ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w৯৯ ৯/১৫ পৃষ্ঠা ২৭-২৮
  • “যিহোবার সাক্ষিদের সম্বন্ধে আমার ধারণাই আপনারা পালটে দিয়েছেন”

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • “যিহোবার সাক্ষিদের সম্বন্ধে আমার ধারণাই আপনারা পালটে দিয়েছেন”
  • ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • প্রশ্ন বাক্স
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • প্রতিটি পরিস্থিতিতে রাজ্যের বীজ ছড়িয়ে দেওয়া
    ১৯৯৭ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w৯৯ ৯/১৫ পৃষ্ঠা ২৭-২৮

“যিহোবার সাক্ষিদের সম্বন্ধে আমার ধারণাই আপনারা পালটে দিয়েছেন”

পোল্যান্ডের একজন জেল কর্মকর্তা এই কথাগুলোই বলেছিলেন যখন তিনি ১৯৯৮ সালের ১৫ই অক্টোবরের প্রহরীদুর্গ পত্রিকায় যিহোবার সাক্ষিদের কাজ সম্বন্ধে একটা প্রবন্ধ পড়েন। প্রবন্ধটা ছিল “যখন পাষাণ হৃদয় সাড়া দেয়।” এতে বলা হয়েছিল যে কীভাবে সাক্ষিরা পোল্যান্ডের ভয়ুফ জেলে বন্দিদের কাছে সফলভাবে প্রচার করতে পেরেছিলেন।

১৯৯৮ সালের ১৩ই সেপ্টেম্বর ভয়ুফ জেলে একটা বিশেষ সভার আয়োজন করা হয়েছিল যাতে প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যাটা লোকেদের কাছে দেওয়ার আগে বন্দিদের হাতে তুলে দিতে পারা যায়। ওই সভাতে স্থানীয় সাক্ষি, বাপ্তিস্মিত ও অন্য আগ্রহী কিছু বন্দি এবং কিছু জেল কর্মকর্তাদের ডাকা হয়েছিল। সভায় যারা এসেছিলেন তাদের মধ্যে কয়েকজনের মন্তব্য এখানে দেওয়া হল।

ইয়ার্জি একজন যিহোবার সাক্ষি যিনি পাঁচ বছরেরও বেশি আগে ওই জেলে বাপ্তিস্ম নিয়েছিলেন, তিনি বলেছিলেন: “এখানকার আশেপাশের মণ্ডলীর ভাইরা আমাদের সাহায্য করার জন্য যে পরিশ্রম করেছেন সে বিষয়ে এই পত্রিকায় পড়ে আমি খুবই খুশি হয়েছি।” তিনি আরও বলেছিলেন: “আমি আরও উন্নতি করার চেষ্টা করে চলেছি আর আমি বুঝতে পারি যে যিহোবা আমাকে সাহায্য করেন।”

জেসওয়াফ নামের আরেকজন বন্দি জেলে প্রচার কাজ সম্বন্ধে বলেছিলেন: “উপস্থিত চারজন বন্দি বাপ্তিস্মের জন্য তৈরি হচ্ছেন এবং নতুন আগ্রহী বন্দিরা সভাগুলোতে নিয়মিত যোগ দিচ্ছেন। এই প্রবন্ধটা পড়ার পর জেলে আরও বেশি করে প্রচার করার জন্য আমাদের উৎসাহ বেড়ে গিয়েছে।” জেসওয়াফকে এখনও ১৯ বছর তার সাজা ভোগ করতে হবে কিন্তু তবুও তার মনোভাব কতই না ভাল!

ভয়ুফ জেলের বিষয়ে লেখা এই প্রবন্ধটা পড়ার পর জেলের একজন কর্মকর্তা বলেছিলেন: “এতে বিশেষকরে আমাদের সম্মান দেওয়া হয়েছে। আমি কখনও স্বপ্নেও ভাবিনি যে এই জেল সম্বন্ধে সারা বিশ্বে ১৩০টা ভাষায় এইরকম ভাল খবর ছাপা হবে। আমি আপনাদের পছন্দ করি এবং বন্দিদের ভালর জন্য আপনারা যে কঠোর চেষ্টা করে চলেছেন আমি অন্তর থেকে তার প্রশংসা করি।” আরেকজন কর্মকর্তা বলেছিলেন: “যিহোবার সাক্ষিদের সম্বন্ধে আমার ধারণাই আপনারা পালটে দিয়েছেন। আগে আমি মনে করতাম যে আপনারা ভীষণ গোঁড়া। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি যে আপনারা নীতি মেনে চলা লোক।”

ভয়ুফ জেলের পরিচালক মারেক গিভোস হাসিমুখে বলেছিলেন: “প্রথমে আমরা ভেবেছিলাম যে আপনারা বেশি কিছু করতে পারবেন না। আপনাদেরকে আমরা অন্যান্য ধর্মীয় দলগুলোর মতোই ভেবেছিলাম যারা কিছু ভাল কাজ করতে চান আর তাই বন্দিদেরকে বাইবেলের পথ দেখানোর কাজে লেগে পড়েছেন। কিন্তু যখন আমরা দেখি যে আপনাদের কাজের ফলাফল ভাল হচ্ছে তখন আমরা আপনাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব বলে ঠিক করি। আপনারা একটানা নয় বছর ধরে এখানে আসছেন আর এ পর্যন্ত আপনারা যা কিছু করেছেন তা সত্যিই প্রশংসনীয়।”

ভয়ুফ জেলের অন্যান্য বন্দিদের এই প্রবন্ধটা কেমন লেগেছিল? বন্দিদের আগ্রহ এত বেড়ে গিয়েছিল যে সাক্ষিরা জেলে পত্রিকা দিয়ে কুলোতে পারছিলেন না। জেল কর্মকর্তারাও আগ্রহ দেখিয়েছিলেন আর তাদের নিজেদের জন্য ৪০টা অতিরিক্ত কপি চেয়েছিলেন। এই বাড়তি চাহিদা পূরণ করার জন্য স্থানীয় মণ্ডলীগুলো জেলের ভাইদের কাছে আরও ১০০ কপি পত্রিকা পাঠিয়েছিল। এখন জেলের সভাগুলোতে আরও অনেক লোকেরা আসতে শুরু করেছেন।

পিয়োট হোডান নামে জেলের এক কর্মকর্তা যিহোবার সাক্ষিদের অনেক সাহায্য করেছিলেন। তিনি বলেছিলেন: “আমরা ঠিক করেছি যে এই প্রবন্ধটা আমাদের জেলের প্রত্যেকটা কাচের আলমারিতে সাজিয়ে রাখব। আমরা আশা করি যে সেই সব বন্দিরা যারা আপনাদের সঙ্গে এখনও বাইবেল অধ্যয়ন শুরু করেননি তারা এই পত্রিকাটা পড়বেন।”

সাক্ষিদের ভাল উদাহরণ এবং তাদের প্রচার কাজ করে চলা চমৎকার ফল উৎপন্ন করে চলেছে। বাপ্তিস্ম নেওয়ার জন্য তৈরি এমন ১৫ জন বন্দি ছাড়াও ২ জন কর্মকর্তা যিহোবার কাছে তাদের জীবন উৎসর্গ করেছেন আর অন্য একজন কর্মকর্তা বাইবেল অধ্যয়ন করতে চান। যে ভাইয়েরা ভয়ুফ জেলে প্রচার করছেন তারা তাদের সমস্ত সফলতার কৃতিত্ব যিহোবা ঈশ্বরকে দেন।—১ করিন্থীয় ৩:৬, ৭ পদের সঙ্গে তুলনা করুন।

[২৮ পৃষ্ঠার চিত্র]

জেলের হলঘরে তিনজন সাক্ষি ও একজন বন্দি পত্রিকা দেখাচ্ছেন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার