরা সকলে আনন্দের সাথে এই অপূর্ব সংবাদটি অপরকে প্রদান করে। বিবরণ অনুসারে, মাত্র কিছু বছরের মধ্যে, ‘৩০ জনেরও বেশী ব্যক্তি সত্য গ্রহণ করে।’ তাদের দীপ্তি বিকিরণ করার জন্য, যিহোবা তাকে ও তার নতুন আত্মিক ভাইদের আশীর্ব্বাদ করেন।

▫ অপর একটি মণ্ডলীতে এক কিশোর ভাই স্কুলের সহপাঠীদের কাছে রীতিবহির্ভূত সাক্ষ্যদান করে তার দীপ্তি বিকিরণ করে। সহপাঠীদের মধ্যে কিছু জন রাজ্যের আশার প্রতি আগ্রহী ছিল তাই সে প্রায়ই তাদের সঙ্গে মধ্যরাত্রি অবধি বাইবেল আলোচনা করত। একজন ক্যাথলিক, সত্যের পক্ষে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে যদিও বা সে পাদ্রির মাধ্যমে সাবধানতা পায় যে, যদি সে সাক্ষীটির সঙ্গে ক্রমাগত মেলামেশা করে তবে তার নিদারুন প্রতিফল কী হতে পারে। কিন্তু ছাত্রটি বাইবেলের সত্য শিখছে বলে দৃঢ় প্রত্যয়ী হয়, এবং সে ক্রমাগত বাইবেলের জ্ঞান গ্রহণ করে যায়। অবশেষে, সে বাপ্তিস্ম গ্রহণ করে ও এখন এক মণ্ডলীতে পরিচারক দাসের সেবা করছে। সত্যের অপূর্ব দীপ্তি থেকে বিচ্ছুরিত আশাতে সে আনন্দিত হয়!—রোমীয় ১২:১২.

▫ অপর একজন যে এই কিশোর সাক্ষীর কথা শোনে সে ছিল এক সুপরিচিত ছাত্র, এক নাস্তিক যে, যারা ঈশ্বরে বিশ্বাস করত তাদের ঠাট্টা করত, কিন্তু একদিন সে আলোচনায় যোগ দেয় ও অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে। সে তার সমস্ত প্রশ্নের যুক্তিসম্মত উত্তর পেয়ে আশ্চর্য্যবোধ করে, এবং সিদ্ধান্তে আসে যে বাইবেল হল ঈশ্বরের বাক্য। বাইবেলের জ্ঞানে সে উন্নতি করে ও অবশেষে বাপ্তিস্ম গ্রহণ করে। তার হিন্দু পিতা তাকে ঘর থেকে বাইরে বের করে দেওয়া পর্য্যন্ত প্রতিরোধ করে। যাইহোক, এই যুব ব্যক্তির সত্যের প্রতি দৃঢ় পদক্ষেপ পুরস্কৃত হয় যখন তার নিজের দুই ভাই ও তার দুই বন্ধু সত্য গ্রহণ করে এবং বাপ্তিস্ম নেয়। তার এক ভাই এখন ভারতের শাখা অফিসে সেবা করছে।

▫ এক ছাত্র সংগঠকও কিশোর সাক্ষীটির সঙ্গে আলোচনায় বসে। সে অতিমাত্রায় ধূমপান করত ও মদ্যপান করত। দুজন সহপাঠী যারা সাক্ষীটির কাছ থেকে সত্য শিখেছিল তাদের সে এক সময় প্রহার করতে চেয়েছিল। সত্য গ্রহণ করার জন্য তারা কলেজের ধর্মঘটে যোগ দিতে প্রত্যাখ্যান করে এবং ছাত্র সংগঠকের নেতৃত্বের মাধ্যমে রক্ত-সংগ্রহের প্রচার অভিযানের সময় তারা রক্ত প্রদানও করেনি। এই যুবক ব্যক্তিটি এখন একজন জ্যোতি-বাহক যিহোবার সাক্ষী হয়ে আনন্দিত।

▫ সর্বসমেত, যে ছাত্রটি প্রথম তার দীপ্তি বিকিরণ করে সে যন্ত্রস্বরূপ হয়েছিল রীতিবহির্ভূত সাক্ষ্যদানের মাধ্যমে তার ১৫ জন সঙ্গীসাথীকে উৎসর্গীকরণ ও বাপ্তিস্ম গ্রহণে সাহায্য করতে।

এই বিশাল দেশেতে বহু জনকে ঈশ্বরের নতুন জগতের বাইবেলের আশাকে গ্রহণ করতে এবং জগতব্যাপী ভ্রাতৃত্বে যোগ দিতে দেখে আনন্দ হয়, যাদের যিহোবা তাঁর রাজ্যের অধীনে চিরকাল জীবিত থাকার জন্য একত্রিত করছেন। (w92 8⁄1)

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার