ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৭ ৪/১ পৃষ্ঠা ২৯
  • যিহোবার সাক্ষীরা আন্তর্জাতিক সম্মেলনগুলি অনুষ্ঠিত করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার সাক্ষীরা আন্তর্জাতিক সম্মেলনগুলি অনুষ্ঠিত করে
  • ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ২০০৩ সালে আন্তর্জাতিক সম্মেলনগুলো
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যিহোবা তাঁর আনন্দিত লোকেদের একত্রিত করেন
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • বার্ষিক সম্মেলন—প্রেম দেখানোর সুযোগ
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
  • ১৯৯৮ সালের “জীবনের জন্য ঈশ্বরের পথ” জেলা সম্মেলনগুলি
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৭ ৪/১ পৃষ্ঠা ২৯

যিহোবার সাক্ষীরা আন্তর্জাতিক সম্মেলনগুলি অনুষ্ঠিত করে

যিহোবার সাক্ষীদের পরিচালক গোষ্ঠী ১৯৯৮ সালে আন্তর্জাতিক সম্মেলনগুলি অনুষ্ঠিত করার পরিকল্পনা করছে। ১৯৯৬ সালের ৫ই অক্টোবর শনিবার, জার্সি শহরের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অফ পেনসিলভেনিয়ার বার্ষিক সভায় কৃত এই ঘোষণাটি এক উদ্দীপনামূলক সাড়া প্রদানের মাধ্যমে গৃহীত হয়েছিল।

সাধারণ জেলা সম্মেলনগুলির সাথে, ১৯৯৮ সালের মাঝামাঝি সময়ে উত্তর আমেরিকায় বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রত্যাশা করা হচ্ছে যে এই সমাবেশগুলি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে শত সহস্র সাক্ষীদের একত্রিত করবে। যত বেশি দেশগুলিকে সম্ভব প্রতিনিধিত্ব করতে সুযোগ দেওয়ার জন্য ওয়াচ টাওয়ার সোসাইটির ১০০টিরও বেশি শাখা দপ্তরের প্রত্যেকটির থেকে উত্তর আমেরিকার নির্ধারিত আন্তর্জাতিক সম্মেলন শহরের জন্য নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধিরা থাকবে।

স্পষ্টতই, যারা উত্তর আমেরিকায় যেতে চায় তাদের সকলে তা করতে সমর্থ হবে না। যাইহোক, হাজার হাজার লোকের পক্ষে তাদের বাড়ির কাছাকাছি কোন এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করা হয়ত সম্ভব হবে। আন্তর্জাতিক সম্মেলনগুলি, ইউরোপের দুই অথবা তিনটি দেশে এবং অন্যান্যগুলি আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ক্যারিবিয়ানে অনুষ্ঠিত করার জন্য ব্যবস্থাদি করা হচ্ছে।

উপযুক্ত সময়ে, সোসাইটির শাখা দপ্তরগুলি মণ্ডলীগুলিকে তাদের নিজস্ব এলাকায় সম্মেলন শহর বা শহরগুলি সম্বন্ধে পরামর্শ দেবে যেখানে তারা আমন্ত্রিত হবে। সম্মেলনের তারিখ এবং প্রতিনিধি নির্বাচনের জন্য ব্যবস্থাদি সম্বন্ধে তথ্য দেওয়া হবে। প্রতিনিধি নির্বাচনের জন্য যারা আবেদনপত্র ভর্তি করার কথা ভাবছেন তারা হয়ত এই বিশেষ ঘটনাগুলির প্রত্যাশ্যায় তাদের কিছু অর্থ তহবিল সংরক্ষণ করতে শুরু করার জন্য ইচ্ছুক হতে পারেন।

পৃথিবীব্যাপী যিহোবার সাক্ষীদের সকলে ১৯৯৮ সালের এই আন্তর্জাতিক সমাবেশগুলিতে কী সঞ্চিত আছে তার জন্য সম্মুখে তাকাতে পারে। সমস্ত দেশের জেলা সম্মেলনগুলিতেও অনুরূপ কার্যক্রম থাকবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার