রাজ্য ঘোষণাকারীদের বিবৃতি
উত্তম কাজ যা যিহোবাকে গৌরবান্বিত করে
পর্বতে দত্ত উপদেশে যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন: “তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হউক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে।” (মথি ৫:১৬) অনুরূপভাবে, সত্য খ্রীষ্টানেরা আজকে ‘সৎক্রিয়ায়’ যুক্ত থাকে যা যিহোবাকে গৌরবান্বিত করে।
এই উত্তম কাজগুলি কী? এগুলি অবশ্যই সুসমাচার প্রচারকে অন্তর্ভুক্ত করে কিন্তু আমাদের উদাহরণযোগ্য আচরণও উত্তম কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায়ই এটি আমাদের উত্তম আচরণ যা প্রাথমিকভাবে খ্রীষ্টীয় মণ্ডলীর প্রতি লোকেদের আকৃষ্ট করে থাকে। নিম্নের অভিজ্ঞতাগুলি ব্যাখ্যা করে কিভাবে মার্টিনিক এর যিহোবার সাক্ষীরা ‘মনুষ্যদের সাক্ষাতে তাদের দীপ্তি উজ্জ্বল’ হতে দিয়েছিল।
◻ গৃহ থেকে গৃহে প্রচার কাজে রত থাকার সময় এক যিহোবার সাক্ষী এক ক্যাথলিক মহিলার সাথে সাক্ষাৎ করেছিলেন। ২৫ বছর ধরে এই মহিলা একজন ব্যক্তির সাথে বসবাস করত যাকে সে বিবাহ করেনি। সে যিহোবার সাক্ষীদের শিক্ষার সাথে পরিচিত ছিল, যেহেতু সে প্রায় সাত বছর আগে আপনি পরমদেশ পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারেন বইটি পেয়েছিল।a মহিলাটি সেই সাক্ষীকে বলেছিল: “অনেক ধর্ম আছে। আমি জানি না এই সমস্ত বিভ্রান্তির মধ্যে কোন্টি বিশ্বাসযোগ্য?” সেই সাক্ষীটি ব্যাখ্যা করেছিলেন কেবলমাত্র বাইবেলে সত্য খুঁজে পাওয়া যেতে পারে এবং তা পেতে হলে তাকে মনোযোগ সহকারে শাস্ত্র অধ্যয়ন ও ঈশ্বরের কাছে তাঁর আত্মা ও পরিচালনার জন্য প্রার্থনা করতে হবে।
বেশ কিছু সময় ধরে, যদিও বাইবেল অধ্যয়নে আগ্রহী ছিল, সেই মহিলাটি যিহোবা সাক্ষীদের কিংডম হলে, খ্রীষ্টীয় সভাগুলিতে উপস্থিত হওয়ার একাধিক আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল। কেন? কারণ সে অত্যন্ত লাজুক ছিল। কিন্তু, খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভায় যোগদানের আমন্ত্রণ পাওয়ার পর সে তার লজ্জা অতিক্রম করেছিল ও উপস্থিত হয়েছিল।
সভায় যে বিষয়টি তাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তা ছিল কিংডম হলের প্রেমপূর্ণ পরিবেশ। সে তার গির্জায় কখনও এইধরনের আন্তরিক বন্ধুত্ব অভিজ্ঞতা করেনি! সেই সভার পর থেকে সে স্থানীয় সাক্ষীদের দ্বারা আয়োজিত সমস্ত সভাগুলিতে উপস্থিত হতে আরম্ভ করেছিল ও শীঘ্রই সে সেই ব্যক্তিকে বিবাহ করে যার সাথে সে বাস করছিল। সে এখন মণ্ডলীর এক বাপ্তিস্মিত সদস্য।
◻ আর এক সাক্ষীর উত্তম কাজ ভাল ফল উৎপন্ন করেছিল। তিনি এক অফিসে একটি দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত ছিলেন। রিইউনিয়ন দ্বীপ থেকে এক ব্যক্তিকে আনা হলে কিছু কর্মী তাকে উপহাস করতে থাকে কারণ সে খর্বকায় ছিল। সে হাস্যোদ্রেককারী ব্যক্তিতে পরিণত হয়েছিল। বিপরীতে, এই সাক্ষী সেই ব্যক্তির প্রতি সর্বদা দয়াপূর্ণ ও শ্রদ্ধাশীল ছিলেন। শীঘ্রই সে জিজ্ঞাসা করেছিল কেন তিনি এত আলাদা।
সেই সাক্ষী ব্যাখ্যা করেছিলেন যে তার এই শ্রদ্ধাপূর্ণ আচরণ বাইবেলের নীতি অনুসরণের ফলস্বরূপ যা সে যিহোবার সাক্ষীদের কাছ থেকে শিখেছিল। তিনি তাকে আরও দেখিয়েছিলেন ঈশ্বরের উদ্দেশ্য এবং এক নতুন জগতের আশা সম্বন্ধে শাস্ত্র কী বলে। সেই ব্যক্তিটি বাইবেল অধ্যয়ন গ্রহণ করেছিল, খ্রীষ্টীয় সভাগুলিতে যোগদান করতে শুরু করেছিল এবং সেই মহিলাকে বিবাহ করেছিল যার সাথে সে বাস করছিল।
পরে সেই ব্যক্তি রিইউনিয়নে ফিরে গিয়েছিল। পূর্বে সে তার আত্মীয়দের পক্ষ থেকে বিশেষ করে তার স্ত্রীর পরিবার থেকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিল। কিন্তু এখন তাদের পরিবারের লোকেরা তার উত্তম খ্রীষ্টীয় আচরণে গভীরভাবে প্রভাবিত হয়েছিল। সেই ব্যক্তিটি বাপ্তিস্ম নিয়েছিল আর বর্তমানে সে একজন পরিচারক দাস। তার স্ত্রী ও দুই মেয়ে সহ পরিবারের কয়েকজন সদস্যও ঈশ্বরের রাজ্যের সুসমাচারের প্রকাশক হিসাবে খ্রীষ্টীয় মণ্ডলীতে সেবা করছে।
[পাদটীকাগুলো]
a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।