ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৩/১৫ পৃষ্ঠা ১৭-২২
  • বিচক্ষণতা আপনাকে রক্ষা করুক

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • বিচক্ষণতা আপনাকে রক্ষা করুক
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • বিচক্ষণতার বিশেষ চাহিদা
  • বিনিয়োগগুলি সম্বন্ধে কী?
  • যখন ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্ম বিফল হয়
  • যদি প্রতারণার বিষয় হয় তাহলে কী?
  • বিচক্ষণতা এবং সিদ্ধান্ত-গ্রহণ
  • বিচক্ষণতায় মনোনিবেশ করুন
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনি কি আরও বিচক্ষণতা গড়ে তুলতে পারেন?
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন”
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার ব্যবসার জন্য আপনাকে কতটা মূল্য দিতে হবে?
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৩/১৫ পৃষ্ঠা ১৭-২২

বিচক্ষণতা আপনাকে রক্ষা করুক

১. বিচক্ষণতা আমাদের কিসের থেকে রক্ষা করতে পারে?

“পরিণামদর্শিতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি [“বিচক্ষণতা,” NW] তোমাকে রক্ষা করিবে।”—হিতোপদেশ ২:১১.

যিহোবা চান যে আপনি বিচক্ষণতা অনুশীলন করুন। কেন? কারণ তিনি জানেন যে এটি বিভিন্ন বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। হিতোপদেশ ২:১০-১৯ পদ শুরু হয় এই বলে: “কেননা প্রজ্ঞা তোমার হৃদয়ে প্রবেশ করিবে, জ্ঞান তোমার প্রাণের তুষ্টি জন্মাইবে, পরিণামদর্শিতা তোমার প্রহরী হইবে, বুদ্ধি [“বিচক্ষণতা,” NW] তোমাকে রক্ষা করিবে।” কিসের থেকে আপনাকে রক্ষা করবে? এইরূপ বিষয়গুলি থেকে যেমন “দুষ্টের পথ,” যারা সরল পথ ত্যাগ করে এবং যে লোকেরা তাদের সাধারণ পথকে ভ্রান্ত করে।

২. বিচক্ষণতা কী এবং খ্রীষ্টানেরা বিশেষভাবে কিধরনের বিচক্ষণতা আকাঙ্ক্ষা করে থাকে?

২ সম্ভবত আপনি স্মরণ করবেন যে বিচক্ষণতা হল মনের শক্তি যার মাধ্যমে এটি একটি বিষয় থেকে অন্যটিকে প্রভেদ করতে পারে। একজন বিচক্ষণ ব্যক্তি ধারণা অথবা বিষয়গুলির পার্থক্য উপলব্ধি করতে পারে এবং তার উত্তম বিচার ক্ষমতা রয়েছে। খ্রীষ্টান হিসাবে, আমরা বিশেষভাবে ঈশ্বরের বাক্যের যথার্থ জ্ঞানের উপর ভিত্তি করা আধ্যাত্মিক বিচক্ষণতার জন্য আকাঙ্ক্ষী। যখন আমরা শাস্ত্র অধ্যয়ন করি, তখন আমরা যেন আধ্যাত্মিক বিচক্ষণতার নির্মাণ উপাদানগুলি আহরণ করছি। আমরা যা শিখি তা যিহোবাকে সন্তুষ্ট করে এমন সিদ্ধান্তগুলি নিতে আমাদের সাহায্য করতে পারে।

৩. আমরা কিভাবে আধ্যাত্মিক বিচক্ষণতা অর্জন করতে পারি?

৩ যখন ঈশ্বর ইস্রায়েলের রাজা শলোমনকে তিনি কী আশীর্বাদ চান তা জিজ্ঞাসা করেছিলেন, তখন যুবক শাসক বলেছিলেন: “তোমার প্রজাদের বিচার করিতে ও ভাল মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার [“বিচক্ষণতার,” NW] চিত্ত প্রদান কর।” শলোমন বিচক্ষণতা যাচ্ঞা করেন এবং যিহোবা তাকে তা অসাধারণ পরিমাণে দেন। (১ রাজাবলি ৩:৯; ৪:৩০) বিচক্ষণতা অর্জন করার জন্য, আমাদের প্রার্থনা করা প্রয়োজন এবং আমাদের “বিশ্বস্ত ও বুদ্ধিমান্‌ দাস” এর মাধ্যমে সরবরাহকৃত জ্ঞানালোকিত প্রকাশনাদির সাহায্যে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করতে হবে। (মথি ২৪:৪৫-৪৭) এটি আমাদের আধ্যাত্মিক বিচক্ষণতাকে এমন মাত্রা পর্যন্ত গড়ে তুলতে সাহায্য করবে যেন আমরা “সদসৎ বিষয়ের বিচারণে [অথবা মধ্যে প্রভেদ করতে]” সক্ষম হওয়ার জন্য “বুদ্ধিতে পরিপক্ব” হই।—১ করিন্থীয় ১৪:২০; ইব্রীয় ৫:১৪.

বিচক্ষণতার বিশেষ চাহিদা

৪. এক “সরল” চোখ থাকার অর্থ কী এবং এটি আমাদের কিভাবে উপকৃত করে?

৪ যথার্থ বিচক্ষণতার দ্বারা, আমরা যীশু খ্রীষ্টের বাক্যগুলির সাথে মিল রেখে কাজ করতে পারি: “কিন্তু তোমরা প্রথমে তাঁহার রাজ্য ও [ঈশ্বরের] ধার্ম্মিকতার বিষয়ে চেষ্টা কর, তাহা হইলে ঐ সকল [বস্তুগত] দ্রব্যও তোমাদিগকে দেওয়া হইবে।” (মথি ৬:৩৩) এছাড়াও যীশু বলেছিলেন: “তোমার চক্ষুই শরীরের প্রদীপ; তোমার চক্ষু যখন সরল হয়, তখন তোমার সমুদয় শরীরও দীপ্তিময় হয়।” (লূক ১১:৩৪) চোখ হচ্ছে রূপক প্রদীপ। একটি “সরল” চোখ আন্তরিক এবং কেন্দ্রীভূত হয়। এইরূপ একটি চোখের দ্বারা আমরা বিচক্ষণতা দেখাতে পারি এবং আধ্যাত্মিকভাবে বিঘ্নিত না হয়েই চলতে পারি।

৫. ব্যবসায়িক আদানপ্রদান সংক্রান্ত বিষয়গুলির সাথে, খ্রীষ্টীয় মণ্ডলীর উদ্দেশ্য সম্পর্কে আমাদের কী মনে রাখা উচিত?

৫ তাদের চোখ সরল রাখার পরিবর্তে, কেউ কেউ তাদের এবং অন্যদের জীবন প্রলুব্ধকর ব্যবসায়িক আদানপ্রদানগুলির দ্বারা জটিল করে তুলেছে। কিন্তু আমাদের মনে রাখা উচিত যে খ্রীষ্টীয় মণ্ডলী হল “সত্যের স্তম্ভ ও দৃঢ় ভিত্তি।” (১ তীমথিয় ৩:১৫) একটি অট্টালিকার স্তম্ভের মত, মণ্ডলী ঈশ্বরের সত্যকে তুলে ধরে, কারও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নয়। যিহোবার সাক্ষীদের মণ্ডলীগুলি বাণিজ্যিক মুনাফা, পণ্যদ্রব্য অথবা পণ্যদ্রব্য সরবরাহকে বাড়িয়ে তোলার স্থান হিসাবে প্রতিষ্ঠিত হয়নি। কিংডম হলে ব্যক্তিগত ব্যবসায়িক বিষয়গুলিতে জড়িত হওয়া থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। বিচক্ষণতা আমাদের দেখতে সাহায্য করে যে যিহোবার সাক্ষীদের কিংডম হল, মণ্ডলীর বুকস্টাডি, অধিবেশন এবং সম্মেলনগুলি খ্রীষ্টীয় মেলামেশা এবং আধ্যাত্মিক আলোচনার স্থান। যদি আমরা যে কোন ধরনের বাণিজ্যিক মনোভাব উন্নীত করতে আধ্যাত্মিক সম্পর্ককে ব্যবহার করি, তবে এটি কি প্রদর্শন করবে না যে আমাদের অন্তত কিছুটা আধ্যাত্মিক মূল্যগুলির প্রতি উপলব্ধিবোধের অভাব রয়েছে? মণ্ডলীগত সম্পর্ককে কখনই আর্থিক লাভের জন্য কাজে লাগানো উচিত নয়।

৬. কেন মণ্ডলীর সভাগুলিতে বাণিজ্যিক সামগ্রী এবং সুযোগসুবিধাগুলি বিক্রয় অথবা উন্নীত করা যাবে না?

৬ কেউ কেউ ঐশিক সম্বন্ধগুলিকে আরোগ্যকর ওষুধ অথবা প্রসাধন সামগ্রী, ভিটামিন সামগ্রী, টেলিযোগাযোগ সুযোগসুবিধা, নির্মাণ বস্তু, ভ্রমণ পরিকল্পনা, কমপিউটার কার্যক্রম ও সাজসরঞ্জামসমূহ এবং এইধরনের অন্যান্য বস্তুগুলি বিক্রয় করার জন্য ব্যবহার করেছে। কিন্তু, মণ্ডলীর সভাগুলি বাণিজ্যিক সামগ্রী অথবা সুযোগসুবিধাগুলি বিক্রয় অথবা উন্নীত করার স্থান নয়। আমরা এই সুপ্ত নীতিটি উপলব্ধি করতে পারি যদি আমরা মনে রাখি যে যীশু “গো, মেষ সমস্তই ধর্ম্মধাম হইতে বাহির করিয়া দিলেন, এবং পোদ্দারদের মুদ্রা ছড়াইয়া ও মেজ উল্টাইয়া ফেলিলেন; আর যাহারা কপোত বিক্রয় করিতেছিল, তাহাদিগকে কহিলেন, এ স্থান হইতে এ সকল লইয়া যাও; আমার পিতার গৃহকে বাণিজ্যের গৃহ করিও না।”—যোহন ২:১৫, ১৬.

বিনিয়োগগুলি সম্বন্ধে কী?

৭. বিনিয়োগ সম্বন্ধে কেন বিচক্ষণতা এবং সতর্কতার প্রয়োজন রয়েছে?

৭ একটি ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্মে বিনিয়োগের চিন্তা করার সময়ে বিচক্ষণতা এবং সতর্কতা উভয়ই প্রয়োজন। ধরুন কেউ টাকা ধার করতে চায় এবং এইধরনের প্রতিজ্ঞাগুলি করে: “আমি নিশ্চয়তা দিচ্ছি যে আপনি ধনবান হবেন।” “আপনার লোকসান হতে পারে না। এটি একটি নিশ্চিত বিষয়।” যখন কেউ এইরূপ আশ্বাসগুলি দেয় তখন সতর্ক হোন। হয় সে বাস্তববাদী নয় অথবা সে অসৎ, কারণ বিনিয়োগ কদাচিৎ এক নিশ্চিত বিষয় হয়ে থাকে। বস্তুতপক্ষে কিছু মিষ্টভাষী, বিবেকহীন ব্যক্তিবিশেষেরা মণ্ডলীর সদস্যদের প্রতারিত করেছে। এটি আমাদের “ভক্তিহীন”-দের কথা স্মরণ করিয়ে দেয় যারা প্রথম-শতাব্দীর মণ্ডলীতে গোপনে প্রবেশ করেছিল এবং ‘ঈশ্বরের অনুগ্রহ লম্পটতায় পরিণত করেছিল।’ তারা জলের নিচের অমসৃণ পাথরগুলির মত ছিল যা সাঁতারুদের বিদীর্ণ এবং হত্যা করতে পারত। (যিহূদা ৪, ১২) সত্য যে, এই প্রতারকদের অভিপ্রায় পৃথক, কিন্তু তারাও মণ্ডলীর সদস্যদের শিকারে পরিণত করতে পারে।

৮. আপাতদৃষ্টিতে লাভজনক হিসাবে প্রতীয়মান কিছু ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্মের ক্ষেত্রে কী ঘটেছে?

৮ এমনকি সৎ-উদ্দেশ্যপূর্ণ খ্রীষ্টানেরা আপাতদৃষ্টিতে লাভজনক হিসাবে প্রতীয়মান ব্যবসায়িক কর্ম সম্পর্কে তথ্য যুগিয়েছে আর যা কেবলমাত্র দেখায় যে তারা নিজেরা এবং যারা তাদের উদাহরণ অনুসরণ করেছিল তারা তাদের বিনিয়োগকৃত টাকা হারিয়েছিল। ফলস্বরূপ, বহু সংখ্যক খ্রীষ্টানেরা মণ্ডলীতে সুযোগগুলি হারিয়েছে। যখন শীঘ্র ধনী হওয়ার জন্য ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্মগুলি প্রতারণাপূর্ণ কর্ম-পরিকল্পনা হিসাবে প্রমাণিত হয়, তখন কেবলমাত্র প্রতারকই লাভবান হয়, যে প্রায়ই দ্রুত অদৃশ্য হয়ে যায়। কিভাবে বিচক্ষণতা একজনকে এইরূপ এক পরিস্থিতি এড়াতে সাহায্য করতে পারে?

৯. বিনিয়োগ সম্পর্কিত দাবিগুলি মূল্যায়ন করতে কেন বিচক্ষণতার প্রয়োজন?

৯ অস্পষ্ট বিষয়কে আত্মস্থ করতে পারার ক্ষমতাও হল বিচক্ষণতার অর্থ। বিনিয়োগ সম্পর্কিত দাবিগুলি মূল্যায়ন করতে এই ক্ষমতার প্রয়োজন। খ্রীষ্টানেরা একে অপরের উপর আস্থা রাখে এবং কেউ কেউ হয়ত যুক্তি দেখাতে পারে যে তাদের আধ্যাত্মিক ভাই এবং বোনেরা এমন ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্মে জড়িত হবে না যা তাদের সহবিশ্বাসীদের সম্পদকে বিপদগ্রস্ত করতে পারে। কিন্তু বিষয়টি হল এক ব্যবসায়ীর খ্রীষ্টান হওয়া নিশ্চয়তা দেয় না যে তিনি ব্যবসায়িক বিষয়গুলিতে উৎকৃষ্টতর অথবা তার ব্যবসায়িক প্রতিষ্ঠান সফল হবে।

১০. কেন কিছু খ্রীষ্টানেরা সহবিশ্বাসীদের কাছ থেকে ব্যবসায়িক ঋণের অন্বেষণ করে এবং এইরূপ বিনিয়োগগুলিতে কী ঘটতে পারে?

১০ কিছু খ্রীষ্টানেরা সহবিশ্বাসীদের কাছ থেকে ব্যবসায়িক ঋণের অন্বেষণ করে থাকে কারণ সুখ্যাতিপূর্ণ ঋণদান সংস্থাগুলি তাদের ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য কখনও অগ্রিম টাকা দেয় না। অনেকে এই বিষয়টি বিশ্বাস করে প্রবঞ্চিত হয়েছে যে কেবল তাদের টাকা বিনিয়োগের মাধ্যমে তারা অধিক কাজ অথবা সম্ভবত কোন কাজ না করেই দ্রুত প্রচুর ধন অর্জন করতে পারবে। কেউ কেউ বাহ্যিক চটকের প্রতি আকৃষ্ট হয়ে বিনিয়োগ করে পরিশেষে তাদের সারা জীবনের সঞ্চয় হারিয়েছে! মাত্র দুই সপ্তাহের মধ্যে শতকরা ২৫ ভাগ হারে লাভ পাওয়ার আশায়, একজন খ্রীষ্টান এক বিরাট অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন। তিনি তার সমস্ত টাকা হারিয়েছিলেন যখন তা দেউলিয়া বলে ঘোষিত হয়। অন্য একটি ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্মে, স্থাবর সম্পত্তির একজন ঠিকাদার মণ্ডলীর অন্যান্যদের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা ধার নেন। তিনি অযৌক্তিকভাবে প্রচুর মুনাফা দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু দেউলিয়া হন এবং ধার নেওয়া টাকাও হারান।

যখন ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্ম বিফল হয়

১১. লোভ এবং অর্থপ্রিয়তা সম্বন্ধে পৌল কী পরামর্শ দিয়েছিলেন?

১১ ব্যবসায়িক বিফলতা কিছু খ্রীষ্টানদের হতাশা এবং এমনকি আধ্যাত্মিক অধঃপতনের দিকে পরিচালিত করেছে যারা ভারসাম্যহীন ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্মে জড়িত হয়েছিল। বিচক্ষণতাকে রক্ষাকারী হিসাবে কাজ করতে দিতে ব্যর্থ হওয়ার ফলস্বরূপ মর্মবেদনা এবং তিক্ততা উৎপন্ন হয়েছে। লোভ অনেককে ফাঁদে ফেলেছে। পৌল লিখেছিলেন, “কিন্তু . . . লোভের নামও যেন তোমাদের মধ্যে না হয়, যেমন পবিত্রগণের উপযুক্ত।” (ইফিষীয় ৫:৩) আর তিনি সতর্ক করেছিলেন: “যাহারা ধনী হইতে বাসনা করে, তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূঢ় ও হানিকর অভিলাষে পতিত হয়, সে সকল মনুষ্যদিগকে সংহারে ও বিনাশে মগ্ন করে। কেননা ধনাসক্তি সকল মন্দের একটা মূল; তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপথগামী হইয়াছে, এবং অনেক যাতনারূপ কন্টকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে।”—১ তীমথিয় ৬:৯, ১০.

১২. যদি খ্রীষ্টানেরা একে অপরের সাথে ব্যবসা করে, তবে তাদের বিশেষভাবে কী মনে রাখা উচিত?

১২ যদি একজন খ্রীষ্টান অর্থের প্রতি প্রেম বৃদ্ধি করেন, তাহলে তিনি তার নিজের অধিক আধ্যাত্মিক ক্ষতির কারণস্বরূপ হবেন। ফরীশীরা অর্থপ্রিয় ছিল এবং এটি এই শেষ কালে অনেকের চারিত্রিক বৈশিষ্ট্য। (লূক ১৬:১৪; ২ তীমথিয় ৩:১, ২) বৈসাদৃশ্যে, একজন খ্রীষ্টানের জীবনধারা “ধনাসক্তিবিহীন” হওয়া উচিত। (ইব্রীয় ১৩:৫) অবশ্যই, খ্রীষ্টানেরা একে অপরের সাথে ব্যবসা করতে অথবা একত্রে ব্যবসা শুরু করতে পারে। কিন্তু, যদি তারা তা করে, তবে আলোচনা এবং চুক্তিগুলি মণ্ডলীসংক্রান্ত বিষয়গুলি থেকে পৃথক রাখতে হবে। আর মনে রাখুন: এমনকি আধ্যাত্মিক ভাইয়েদের মধ্যেও, ব্যবসায়িক চুক্তি সর্বদা লিখিত রাখতে হবে। এই বিষয়ে ১৯৮৩ সালের ৮ই ফেব্রুয়ারির সচেতন থাক! পত্রিকার, ১৩ থেকে ১৫ পৃষ্ঠায় প্রকাশিত “এটি লিখিত রাখুন!,” (ইংরাজি) প্রবন্ধটি সাহায্যজনক।

১৩. ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্মের ক্ষেত্রে আপনি কিভাবে হিতোপদেশ ২২:৭ পদ প্রয়োগ করবেন?

১৩ হিতোপদেশ ২২:৭ পদ আমাদের বলে: “ঋণী মহাজনের দাস হয়।” নিজেদের অথবা আমাদের ভাইয়েদের এইরূপ দাসের অবস্থানে স্থাপন করা আমাদের জন্য প্রায়ই অজ্ঞতার কাজ। যখন কেউ আমাদের ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্মের জন্য টাকা ধার দিতে বলে, তখন টাকা পরিশোধ করার জন্য তার ক্ষমতা সম্পর্কে বিবেচনা করা পরামর্শযোগ্য হবে। তিনি কি নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য হিসাবে পরিচিত? অবশ্য, আমাদের উপলব্ধি করা উচিত যে এইরূপ ঋণ দেওয়ার অর্থ টাকা হারানো হতে পারে কারণ অনেক ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্ম বিফল হয়। শুধুমাত্র একটি লিখিত ব্যবসায়িক চুক্তি এক সফল ঝুঁকিপূর্ণ ব্যবসার ক্ষেত্রে নিশ্চয়তা নিয়ে আসে না। আর নিশ্চিতভাবে তিনি যতটুকু হারাতে সমর্থ তার চেয়ে বেশি একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রদান করার ঝুঁকি গ্রহণ করা কারও জন্য বিজ্ঞতার কাজ হবে না।

১৪. কেন আমাদের বিচক্ষণতা দেখানো প্রয়োজন যদি আমরা একজন সহখ্রীষ্টানকে টাকা ধার দিয়ে থাকি যার ব্যবসা বিফল হয়েছে?

১৪ আমাদের বিচক্ষণতা দেখানো প্রয়োজন যদি আমরা ব্যবসার উদ্দেশ্যে একজন খ্রীষ্টানকে টাকা ঋণ দিয়ে থাকি এবং কোন অসৎ আদানপ্রদানগুলি জড়িত না থাকা সত্ত্বেও লোকসান হয়। যদি ব্যবসায়িক বিফলতার জন্য আমাদের সহবিশ্বাসী যিনি টাকা ধার করেছিলেন তিনি দায়ী না হন, তবে আমরা কি বলতে পারি যে আমরা ভুল ছিলাম? না, কারণ আমরা স্বেচ্ছায় ঋণ দিয়েছিলাম, সম্ভবত আমরা এর উপর সুদ সংগ্রহও করেছি এবং অসৎ কোন কিছুই ঘটেনি। যেহেতু কোন অসততা ছিল না, তাই ধার গ্রহণকারী ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের কোন ভিত্তি আমাদের নেই। একজন সৎ সহখ্রীষ্টানকে অভিযুক্ত করে কী মঙ্গল সাধিত হতে পারে যাকে সৎ-অভিপ্রায়যুক্ত ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্মে বিফল হওয়ার কারণে দেউলিয়া ঘোষিত হতে হয়েছে?—১ করিন্থীয় ৬:১.

১৫. দেউলিয়া ঘোষিত হলে কোন্‌ বিষয়গুলি বিবেচনা করা প্রয়োজন?

১৫ যারা ব্যবসায় বিফল হয়েছে তারা কখনও কখনও দেউলিয়া ঘোষিত হওয়ার দ্বারা মুক্তি পাওয়ার চেষ্টা করে থাকে। যেহেতু খ্রীষ্টানেরা ঋণ সম্পর্কে অবহেলাকারী হয় না, এমনকি কিছু ঋণ থেকে আইনতভাবে মুক্ত হওয়ার পরও কয়েকজন বাতিলকৃত ঋণ পরিশোধ করতে চেষ্টা করার নীতিগত বাধ্যতা অনুভব করেছে যদি পাওনাদারেরা সেই পরিশোধ গ্রহণ করে। কিন্তু কী হবে যদি একজন ধার গ্রহণকারী ব্যক্তি তার ভাইয়ের টাকা লোকসান করেন এবং তারপর বিলাসবহুলভাবে জীবনযাপন করেন? অথবা কী হবে যদি ধার গ্রহণকারী ব্যক্তি যা ঋণ করেছিলেন তা পরিশোধ করার মত পর্যাপ্ত টাকা পান অথচ তার ভাইয়ের আর্থিক বিষয়ের প্রতি তার যে নৈতিক দায়িত্ব আছে তা উপেক্ষা করেন? তখন মণ্ডলীতে দায়িত্বপূর্ণ পদে সেবা করতে ধার গ্রহণকারী ব্যক্তির যোগ্যতা সম্পর্কে প্রশ্নগুলি উঠবে।—১ তীমথিয় ৩:৩, ৮; দেখুন প্রহরীদুর্গ (ইংরাজি) সেপ্টেম্বর ১৫, ১৯৯৪, পৃষ্ঠা ৩০-১.

যদি প্রতারণার বিষয় হয় তাহলে কী?

১৬. কোন্‌ পদক্ষেপগুলি হয়ত নেওয়া যেতে পারে যদি আমরা নিজেদের ব্যবসায়িক প্রতারণার স্বীকার বলে মনে করি?

১৬ বিচক্ষণতা আমাদের উপলব্ধি করতে সাহায্য করে যে সমস্ত বিনিয়োগ থেকে মুনাফা আসে না। তথাপি কী হবে যদি প্রতারণা এর সাথে জড়িত থাকে? প্রতারণা হল “কাউকে তার কিছু মূল্যবান জিনিস হাতছাড়া অথবা আইনত অধিকার ত্যাগ করতে প্ররোচিত করার উদ্দেশ্যে প্রবঞ্চনা, ছলনা অথবা সত্যের বিকৃতির উদ্দেশ্যপূর্ণ ব্যবহার।” যীশু খ্রীষ্ট যে পদক্ষেপগুলি উল্লেখ করেছিলেন তা যখন একজন ব্যক্তি মনে করেন যে তিনি সহউপাসকের দ্বারা প্রতারিত হয়েছেন তখন হয়ত গ্রহণ করা যেতে পারে। মথি ১৮:১৫-১৭ পদ অনুসারে যীশু বলেছিলেন: “যদি তোমার ভ্রাতা তোমার নিকটে কোন অপরাধ করে, তবে যাও, যখন কেবল তোমাতে ও তাহাতে থাক, তখন সেই দোষ তাহাকে বুঝাইয়া দেও। যদি সে তোমার কথা শুনে, তুমি আপন ভ্রাতাকে লাভ করিলে। কিন্তু যদি সে না শুনে, তবে আর দুই এক ব্যক্তিকে সঙ্গে লইয়া যাও, যেন ‘দুই কিম্বা তিন জন সাক্ষীর মুখে সমস্ত কথা নিষ্পন্ন হয়।’ আর যদি সে তাহাদের কথা অমান্য করে, মণ্ডলীকে বল; আর যদি মণ্ডলীর কথাও অমান্য করে, সে তোমার নিকটে পরজাতীয় লোকের ও করগ্রাহীর তুল্য হউক।” যীশু এর পরে যে উদাহরণটি দিয়েছিলেন তা ইঙ্গিত করে যে, এমন পাপগুলির কথা তাঁর মনে ছিল যার সাথে আর্থিক বিষয়গুলি জড়িত ছিল, প্রতারণাও যার অন্তর্ভুক্ত।—মথি ১৮:২৩-৩৫.

১৭, ১৮. যদি একজন স্বীকৃত খ্রীষ্টান আমাদের প্রতারিত করে, তবে বিচক্ষণতা কিভাবে আমাদের রক্ষা করবে?

১৭ অবশ্যই, মথি ১৮:১৫-১৭ পদে উল্লেখিত পদক্ষেপগুলি গ্রহণ করার কোন শাস্ত্রীয় ভিত্তি থাকবে না যদি প্রতারণার কোন প্রমাণ এমনকি কোন ইঙ্গিতও না থাকে। তথাপি, কী হবে যদি একজন স্বীকৃত খ্রীষ্টান আমাদের প্রকৃতই প্রতারিত করে থাকে? বিচক্ষণতা আমাদের এমন পদক্ষেপ গ্রহণ করা থেকে রক্ষা করবে যা হয়ত মণ্ডলীকে অপ্রীতিকর অবস্থায় ফেলতে পারে। পৌল সহখ্রীষ্টানদের উপদেশ দিয়েছিলেন ভাইয়েদের আদালতে নিয়ে যাওয়ার পরিবর্তে বরং নিজেদের ক্ষতি স্বীকার করতে এবং এমনকি প্রতারিত হতে দেওয়া ভাল।—১ করিন্থীয় ৬:৭.

১৮ আমাদের অকৃত্রিম ভাই এবং বোনেরা মায়াবী বর্‌-যীশুর মত ‘ছলে ও দুষ্টামিতে পরিপূর্ণ’ নয়। (প্রেরিত ১৩:৬-১২) অতএব আসুন আমরা বিচক্ষণতাকে ব্যবহার করি যখন সহবিশ্বাসীরা জড়িত আছে এমন ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্মগুলিতে টাকা লোকসান হয়। আমরা যদি আইনত পদক্ষেপ গ্রহণ করার বিষয়ে চিন্তা করি, তাহলে ব্যক্তিগতভাবে আমাদের, অন্য ব্যক্তি বা ব্যক্তিদের, মণ্ডলীর এবং বাইরের লোকেদের উপর সম্ভাব্য প্রভাবগুলি সম্বন্ধে আমাদের বিবেচনা করা উচিত। ক্ষতিপূরণ পাওয়ার চেষ্টা করা আমাদের অধিক সময়, শক্তি এবং অন্যান্য সম্পদগুলির অপচয় করতে পারে। এটি হয়ত কেবল উকিল এবং অন্যান্য পেশাজীবিদের ধনবান করতে পারে। দুঃখের বিষয় যে, কিছু খ্রীষ্টানেরা এই বিষয়গুলিতে অত্যধিকভাবে নিমগ্ন হওয়ার দরুন ঐশিক সুযোগগুলিকে বিসর্জন দিয়েছে। এইভাবে আমাদের বিপথগামী হওয়া অবশ্যই শয়তানকে সুখী করে, কিন্তু আমরা যিহোবার চিত্তকে আনন্দিত করতে চাই। (হিতোপদেশ ২৭:১১) অপরপক্ষে, লোকসান স্বীকার করা হয়ত আমাদের মর্মবেদনা এড়াতে এবং আমাদের ও প্রাচীনদের জন্য অধিক সময় বাঁচাতে পারে। এটি মণ্ডলীর শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং আমাদের রাজ্যকে প্রথম স্থানে রাখতে সক্ষম করবে।

বিচক্ষণতা এবং সিদ্ধান্ত-গ্রহণ

১৯. আধ্যাত্মিক বিচক্ষণতা এবং প্রার্থনা আমাদের জন্য কী করতে পারে যখন আমরা কঠিন সিদ্ধান্তগুলি গ্রহণ করছি?

১৯ আর্থিক অথবা ব্যবসায়িক বিষয়গুলি সম্বন্ধে সিদ্ধান্ত গ্রহণ করা কিছুটা কঠিন হতে পারে। কিন্তু আধ্যাত্মিক বিচক্ষণতা আমাদের বিষয়গুলিকে মূল্যায়ন করতে এবং বিজ্ঞ সিদ্ধান্ত গ্রহণ করতে সাহায্য করতে পারে। অধিকন্তু, প্রার্থনাপূর্বক যিহোবার উপর নির্ভরতা আমাদের জন্য “ঈশ্বরের শান্তি” নিয়ে আসতে পারে। (ফিলিপীয় ৪:৬, ৭) এটি হল স্থিরতা এবং প্রশান্তি যা যিহোবার সাথে এক ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক থেকে উদ্ভূত হয়। নিশ্চিতভাবে এইরূপ শান্তি আমাদের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে যখন আমরা কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হই।

২০. ব্যবসায়িক বিষয় এবং মণ্ডলী সংক্রান্ত বিষয়সমূহ যখন সম্পর্কিত তখন সেই পরিপ্রেক্ষিতে আমাদের কী করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হওয়া উচিত?

২০ আসুন আমরা দৃঢ়সংকল্পবদ্ধ হই যে ব্যবসায়িক বিবাদকে আমরা আমাদের অথবা মণ্ডলীর শান্তিকে নষ্ট করে দিতে দেব না। আমাদের মনে রাখা প্রয়োজন যে খ্রীষ্টীয় মণ্ডলী আমাদের আধ্যাত্মিকভাবে সাহায্য করতে কাজ করে, বাণিজ্যিক লাভের জন্য একটি কেন্দ্র হিসাবে সেবা করতে নয়। ব্যবসায়িক বিষয়গুলিকে সর্বদাই মণ্ডলীর কার্যক্রমগুলি থেকে পৃথক রাখা উচিত। ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্মগুলি শুরু করার সময়ে আমাদের বিচক্ষণতা এবং সতর্কতা ব্যবহার করা প্রয়োজন। আর আসুন আমরা এইরূপ বিষয়গুলির প্রতি এক ভারসাম্যমূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখি এবং রাজ্যের আগ্রহকে প্রথম স্থানে রাখার চেষ্টা করি। সহউপাসকেরা জড়িত আছেন এমন ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক কর্ম যদি বিফল হয়, তবে আসুন আমরা সংশ্লিষ্ট সকলের জন্য যা ভাল তা করার চেষ্টা করি।

২১. আমরা কিভাবে বিচক্ষণতা ব্যবহার করতে এবং ফিলিপীয় ১:৯-১১ পদের সাথে মিল রেখে কাজ করতে পারি?

২১ আর্থিক বিষয়গুলি এবং অন্যান্য গুরুত্বহীন বিষয়গুলি সম্পর্কে অত্যধিক উদ্বিগ্ন হওয়ার পরিবর্তে, আসুন আমরা সকলে বিচক্ষণতায় মনোনিবেশ করি, ঈশ্বরের পরিচালনার জন্য প্রার্থনা করি এবং রাজ্যের আগ্রহকে প্রথম স্থানে রাখি। পৌলের প্রার্থনার সাথে মিল রেখে, ‘যেন আমাদের প্রেম তত্ত্বজ্ঞানে ও সূক্ষ্মচৈতন্যে উপচিয়া পড়ে যাতে করে আমরা যাহা যাহা ভিন্ন প্রকার তাহা পরীক্ষা করিয়া চিনিতে পারি যেন বিঘ্নস্বরূপ না হই অন্যদের’ অথবা আমাদের নিজেদের জন্য। এখন সেই খ্রীষ্ট রাজা তাঁর স্বর্গীয় সিংহাসনে আসীন রয়েছেন, আসুন আমরা জীবনের প্রত্যেক বিষয়ে আধ্যাত্মিক বিচক্ষণতা প্রদর্শন করি। আর ‘আমরা যেন ধার্মিকতার সেই ফলে পূর্ণ হই, যাহা যীশু খ্রীষ্ট দ্বারা পাওয়া যায়, এইরূপে যেন আমাদের ঈশ্বরের গৌরব ও প্রশংসা হয়,’ সার্বভৌম প্রভু যিহোবার।—ফিলিপীয় ১:৯-১১.

আপনি কিভাবে সাড়া দেবেন?

◻ বিচক্ষণতা কী?

◻ কেন খ্রীষ্টানদের মধ্যে ব্যবসায়িক আদানপ্রদানগুলি সম্পর্কে বিচক্ষণতা দেখানোর বিশেষ প্রয়োজন রয়েছে?

◻ কিভাবে বিচক্ষণতা আমাদের সাহায্য করতে পারে যদি আমরা মনে করি যে একজন সহবিশ্বাসী আমাদের প্রতারিত করেছেন?

◻ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিচক্ষণতার কোন্‌ ভূমিকা পালন করা উচিত?

[১৮ পৃষ্ঠার চিত্র]

ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থানে রাখা সম্বন্ধে যীশুর পরামর্শ প্রয়োগ করতে বিচক্ষণতা আমাদের সাহায্য করবে

[২০ পৃষ্ঠার চিত্র]

ব্যবসায়িক চুক্তিগুলি সর্বদাই লিখিত রাখুন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার