প্রথার সাথ সত্যের কি মতবিরোধ হতেই হবে?
মার্টিন লুথার নিজের সঠিকতা সম্বন্ধে দৃঢ়নিশ্চিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন, বাইবেল তাকে সমর্থন করে। অন্যদিকে, পোলিশ জ্যোতির্বিৎ কোপারনিকাস মনে করতেন যে তার দিনের প্রথাগত বিশ্বাসটি ছিল ভুল।
কোন্ বিশ্বাস? সেটি হল পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রস্থলে অবস্থিত এবং প্রতিটি জিনিস তার চারিদিকে ঘোরে। কোপারনিকাস বলেছিলেন, সত্যটি ছিল এই যে পৃথিবী নিজেই সূর্যের চারদিকে ঘোরে। লুথার এটিকে এই বলে প্রত্যাখ্যান করেন: “লোকেরা নবপ্রসিদ্ধিপ্রাপ্ত একজন জ্যোতির্বিদের প্রতি কর্ণপাত করে যিনি আপ্রাণভাবে চেষ্টা করেন এই দেখাতে যে পৃথিবী ঘোরে, আকাশমণ্ডল অথবা নভোমণ্ডল কিংবা সূর্য বা চন্দ্র নয়।”—পাশ্চাত্য দর্শনের ইতিহাস (ইংরাজি)।
প্রথাগত বিশ্বাসগুলি প্রায়ই বাস্তবের সাথে, সত্যের সাথে মতবিরোধ ঘটিয়েছে। এমনকি সেগুলি লোকেদের ক্ষতিকর জিনিসগুলি করার কারণ হতে পারে।
অবশ্যই, এর অর্থ এই নয় যে, সত্যের সাথে প্রথার সব সময় মতবিরোধ ঘটে। বস্তুতপক্ষে, প্রেরিত পৌল তার দিনের খ্রীষ্টানদের উৎসাহিত করেছিলেন সেই প্রথাগুলিকে অনুসরণ করে যেতে, যা তাদের উপর তিনি সমর্পণ করেছিলেন: “আমি তোমাদের প্রশংসা করিতেছি যে, . . . তোমাদের কাছে শিক্ষামালা [“প্রথা,” NW] যেরূপ সমর্পণ করিয়াছি, সেইরূপই তাহা ধরিয়া আছ।”—১ করিন্থীয় ১১:১, ২; এছাড়া ২ থিষলনীকীয় ২:১৫; ৩:৬ পদও দেখুন।
“প্রথা” কথাটির দ্বারা পৌল কী বুঝিয়েছিলেন? শাস্ত্রের প্রতি অন্তর্দৃষ্টি (ইংরাজি), বইটির খণ্ড ২, পৃষ্ঠা ১১১৮ উল্লেখ করে যে, “প্রথা”-র জন্য তিনি যে গ্রীক শব্দ প্যারাডাসিস ব্যবহার করেছিলেন, তার অর্থ এমন কিছু যা হল “মুখের কথার দ্বারা বা লেখার মাধ্যমে প্রেরণ করা।” ইংরাজি শব্দের অর্থ “তথ্যাদি, মতবাদগুলি বা অভ্যাসগুলি যা পিতামাতাদের থেকে সন্তানদের কাছে চলে এসেছে অথবা তা চিন্তা করা বা কাজের ধারা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে।a যেহেতু পৌল যে প্রথাগুলি সমর্পণ করেছিলেন তা একটি উত্তম উৎস থেকে এসেছিল তাই খ্রীষ্টানেরা সেগুলিকে ধরে রেখে ভাল করেছিল।
কিন্তু স্পষ্টতই, প্রথা সত্য অথবা মিথ্যা, ভাল অথবা মন্দ হতে পারে। উদাহরণস্বরূপ, ব্রিটিশ দার্শনিক বার্ট্রাণ্ড রাসেল, ষোড়শ শতাব্দীর কোপারনিকাসের মত লোকেদের প্রশংসা করেন যারা প্রথাগত বিশ্বাসগুলি সম্বন্ধে প্রশ্ন করার ক্ষেত্রে সততাপরায়ণ এবং সাহসী ছিল। তারা একটি “স্মারক তা হল প্রাচীন কাল থেকে যা বিশ্বাস করে এসেছে তা হয়ত মিথ্যা হতে পারে” গড়ে তুলেছিল। অন্ধের মত প্রথা অনুসরণ না করার মধ্যে যে প্রজ্ঞাটি রয়েছে আপনিও কি তা বুঝতে পেরেছেন?—তুলনা করুন মথি ১৫:১-৯, ১৪.
তাহলে, ধর্মীয় বিশ্বাস ও রীতিনীতিগুলি সম্বন্ধে কী বলা যায়? আমরা কি বিনা বিচারে স্বীকার করতে পারি যে সেগুলি সঠিক এবং ক্ষতিকর নয়? আমরা কিভাবে জানতে পারি? যদি আমরা জানতে পারি যে ধর্মীয় প্রথাগুলি আসলে সত্যের সাথে মতবিরোধ ঘটায়, তাহলে আমাদের কী করা উচিত? পরবর্তী প্রবন্ধটি এই প্রশ্নগুলি পরীক্ষা করবে।
[পাদটীকাগুলো]
a ওয়াচটাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি দ্বারা প্রকাশিত।
[২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
Cover: Jean-Leon Huens © National Geographic Society
[৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
Universität Leipzig