খ্রিস্টীয় জীবনযাপন
বার্ষিক সম্মেলন—প্রেম দেখানোর সুযোগ
কেন আমরা আমাদের বার্ষিক সম্মেলনগুলো এত উপভোগ করে থাকি? এর একটা কারণ হল, প্রাচীন কালে ইজরায়েলীয়দের মতো বর্তমানেও সম্মেলনের সময় আমাদের শত শত আর এমনকী হাজার হাজার সহউপাসকের সঙ্গে যিহোবার উপাসনা করার সুযোগ থাকে। আরেকটা কারণ হল, আমরা সেখানে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক খাবার উপভোগ করে থাকি। এ ছাড়া, আমরা আমাদের পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি।
আমরা যখন ভাই-বোনদের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাই, তখন শুধুমাত্র নিজের বিষয়ে নয় বরং অন্যদের প্রতি কীভাবে প্রেম দেখানো যায়, তা নিয়েও আমাদের চিন্তা করা উচিত। (গালা ৬:১০; ইব্রীয় ১০:২৪, ২৫) আমরা হয়তো কোনো ভাই বা বোনের জন্য দরজা খুলে দিতে পারি এবং যতগুলো আসনের প্রয়োজন রয়েছে, ততগুলোই সংরক্ষণ করতে পারি। আর এভাবে আমরা অন্যদের প্রতি বিবেচনা দেখাতে পারি। (ফিলি ২:৩, ৪) সম্মেলনের সময় আমাদের নতুন বন্ধু তৈরি করার সুযোগ থাকে। কার্যক্রম শুরু হওয়ার আগে, পরে এবং দুপুরের বিরতির সময় আমরা কোনো অপরিচিত ভাই অথবা বোনের সঙ্গে কথা বলতে পারি। (২করি ৬:১৩) সেই সময় আমরা এমন বন্ধুদের পেতে পারি, যারা নতুন জগতেও আমাদের সঙ্গে থাকতে পারে! সবচেয়ে বড়ো বিষয়টা হল, যখন জগতের লোকেরা আমাদের প্রকৃত প্রেম প্রকাশ করতে দেখবে, তখন তারাও হয়তো আমাদের সঙ্গে যিহোবার উপাসনা করার সিদ্ধান্ত নিতে পারে।—যোহন ১৩:৩৫.
“প্রেম কখনও শেষ হয় না”! আন্তর্জাতিক সম্মেলন শিরোনামের ভিডিওটা দেখুন আর এরপর এই প্রশ্নগুলোর উত্তর দিন:
২০১৯ সালের আন্তর্জাতিক সম্মেলনে যোগদানকারীদের প্রতি কীভাবে প্রেম দেখানো হয়েছিল?
যিহোবার লোকদের মধ্যে থাকা একতা ও প্রেম কেন এতটা উল্লেখযোগ্য?
পরিচালকগোষ্ঠীর সদস্যরা খ্রিস্টীয় প্রেমের কোন কোন দিক নিয়ে আলোচনা করেছিলেন?
কীভাবে আপনি সম্মেলনের সময় ভাই-বোনদের প্রতি আরও বেশি প্রেম দেখাতে পারেন?
খ্রিস্টীয় প্রেম কীভাবে জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় থাকা আমাদের ভাই-বোনদের একতাবদ্ধ করেছিল?
আমাদের কী করার জন্য দৃঢ়সংকল্পবদ্ধ হওয়া উচিত?