ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৬ ২/১ পৃষ্ঠা ১৫
  • “জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ”
  • ১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • রক্তের মাধ্যমে জীবন রক্ষা করা–কি করে?
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • রক্ত ছাড়া চিকিৎসা—বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে ভিডিওটা আপনার অবশ্যই দেখা উচিত
    ২০০২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার নির্দেশিত পথে চলা
    ১৯৯২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • রক্তের বিষয়ে আমি ঈশ্বরের দৃষ্টিভঙ্গিকে মেনে নিয়েছি
    সজাগ হোন!: রক্তের বিষয়ে আমি ঈশ্বরের দৃষ্টিভঙ্গিকে মেনে নিয়েছি
১৯৯৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৬ ২/১ পৃষ্ঠা ১৫

রাজ্য ঘোষণাকারীদের বিবৃতি

“জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পাইতেছ”

যিহোবার সাক্ষীরা অনুপম এবং যেহেতু তারা রক্ত গ্রহণ করে না তাই প্রায়ই তাদের বিরুদ্ধে খারাপ প্রচার করা হয়। এই দৃষ্টিভঙ্গি কিন্তু দৃঢ়ভাবে বাইবেল ভিত্তিক। এটি দেখায় যে বাইবেল রক্তের অপব্যবহারকে নিন্দা করে, কারণ ঈশ্বরের দৃষ্টিতে রক্ত মহামূল্যবান। (আদিপুস্তক ৯:৩, ৪; লেবীয়পুস্তক ১৭:১৪) এর ফলে এই বিষয়ে শাস্ত্রকে পরীক্ষা করে যিহোবার সাক্ষীরা এই পরিসমাপ্তিতে আসে যে ‘রক্ত হইতে পৃথক’ থাকার বাইবেলের যে নির্দেশ তা পরিষ্কারভাবে আধুনিক দিনে রক্ত গ্রহণ করার প্রচলিত রীতিকেও অন্তর্ভুক্ত করে।—প্রেরিত ১৫:১৯, ২০, ২৮, ২৯.

আধুনিক দিনে চিকিৎসা পেশার সাথে যারা সংযুক্ত এবং কিছু দেশের বিচারালয় যিহোবার সাক্ষীদের এই বিষয়ে সমর্থন করছে। উদাহরণস্বরূপ, ডেনমার্কে একজন যুবতী মা যিনি রক্ত সম্বন্ধে বাইবেলের দৃষ্টিভঙ্গি জানতেন গাড়ি দুর্ঘটনায় মারা যান। যেহেতু তিনি রক্ত গ্রহণ করতে প্রত্যাখ্যান করেন তাই তার ডাক্তারেরা প্ররোচনা দেয় প্রচার মাধ্যমকে এক-মাসব্যাপী বিরোধী অভিযান চালাতে।

সেই যুবতী স্ত্রীর পিতামাতা অনুসন্ধান করতে বলে এবং এপ্রিল ১৯৯৪ সালে ডেমার্কের কমিশন অফ পেশেন্ট কমপ্লেন্টস সিদ্ধান্ত ঘোষণা করে। এটি বলে যে রোগী মারা যায় রক্ত প্রত্যাখ্যান করার জন্য নয়, কিন্তু চিকিৎসায় অবহেলার জন্য। এই সিদ্ধান্তটি নেওয়া হয় বোর্ড অফ ফোরেনসিক মেডিসিন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষদের অনুসন্ধানের উপর ভিত্তি করে। ডেনমার্কের সমস্ত স্বাস্থ্য দপ্তরগুলির কাছে একটি বিজ্ঞপ্তিতে, ন্যাশন্যাল বোর্ড অফ হেল্থ জানায় যে, ডাক্তারেরা দায়িত্ববদ্ধ যিহোবার সাক্ষীদের সম্ভাব্য সবচেয়ে ভাল বিকল্প চিকিৎসা দিতে এই বিষয়টি বিবেচনা করে যে তারা রক্ত গ্রহণ করা প্রত্যাখ্যান করবে।

আরেকটি ঘটনা হল একজন ১৫ বছর বয়স্ক সাক্ষী ড্যান, যিনি লিউকোমিয়ার ফলে মারা যায়। এই ঘটনাটিতে ড্যানের রক্ত না নেওয়ার সাহসিকতাপূর্ণ সিদ্ধান্তকে ডাক্তারেরা সম্মান করেন। এর ফলে ব্যাপক প্রচার অভিযান করা হয় এবং প্রচার মাধ্যম ড্যানের মৃত্যুর জন্য ডাক্তারদের দোষারোপ করেছিল। এই নেতিবাচক প্রচারের সাথে কিন্তু অনেকে একমত ছিল না।

উদাহরণস্বরূপ, যে স্কুলে ড্যান পড়ত সেখানকার প্রধান শিক্ষক ফিউনারেলের জন্য কিংডম হলে আসেন। তিনি ড্যানের মৃত্যুর এই অন্যায় সংবাদগুলির প্রতি বিস্ময় প্রকাশ করে। একজন সাক্ষী সহকর্মীর কাছে গিয়ে যিহোবা সাক্ষীদের সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করার পর তিনি যিহোবার সাক্ষীবৃন্দেরা—সংগঠনের পিছনে যে নামটি নামক ভিডিও ক্যাসেটটি গ্রহণ করেন। সেই ভিডিও তাকে এত অভিভূত করে যে তিনি ব্যবস্থা করেন যাতে করে স্কুলের সমস্ত শিক্ষকেরা তা দেখতে পারে। পরে সেই ভিডিওটি সমগ্র ছাত্রদের, এক একটি ক্লাসে দেখানো হয়।

ডেনমার্কের স্বাস্থ্য মন্ত্রীও ড্যানের ডাক্তারদের বিরুদ্ধে যে মিথ্যা অভিযান করা হয়েছিল সেই বিষয়ে একমত হননি। তিনি বলেন যে ড্যানের পরিপক্ব সিদ্ধান্ত এবং দৃঢ় বিশ্বাসকে সম্মান করে ডাক্তারেরা সঠিক কাজ করেছিল।

লক্ষ লক্ষ রাজ্যের ঘোষণাকারী রয়েছে যারা যিহোবার নিয়মের প্রতি বাধ্যতা দেখায়। তাদের বাধ্যতার ফলে তারা ‘জগতে জ্যোতির্গণের ন্যায় প্রকাশ পেয়ে’ প্রতীয়মান হয়।—ফিলিপীয় ২:১২, ১৫.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার