“আনন্দিত প্রশংসাকারীগণ” যিহোবার সাক্ষীদের জেলা সম্মেলন
বাইবেল নির্দেশনার তিনটি সমৃদ্ধকর দিন আপনার জন্য অপেক্ষা করে আছে। কেবলমাত্র ভারতেই ১৬টি সম্মেলন তালিকাভুক্ত, আর খুব সম্ভবত যেখানে আপনি থাকেন তার কাছাকাছি একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯:৪০ মিনিটে সঙ্গীত দিয়ে কার্যক্রম শুরু হওয়ার সময় উপস্থিত থাকুন।
শুক্রবার সকালের অধিবেশন সম্ভাষণসূচক মন্তব্যগুলি ও সেইসঙ্গে মুখ্য বক্তৃতা, “পৃথিবীব্যাপী আনন্দিত প্রশংসাকারী হিসাবে পৃথক করে রাখা” বিষয়টি তুলে ধরা হবে। দুপুরের কার্যক্রমে যুবক-যুবতী, পিতামাতা ও শিক্ষার উপর সরাসরি আলোকপাত করা হবে। অল্পবয়স্কদের জন্য একটি বক্তৃতা “আমি কি বিবাহ করতে প্রস্তুত?” অবশ্যই তারা শুনতে চাইবে। পিতামাতাদের মনোযোগসহকারে “পিতামাতাদের যারা তাদের সন্তানদের মধ্যে আনন্দ খুঁজে পান” বক্তৃতাটি শোনা উচিত। “শিক্ষা—এটিকে যিহোবার প্রশংসায় ব্যবহার করুন” এই বক্তৃতাটি দিয়ে দুপুরের কার্যক্রম শেষ হবে। যা আলোচিত হবে তা অল্পবয়স্কদের সফলতার সাথে বিদ্যালয়ে উন্নতি করে চলতে সাহায্য করা উচিত।
শনিবার সকালের কার্যক্রমে বাপ্তিস্মের বিষয়টি তুলে ধরা হবে আর বাপ্তিস্ম হওয়ার জন্য যারা যোগ্য তাদের জন্য সেই সুযোগ প্রদান করা হবে। লোকেদের ফাঁদে ফেলতে প্রাচীন কাল থেকে শয়তান কিভাবে যৌন ইচ্ছাকে ব্যবহার করেছে তা দুপুরের কার্যক্রমে অকপটভাবে আলোচিত হবে। এছাড়াও “দিয়াবলের ফাঁদগুলিকে এড়িয়ে চলুন” নামক শক্তিশালী বক্তৃতাটি তাতে থাকবে। ওই দিনের কার্যক্রমটি “কেন মানবজাতির ঈশ্বরের জ্ঞানের প্রয়োজন” এই গুরুত্বপূর্ণ বক্তৃতাটি দিয়ে শেষ হবে।
রবিবার সকালে “এই ব্যবস্থার শেষে আনন্দিত প্রশংসাকারীগণ” নামক সিম্পোজিয়ামটি জগৎ-কাপানো ঘটনাগুলির উপর সরাসরি মনোযোগ আনবে যার সম্মুখীন শীঘ্রই আমাদের হতে হবে। মথি ২৪:২১ পদে লিপিবদ্ধ যীশু যে “মহাক্লেশ” সম্বন্ধে বলেছিলেন তা আরম্ভ হওয়ার পূর্বে, বাঁচার জন্য পালানোর গুরুত্বতার উপর এটি জোর দেবে।
রবিবারের সকালের কার্যক্রম “বৃদ্ধ ব্যক্তিদের সম্মান করা” এই গুরুত্বপূর্ণ নাটকটি দিয়ে শেষ হবে। তারপর দুপুরে, “অনন্তকালীন রাজার প্রশংসা করুন!” নামক জনসাধারণের বক্তৃতাটি প্রদান করা হবে! এটি হবে সম্মেলনের এক মুখ্য বৈশিষ্ট্য।
যোগদানের জন্য এখন থেকে পরিকল্পনা করুন। আপনার গৃহের কাছাকাছি সম্মেলন স্থানটি খুঁজে পেতে যিহোবার সাক্ষীদের স্থানীয় কিংডম হলের সাথে যোগাযোগ করুন অথবা এই পত্রিকার প্রকাশকদের লিখুন।