আপনি কি একজন আশাবাদী অথবা নৈরাশ্যবাদী?
“তখন সবচেয়ে সুসময় ছিল আবার ছিল সবচেয়ে দুঃসময়, . . . তখন আশার বসন্তকাল ছিল আর ছিল হতাশার শীতকাল, আমাদের সামনে সবকিছুই ছিল কিন্তু আবার কিছুই ছিল না।” চার্লস ডিকেন্সের সাহিত্যকর্মের শ্রেষ্ঠ অবদান, দুটি শহরের গল্প (ইংরাজি) নামক বইয়ের প্রারম্ভিক বাক্যগুলি, দক্ষতার সাথে তুলনা করে যে কিভাবে বিভিন্ন ঘটনা আমাদের চিন্তা, অনুভূতি এবং দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করতে পারে।
উল্লেখিত দুটি শহর ছিল ফরাসী বিপ্লবের চরম বিক্ষোভপূর্ণ সময়কালের লন্ডন ও প্যারিস। অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সের নিপীড়িত নাগরিকদের কাছে, মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে বিপ্লব ঘোষণা বাস্তবিকই “আশার বসন্তকাল” ছিল। কিন্তু বিপ্লবের পূর্বের শাসনতন্ত্র অথবা বিদায়ী রাজনৈতিক ব্যবস্থার জন্য তা ছিল মৃত্যু ও ধ্বংসের দিকে পরিচালনাকারী “হতাশার শীতকাল।”
আশাবাদ অথবা নৈরাশ্যবাদ? এর সমস্ত কিছুই নির্ভর করেছিল আপনি কোন্ পক্ষে তার উপর। আর এখনও ঠিক তাই।
আত্ম-পরীক্ষার সময়
আপনি কি একজন আশাবাদী? আপনি কি জীবনের উজ্জ্বল দিকগুলি দেখেন, সর্বদা সর্বোত্তম বিষয়গুলির প্রত্যাশা করেন? অথবা ভবিষ্যতের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে, সর্বোৎকৃষ্ট বিষয়টির আশা করে আবার একই সাথে অশুভ কিছুর প্রত্যাশা করার দ্বারা আপনার নৈরাশ্যবাদী হওয়ার প্রবণতা রয়েছে?
ষাট বছর আগে আমেরিকার ঔপন্যাসিক জেমস ব্রান্চ ক্যাবেল, দুটি বিপরীতধর্মী দর্শনবাদকে এইভাবে বর্ণনা করেছিলেন: “আশাবাদী প্রচার করেন যে সম্ভাব্য সমস্ত মানব সমাজের মধ্যে সবচেয়ে উত্তম পরিস্থিতিতে আমরা বাস করি; আর নৈরাশ্যবাদী এই সত্যকে ভয় পান।” যদি আপনি এই দৃষ্টিভঙ্গিকে কিছুটা বিশ্বনিন্দকের মত মনে করেন, তাহলে নিম্নে উপস্থাপিত আজকের বিশ্বের কেবল তিনটি দিকের সপক্ষ ও বিপক্ষের যুক্তিসমূহ পরীক্ষা করুন। তারপর আপনার প্রতিক্রিয়া বিশ্লেষণ করুন আর নিজেকে জিজ্ঞাসা করুন, ‘আমি কি একজন আশাবাদী অথবা নৈরাশ্যবাদী?’
স্থায়ী শান্তি: কতগুলি সমস্যাসংকুল স্থানের নাম আপনি বলতে পারেন? আয়ারল্যান্ড, পূর্বতন যুগোস্লাভিয়া, মধ্যপ্রাচ্য, বুরুণ্ডি, রুয়াণ্ডা—এগুলির কথা খুব শীঘ্রই মনে আসে। বিশ্বব্যাপী স্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য এগুলি ও অন্যান্য সংগ্রামগুলি কি কখনও মেটানো যেতে পারে? বিশ্ব কি শান্তির দিকে ধাবিত হচ্ছে?
অর্থনৈতিক স্থিরতা: ১৯৯৯ সালের মধ্যে আর্থিক ঐক্য আনার লক্ষ্যে ইউরোপীয় সংঘের সদস্যভুক্ত দেশগুলি গুরুতরভাবে মুদ্রাস্ফীতি ও জনগণের কাছ থেকে ঋণ গ্রহণের সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে। অন্যত্র, দুর্নীতি আমেরিকা ও আফ্রিকার অনেক জাতিগুলির অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে, যেখানে মুদ্রাস্ফীতি প্রায় দুরূহ বোঝা চাপিয়ে দেয় আর উপজাতিগত সমস্যাগুলি এখনও লোকেদের বিভক্ত করে। বিশ্বের অর্থনৈতিক স্থিরতা কি একেবারে নিকটে?
বেকারত্ব: ১৯৯৭ সালে জাতীয় নির্বাচনের সময় ব্রিটিশ গির্জাগুলি, সকল রাজনৈতিক দলের কাছে চাকুরিতে পূর্ণ নিয়োগের বিষয়টিকে তাদের বিষয়সূচিতে অগ্রাধিকার দিতে অনুরোধ করার জন্য একত্রিত হয়েছিল। কিন্তু, বিশ্বের প্রায় ৩০ শতাংশ দক্ষ কর্মী যেখানে বেকার অথবা আংশিকভাবে নিযুক্ত, সেখানে কি স্থায়ী চাকুরিতে পূর্ণ নিয়োগের ব্যবস্থা করা যেতে পারে—বিশেষ করে যুবকদের জন্য?
নৈরাশ্যবাদী হয়ে পড়া কতই না সহজ! তথাপি, এক উজ্জ্বল দিক রয়েছে আর কিভাবে এক আশাবাদী দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সম্ভব, তা বিবেচনা করার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
[৩ পৃষ্ঠার চিত্র]
ফরাসী বিপ্লব
[সজন্যে]
বিশ্বের চিত্রমূলক ইতিহাস (ইংরাজি) নামক বইটি থেকে