ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৫ ১/১ পৃষ্ঠা ৩১
  • যিহোবা তাঁর শত্রুদের চাইতেও বলশালী

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবা তাঁর শত্রুদের চাইতেও বলশালী
  • ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • উত্তম কাজ যা যিহোবাকে গৌরবান্বিত করে
    ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৫ ১/১ পৃষ্ঠা ৩১

রাজ্যের ঘোষণাকারীদের রিপোর্ট

যিহোবা তাঁর শত্রুদের চাইতেও বলশালী

অনেকদিন ধরে দিয়াবল ও তার মন্দ দূতেরা মিথ্যাধর্ম ও প্রেতচর্চার মাধ্যমে সুসমাচার প্রচারের ব্যাঘাত ঘটানোর চেষ্টা চালিয়ে আসছে। বাইবেল শয়তানের এই মন্দ উদ্দেশ্যের উল্লেখ করে ২ করিন্থীয় ৪:৪ পদে, যেখানে বলা হয়েছে যে “এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্ত্তি যে খ্রীষ্ট, তাঁহার গৌরবের সুসমাচার-দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়।”

কিন্তু যিহোবা ঈশ্বর শয়তানের চাইতে বলশালী। যিহোবার শত্রুরা এমন কিছুই করতে পারবে না যা তাঁর ঐশিক ইচ্ছাকে সম্পাদন করার থেকে বিরত করতে পারে যা হল “সমুদয় মনুষ্য পরিত্রাণ পায়, ও সত্যের তত্ত্বজ্ঞান পর্য্যন্ত পঁহুছিতে পারে।” (১ তীমথিয় ২৪) অস্ট্রেলিয়া থেকে আসা রাজ্যের ঘোষণাকারীদের নিম্নলিখিত রিপোর্টটি এর প্রমান দেয়।

◻ প্রায় ২০ বছর ধর্ম থেকে আলাদা থাকার পর একজন মহিলা আবার বাইবেল পড়া আরম্ভ করেন। বাইবেলের প্রতি পুনরায় আগ্রহ জাগবার ফলে, তার মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে থাকে এবং তিনি এগুলির উত্তর পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানান। তিনি সত্য খুঁজতে চেয়েছিলেন বটে, কিন্তু তিনি জানতেন যে তার আগের ধর্মে ফিরে যাওয়ার মাধ্যমে তার সমস্যার সমাধান হবে না। তাই তিনি সত্যের অনুসন্ধান করার জন্য পুরনো বইয়ের দোকানে যেতে আরম্ভ করলেন এবং জিজ্ঞাসা করতে লাগলেন যে ধর্মের ওপরে তাদের কোন বই আছে কি না।

দোকানের যে মালিক, তার মনে পড়ে যায় যে তার দোকানে নয় কিন্তু বাড়িতে একটা ধর্মীয় পুস্তক আছে। সেই বইটির নাম ছিল যিহোবার সাক্ষীদের দ্বারা প্রকাশিত আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন। মহিলাটি আগ্রহের সাথে বইটি পড়েন এবং বাইবেল সম্বন্ধীয় অনেক প্রশ্নের উত্তর পান। টেলিফোন ডাইরেকটারির থেকে যিহোবার সাক্ষীদের ঠিকানা খুঁজে পাওয়ার পর, তিনি পরিশেষে তাদের সাথে যোগাযোগ করেন এবং নিয়মিতভাবে বাইবেল অধ্যয়ন শুরু করেন।

◻ একজন অল্পবয়সী মহিলা একটি মাদুলি বিক্রি করার জন্য একটি স্থানীয় সংবাদপত্রের বিজ্ঞাপনের সাহায্য নেন। বিজ্ঞাপনে বলা হয়েছিল যে ‘এটি হচ্ছে মধ্যযুগের একটি মাদুলি এবং এর খুব শক্তি আছে।’ একজন যিহোবার সাক্ষী সেই বিজ্ঞাপনটি পড়েন। তিনি ঠিক করলেন যে মাদুলির আসল শক্তির উৎস সম্বন্ধে সেই মহিলাটির সঙ্গে কাগজে দেওয়া টেলিফোনের মাধ্যমে কথা বলবেন। মন্দ দূতেদের কার্যকলাপ সম্বন্ধে বাইবেলের যে মতবাদ সেই বিষয়ের ওপর আলোচনা শুরু হয়। সেই অল্পবয়সী মহিলাটি, যার কাছে ঐ মাদুলিটি ছিল, তিনি জানান যে ঠিক একদিন আগে, এই মন্দ দূতেদের কবল থেকে রক্ষা পাবার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছিলেন। সাক্ষীটি টেলিফোনের মাধ্যমে আর একবার আলোচনা করবার জন্য ব্যবস্থা নেন।

যখন আবার তিনি টেলিফোন করেন তখন সেই যুবতীটি বাড়িতে ছিলেন না। মেয়েটির মা টেলিফোন ধরেন এবং বলেন: “আমি জানি না তুমি আমার মেয়েকে কী বলেছো, কিন্তু যা ঘটেছে তা একেবারেই অলৌকিক!” তিনি বলেন যে প্রথমবার টেলিফোনে কথা বলার ঠিক পরেই, তার মেয়ে সমস্ত পৈশাচিক ছবি ও বইগুলি ফেলে দেয় আর বাইবেল পড়তে আরম্ভ করে।

এর ঠিক পরেই, সেই যুবতীটির সাথে ব্যক্তিগতভাবে দেখা করা হল। মেয়েটি তৎক্ষণাৎ যিহোবার সাক্ষীদের সাথে নিয়মিতভাবে বাইবেল অধ্যয়ন করতে আরম্ভ করেন। এছাড়াও মেয়েটি তাদের খ্রীষ্টীয় সভাগুলিতে যোগদান করার মাধ্যমে সাক্ষীদের সাথে মেলামেশা শুরু করেন। অতএব, যিহোবা আবার বাইবেল সত্যের যে যথার্থ জ্ঞান তা তুলে ধরার দ্বারা মন্দ দূতেদের পরাস্ত করেন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার