চরম দুর্দশার সময়ে রক্ষা পাওয়া
কোরিয়ার সিওলে, পাঁচ-তলাবিশিষ্ট বিপণি কেন্দ্রটি হঠাৎ ভেঙ্গে পড়ে ছিল এবং শত শত লোক ভিতরে আটকা পড়ে গিয়েছিল! উদ্ধার কর্মীরা দিবারাত্র পরিশ্রম করে যতগুলি সম্ভব জীবন রক্ষা করেছিলেন। যতই দিন অতিবাহিত হয়েছিল, কংক্রীট এবং ইস্পাত স্তূপের নিচে কবরপ্রাপ্ত আর কোন জীবিত ব্যক্তিদের খুঁজে পাওয়ার আশা ততই হ্রাস পেয়েছিল।
যখন সমস্ত আশা ছেড়ে দেওয়া হয়েছিল, ঠিক তখন বিস্ময়কর কিছু ঘটেছিল। ধ্বংসস্তূপের নিচ থেকে একটি ক্ষীণ আর্তনাদ শোনা গিয়েছিল। উদ্ধারকারীরা, ১৯ বছর বয়সের মেয়ে, যে দীর্ঘ ১৬ দিন জীবিত অবস্থায় কবরপ্রাপ্ত ছিল, তাকে উদ্ধার করার জন্য খালি হাতে জঞ্জাল সরাতে শুরু করেছিলেন। ভাঙা লিফটের খাড়া পথটি তার উপর প্রতিরক্ষামূলক গুহা গঠন করেছিল এবং কয়েক টন পতিত কংক্রীট থেকে তাকে রক্ষা করেছিল। মারাত্মক জলশূন্যতা এবং ক্ষত হওয়া সত্ত্বেও, সে মৃত্যু থেকে বেঁচে গিয়েছিল।
বর্তমানে, ভূমিকম্প, প্রচণ্ড ঝড়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, দুর্ঘটনা অথবা দুর্ভিক্ষ যাই হোক না কেন, কিছু বিপর্যয়ের বিবৃতি ব্যতিরেকে কদাচিৎ একটি মাস কাটে। আর উদ্ধার ও পরিত্রাণের দৃষ্টি আকর্ষণীয় কাহিনীগুলি কোটি কোটি লোক যারা খবর রাখে তাদের মধ্যে কৌতুহল ও আকর্ষণ জাগিয়ে তোলে। কিন্তু, আগতপ্রায় এক চরম দুর্দশার সতর্কবাণী—যা মানব ইতিহাসের সবচাইতে বেশি ভয়ংকর—তা সর্বজনীনভাবে উপেক্ষিত হয়েছে। (মথি ২৪:২১) বাইবেল এই আগতপ্রায় ঘটনাটিকে এই বাক্যগুলির দ্বারা বর্ণনা করে: “দেখ, এক জাতির পরে অন্য জাতির প্রতি অমঙ্গল উপস্থিত হইবে, এবং পৃথিবীর প্রান্ত হইতে প্রচণ্ড ঘূর্ণ্যবায়ু উঠিবে। তৎকালে সদাপ্রভুর নিহত লোক সকল পৃথিবীর এক প্রান্ত হইতে পৃথিবীর অন্য প্রান্ত পর্য্যন্ত দেখা যাইবে; কেহ তাহাদের নিমিত্ত বিলাপ করিবে না, এবং তাহাদিগকে সংগ্রহ করা কি কবর দেওয়া যাইবে না, তাহারা ভূমির উপরে সারের ন্যায় পতিত থাকিবে।”—যিরমিয় ২৫:৩২, ৩৩.
চমকপ্রদ বাক্যগুলি! কিন্তু প্রাকৃতিক বিপর্যয় এবং দুর্ঘটনাগুলির বৈসাদৃশ্যে, এই চরম দুর্দশা নির্বিশেষে সকলকে হত্যা করবে না। বস্তুতপক্ষে, পরিত্রাণ—আপনার পরিত্রাণ—সম্ভব!
এক জরুরী সময়
এই বিষয়টি সম্পূর্ণভাবে উপলব্ধি করতে হলে, একজনকে অবশ্যই বুঝতে হবে যে এই বিশ্বব্যাপী চরম দুর্দশা আদৌ ঘটবে কেন। বাস্তবিকপক্ষে, এটিই হচ্ছে মানবজাতির সমস্যাগুলির একমাত্র প্রকৃত সমাধান। খুব কমই লোকই আজকে নিরাপদ ও সুরক্ষা বোধ করে। বিজ্ঞানের সর্বোত্তম প্রচেষ্টাগুলি সত্ত্বেও, সংক্রামক রোগগুলি পৃথিবীর অধিবাসীদের ক্রমাগত আক্রমণ করছে। ধর্মীয়, উপজাতিগত এবং রাজনৈতিক বৈষম্যতার ফলস্বরূপ যুদ্ধগুলি হাজার হাজার মানব জীবন নিয়ে নেয়। সেই সাথে দুর্ভিক্ষ নিরীহ পুরুষ, নারী এবং সন্তানদের জন্য দারিদ্রতা এবং কষ্টভোগ নিয়ে আসে। নৈতিক অবক্ষয় সমাজের মূল ভিত্তিকে ক্রমে ক্রমে ধ্বংস করে; এমনকি সন্তানেরাও কলুষিত হয়ে গিয়েছে।
এক উল্লেখযোগ্য সঠিকতা সহ, আমাদের অবস্থা সম্বন্ধে বর্ণনা করে এমন একটি বাইবেল ভবিষ্যদ্বাণী ১,৯০০ বছর পূর্বে লিখিত হয়েছে। এটি বলে: “তুমি অবশ্যই উপলব্ধি করবে যে শেষের দিনগুলি বিপজ্জনক সময় হবে।”—২ তীমথিয় ৩:১, দ্যা নিউ টেস্টামেন্ট ইন মডার্ণ ইংলিশ, জে. বি. ফিলিপস্ কর্তৃক অনুবাদিত; মথি ২৪:৩-২২ পদের সাথে তুলনা করুন।
আপনার কাছে কি এটি যুক্তিসংগত বলে মনে হয় যে একজন প্রেমময় ঈশ্বর আমাদের অবস্থার প্রতি উদাসীন হবেন। বাইবেল বলে: “ঈশ্বর, যিনি পৃথিবীকে সংগঠন করিয়া নির্ম্মাণ করিয়াছেন, . . . অনর্থক সৃষ্টি না করিয়া [তিনি] বাসস্থানার্থে নির্ম্মান করিয়াছেন।” (যিশাইয় ৪৫:১৮) হ্যাঁ, এই সুন্দর গ্রহের ধ্বংস এবং এর সমস্ত অধিবাসীর শেষ হওয়াকে অনুমোদন করার চেয়ে বরঞ্চ, ঈশ্বর হস্তক্ষেপ করবেন। প্রশ্ন হল, কিভাবে তিনি সেটি করবেন?
জীবন মনোনয়ন করুন!
গীতসংহিতা ৯২:৭ পদে বাইবেল উত্তর দেয়: “দুষ্টগণ যখন তৃণের ন্যায় অঙ্কুরিত হয়, অধর্ম্মাচারী সকলে যখন প্রফুল্ল হয়, তখন তাহাদের চির-বিনাশের জন্য সেইরূপ হয়।” পৃথিবীর সমস্যাগুলির ক্ষেত্রে ঈশ্বরের সমাধান হল দুষ্টতাকে সরিয়ে দেওয়া। আনন্দের বিষয় যে, এর অর্থ এটি বোঝায় না যে সকল লোকেদের সরিয়ে দেওয়ার প্রয়োজন আছে। গীতসংহিতা ৩৭:৩৪ পদ আমাদের নিশ্চয়তা দেয়: “সদাপ্রভুর অপেক্ষায় থাক, তাঁহার পথে চল; তাহাতে তিনি তোমাকে দেশের অধিকার ভোগের জন্য উন্নত করিবেন; দুষ্টগণের উচ্ছেদ হইলে তুমি তাহা দেখিতে পাইবে।”
এই বাক্যগুলি ইঙ্গিত করে যে সর্ববৃহৎ চরম দুর্দশা যা মানবজাতির প্রতি কখনও ঘটবে তার মধ্যে থেকে রক্ষা পাওয়ার সুযোগ আছে। ঈশ্বর আমাদের মনোনয়ন করার এক সুযোগ দিয়েছেন। প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করার জন্য প্রস্তুত হওয়ার সময় মোশি যে বাক্যগুলির দ্বারা ইস্রায়েলীয়দের উদ্বুদ্ধ করেছিলেন তা আজ আমাদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য: “আমি তোমার সম্মুখে জীবন ও মৃত্যু, আশীর্ব্বাদ ও শাপ রাখিলাম। অতএব জীবন মনোনীত কর, যেন তুমি সবংশে বাঁচিতে পার।” (দ্বিতীয় বিবরণ ৩০:১৯) কিন্তু ঠিক কিভাবে একজন “জীবন মনোনীত” করতে এবং রক্ষা পেতে পারে? বাস্তবিকপক্ষে প্রকৃত পরিত্রাণ বলতে কী বোঝায়?
[২ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
COVER: Explosion: Copyright © Gene Blevins/Los Angeles Daily News
[৩ পৃষ্ঠার চিত্র সৌজন্যে]
Yunhap News Agency/Sipa Press