তারা যিহোবার ইচ্ছা পালন করেছিলেন
সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বেচ্ছাকৃত দান
ইস্রায়েলীয়রা নিজের চোখে যিহোবার রক্ষা করার ক্ষমতা দেখেছিল। তারা দেখেছিল যে লোহিত সাগরের জল অলৌকিকভাবে ভাগ হয়ে তাদেরকে পার হওয়ার এবং মিশরীয় সৈন্যদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য শুকনো রাস্তা করে দিয়েছিল। এরপর তারা নিরাপদ দূরত্ব থেকে দেখেছিল, সেই জল তীব্র বেগে এসে যারা তাদের পিছু নিয়েছিল তাদের ওপর আছড়ে পড়েছিল। যিহোবা তাদেরকে রক্ষা করেছিলেন!—যাত্রাপুস্তক ১৪:২১-৩১.
কিন্তু দুঃখের বিষয় যে কিছু ইস্রায়েলীয়রা ঈশ্বর তাদের জন্য যা করেছিলেন সেটাকে হালকাভাবে নিয়েছিল। মোশি যখন সীনয় পর্বতে ছিলেন তারা তখন হারোণের কাছে তাদের সোনার অলংকার নিয়ে এসে বলেছিল তিনি যেন উপাসনার জন্য তাদের একটা মূর্তি বানিয়ে দেন। ফিরে এসে মোশি দেখেছিলেন যে সেই বিদ্রোহী লোকেরা খাওয়া-দাওয়া, নাচ-গান করছে এবং একটা সোনার বাছুরকে প্রণাম করছে! যিহোবার নির্দেশে প্রায় ৩,০০০ জন ইস্রায়েলীয়—হয়তো সেই অন্যায়ের প্রধান প্ররোচকেরা মারা গিয়েছিল। সেই দিন যিহোবার লোকেরা একমাত্র যিহোবাকেই যে উপাসনা করা দরকার এই জরুরি বিষয়টা শিখেছিল।—যাত্রাপুস্তক ৩২:১-৬, ১৯-২৯.
এই ঘটনার পর পরই মোশি ঈশ্বরের আজ্ঞা মতো সমাগম তাঁবু অর্থাৎ উপাসনার জন্য বহনযোগ্য তাঁবু বানানোর জন্য তৈরি হয়েছিলেন। এই কাজের জন্য অনেক দামি জিনিস এবং দক্ষ কারিগরের দরকার ছিল। এগুলো কোথা থেকে এসেছিল? আর বাইবেলের এই ঘটনা থেকে আমরা কী শিখতে পারি?
দ্রব্য এবং দক্ষতা দান
মোশির মাধ্যমে যিহোবা ইস্রায়েলীয়দের আদেশ দিয়েছিলেন: “সদাপ্রভুর নিমিত্তে . . . উপহার লও; যে কেহ মনে ইচ্ছুক, সে সদাপ্রভুর উপহারস্বরূপ এই সকল দ্রব্য আনিবে।” তারা কী ধরনের দান নিয়ে আসবে? মোশি যে দ্রব্যগুলোর তালিকা তৈরি করেছিলেন তার মধ্যে ছিল সোনা, রূপা, পিতল, সূতা, কাপড়, চামড়া, কাঠ এবং দামি পাথর।—যাত্রাপুস্তক ৩৫:৫-৯.
এরকম পর্যাপ্ত দান করার মতো সামর্থ্য ইস্রায়েলীয়দের ছিল। মনে করে দেখুন, তারা যখন মিশর থেকে চলে এসেছিল তখন তারা তাদের সঙ্গে করে সোনা ও রূপার অলংকার এবং অনেক বস্ত্র নিয়ে এসেছিল। সত্যিই “তাহারা মিস্রীয়দের ধন হরণ করিল।”a (যাত্রাপুস্তক ১২:৩৫, ৩৬) আগে, ইস্রায়েলীয়রা নিজে থেকেই মিথ্যা উপাসনার জন্য মূর্তি তৈরি করতে তাদের অলংকার দিয়েছিল। এখন সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দান করতে তারা কি ততটাই ইচ্ছুক হবে?
লক্ষ্য করুন যে মোশি বলে দেননি, তাদেরকে কতটুকু দান দিতে হবে বা কারও ওপর চাপ দেননি অথবা জোরাজুরিও করেননি। বদলে তিনি আবেদন করেছিলেন যেন ‘প্রত্যেকে ইচ্ছুক মনে’ দান করে। স্পষ্টতই মোশি মনে করেছিলেন যে ঈশ্বরের লোকেদের দান দিতে বাধ্য করানোর দরকার নেই। তার বিশ্বাস ছিল যে, তারা যতটুকু পারবে তা দান করবে।—২ করিন্থীয় ৮:১০-১২ পদের সঙ্গে তুলনা করুন।
কিন্তু এই তাঁবু তৈরি করার জন্য শুধু দ্রব্যই নয় কিন্তু আরও বেশি কিছুর প্রয়োজন ছিল। যিহোবা ইস্রায়েলীয়দের বলেছিলেন: “তোমাদের প্রত্যেক বিজ্ঞমনা লোক আসিয়া সদাপ্রভুর আজ্ঞাপিত সকল বস্তু নির্ম্মাণ করুক।” হ্যাঁ, এই তাঁবু তৈরি করার জন্য দক্ষ শ্রমিকের প্রয়োজন। সত্যিই এই কাজ করার জন্য “সর্ব্বপ্রকার শিল্প-কৌশলে পরিপূর্ণ” যেমন কাঠের কাজ, ধাতুর কাজ এবং সোনার কাজে দক্ষ লোকেদের দরকার ছিল। অবশ্য যিহোবা ওই শ্রমিকদের দক্ষতা দিয়েছিলেন ফলে ওই কাজ সফল হওয়ার সমস্ত কৃতিত্ব উপযুক্তভাবেই যিহোবার কাছে গিয়েছিল।—যাত্রাপুস্তক ৩৫:১০, ৩০-৩৫; ৩৬:১, ২.
ইস্রায়েলীয়রা উদারভাবে তাদের সম্পদ এবং দক্ষতা দিয়ে সেই ডাকে সাড়া দিয়েছিল। বাইবেলের বিবরণ বলে, ‘যাহাদের হৃদয়ে প্রবৃত্তি ও মনে ইচ্ছা হইল, তাহারা সকলে সমাগমতাম্বু নির্ম্মাণের জন্য এবং তৎসম্বন্ধীয় সমস্ত কার্য্যের ও পবিত্র বস্ত্রের জন্য সদাপ্রভুর উদ্দেশে উপহার আনিল। পুরুষ ও স্ত্রী যত লোক মনে ইচ্ছুক হইল, তাহারা সকলে আসিল।’—যাত্রাপুস্তক ৩৫:২১, ২২.
আমাদের জন্য শিক্ষা
আজকে, ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচারের বিরাট কাজ স্বেচ্ছাকৃত দানের মাধ্যমে চলে। বেশির ভাগ সময়েই অর্থ দান করা হয়। অন্যদিকে খ্রীষ্টান ভাই ও বোনেরা কিংডম হল, সম্মেলন হল এবং শাখা অফিসগুলো তৈরি করার জন্য তাদের অভিজ্ঞতাকে কাজে লাগান। তারপর সারা পৃথিবীতে যে একশটারও বেশি বেথেল পরিবারগুলো আছে সেখানে যেসমস্ত কাজকর্ম হয় তার জন্যও বিভিন্ন বিষয়ে দক্ষ ভাইবোনদের দরকার হয়। সমস্ত স্বেচ্ছাসেবকেরা যারা এইরকম দান করেন তারা নিশ্চিত হতে পারেন যে যিহোবা তাদের কঠোর পরিশ্রমের কথা ভুলে যাবেন না!—ইব্রীয় ৬:১০.
আমরা প্রত্যেকে যারা খ্রীষ্টীয় পরিচর্যা করি, আমাদের বেলায়ও এই বিষয়টা একইরকম। আমাদের সবাইকে উৎসাহ দেওয়া হয় যেন আমরা উৎসাহ নিয়ে প্রচার করার জন্য সময় কিনে নিই। (মথি ২৪:১৪; ইফিষীয় ৫:১৫-১৭) কেউ কেউ পূর্ণ-সময়ের সুসমাচার প্রচারক অথবা অগ্রগামীর কাজ করে তা করে থাকেন। অন্যেরা আবার তাদের পরিস্থিতির জন্য হয়তো অগ্রগামীদের মতো প্রচারে এতখানি সময় দিতে পারেন না। তবুও তারা যিহোবাকে খুশি করছেন। সমাগম তাঁবুর দানের মতো যিহোবা ঠিক করে দেননি যে আমাদের কার কতখানি দেওয়া উচিত। কিন্তু তিনি চান যে আমরা প্রত্যেকে যেন তাঁকে সমস্ত অন্তর, প্রাণ, মন এবং শক্তি দিয়ে সেবা করি। (মার্ক ১২:৩০) আমরা যদি তাই করি, তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে আমাদের এই স্বেচ্ছাকৃত দানের জন্য তিনি আমাদের পুরস্কৃত করবেন যার ফলে আমরা সত্য উপাসনাকে এগিয়ে নিয়ে যেতে পারব।—ইব্রীয় ১১:৬.
[পাদটীকাগুলো]
a এটা চুরি ছিল না। ইস্রায়েলীয়রা যখন মিশরীয়দের কাছে দান চেয়েছিল তখন তারা অবাধে তা দিয়েছিল। এছাড়াও প্রথমত ইস্রায়েলীয়দের দিয়ে দাসত্ব করানোর কোন অধিকার মিশরীয়দের ছিল না আর ঈশ্বরের লোকেদের দিয়ে এত বছর ধরে তারা যে বিনা পয়সায় কঠোর পরিশ্রম করিয়ে নিয়েছিল তার জন্য তারা ইস্রায়েলীদের কাছে ঋণী ছিল।