ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • w০০ ৩/১ পৃষ্ঠা ৫-৭
  • প্রার্থনার উত্তর ঈশ্বর দেন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • প্রার্থনার উত্তর ঈশ্বর দেন
  • ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আজকের দিনের উদাহরণ
  • আপনি যদি নিজেকে প্রার্থনা করার অযোগ্য বলে মনে করেন তাহলে কী?
  • এক অদ্বিতীয় পুনর্মিলন ৩০ বছর পর
    ২০০৩ সচেতন থাক!
  • অল্পবয়সিরা—যিহোবাকে সেবা করার বিষয়ে তোমাদের আকাঙ্ক্ষাকে শক্তিশালী করো
    ২০১০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কেন প্রার্থনা করবেন?
    ২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • কর্ণীলিয় পবিত্র শক্তি লাভ করেন
    বাইবেল থেকে তুমি যা শিখতে পার
আরও দেখুন
২০০০ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
w০০ ৩/১ পৃষ্ঠা ৫-৭

প্রার্থনার উত্তর ঈশ্বর দেন

ঈশ্বরের অনুগ্রহ চেয়ে কর্ণীলিয় বার বার অন্তর থেকে প্রার্থনা করেছিলেন। আর একজন শতপতি হওয়ায় তার পদকে তিনি অন্যদের উপকারের জন্য কাজে লাগিয়েছিলেন। বাইবেল বলে যে গরিব লোকেদেরকে “তিনি . . . বিস্তর দান করিতেন।”—প্রেরিত ১০:১, ২.

ওই সময় খ্রীষ্টীয় মণ্ডলীতে যিহুদিরা, ধর্মান্তরিত লোকেরা এবং শমরীয়রা ছিলেন। কর্ণীলিয় একজন অছিন্নত্বক পরজাতি ছিলেন আর তিনি খ্রীষ্টীয় মণ্ডলীর সদস্য ছিলেন না। কিন্তু তার মানে কি এই যে তার প্রার্থনার কোন মূল্যই ছিল না? না, তা ঠিক নয়। কারণ যিহোবা ঈশ্বর কর্ণীলিয়ের প্রার্থনা শুনেছিলেন ও তাঁর কাজ দেখেছিলেন।—প্রেরিত ১০:৪.

এক দূতের সাহায্যে কর্ণীলিয়ের সঙ্গে খ্রীষ্টীয় মণ্ডলীর পরিচয় হয়েছিল। (প্রেরিত ১০:৩০-৩৩) তাই তিনি এবং তার পরিবার ছিলেন প্রথম অছিন্নত্বক পরজাতীয়, যারা খ্রীষ্টীয় মণ্ডলীর সদস্য হন। যিহোবা ঈশ্বর কর্ণীলিয়ের কাজকে উপযুক্ত মনে করেছিলেন বলে তার কথা বাইবেলে লিখে রেখেছিলেন। কোন সন্দেহ নেই যে ঈশ্বরের নীতির সঙ্গে পুরোপুরি মিল রেখে জীবনযাপন করার জন্য কর্ণীলিয় জীবনে অনেক পরিবর্তন করেছিলেন। (যিশাইয় ২:২-৪; যোহন ১৭:১৬) কর্ণীলিয়ের অভিজ্ঞতা আজকে সমস্ত জাতির সেই লোকেদের অনেক উৎসাহ দেয়, যারা ঈশ্বরের অনুগ্রহ পেতে চান।

আজকের দিনের উদাহরণ

ভারতের একজন যুবতীর সান্ত্বনার খুব দরকার ছিল। ২১ বছর বয়সে তার বিয়ে হয় এবং তার দুই ছেলেমেয়ে ছিল। কিন্তু দ্বিতীয় বাচ্চা হওয়ার পরই তার স্বামী মারা যান। এর ফলে আচমকাই ২৪ বছর বয়সে তিনি তার দুই মাসের মেয়ে এবং প্রায় দুই বছরের ছেলেকে নিয়ে বিধবা হয়ে পড়েন। তাই এতে অবাক হওয়ার কিছু নেই যে তার সান্ত্বনার খুব দরকার ছিল! তিনি কোথা থেকে সান্ত্বনা পাবেন? একেবারে হতাশ হয়ে তিনি একদিন রাতে প্রার্থনা করেন: “স্বর্গের পিতা, দয়া করে তুমি তোমার বাক্য থেকে আমাকে সান্ত্বনা দাও।”

পরের দিন সকালে তার কাছে একজন ভদ্রলোক আসেন। তিনি ছিলেন একজন যিহোবার সাক্ষি। ওই দিন, সেই সাক্ষি ভাইয়ের ঘরে ঘরে প্রচার কাজ একদম ভাল হয়নি কারণ সেদিন খুব কম লোকই তার কথা শোনার জন্য দরজা খুলেছিল। ক্লান্ত এবং কিছুটা নিরাশ হয়ে তিনি প্রায় ঘরে ফিরেই যাচ্ছিলেন কিন্তু কী মনে করে তিনি ঠিক করেন যে যাওয়ার আগে অন্তত আরেকটা ঘরে তিনি প্রচার করবেন। আর ওই ঘরেই তিনি সেই যুবতী বিধবাকে পান। ওই বিধবা তার কথা শুনেছিলেন এবং একটা বই নিয়েছিলেন যেখানে বাইবেলের বিষয়গুলো বোঝানো আছে। সেই বইটা পড়ে এবং সাক্ষি ভাইয়ের সঙ্গে কথা বলে তিনি অনেক সান্ত্বনা পেয়েছিলেন। তিনি জেনেছিলেন, ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে মৃতেরা আবার উঠবে এবং ঈশ্বরের রাজ্য খুব তাড়াতাড়ি এই পৃথিবীকে পরমদেশ করে তুলবে। আরও বড় বিষয় হল যে তিনি একমাত্র সত্য ঈশ্বর যিহোবাকে জানতে পেরেছিলেন এবং তাঁকে ভালবেসেছিলেন, যিনি তার প্রার্থনার উত্তর দিয়েছিলেন।

নোরা দক্ষিণ আফ্রিকার জর্জ শহরে থাকেন আর তিনি অগ্রগামীর কাজ করার জন্য একটা মাস ঠিক করেছিলেন। প্রচার কাজ শুরু করার আগে তিনি অন্তর থেকে যিহোবার কাছে প্রার্থনা করেছিলেন যে, তিনি যেন তাকে এমন এক ব্যক্তিকে খুঁজে পেতে সাহায্য করেন যিনি আসলেই বাইবেল শিখতে চান। যে এলাকায় তাকে কাজ করতে বলা হয়েছিল সেখানে এমন এক ব্যক্তির ঘর ছিল, যিনি এর আগে বেশ কয়েকবার তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলেন। কিন্তু সাহস করে নোরা আবারও সেই বাসায় কড়া নাড়েন। যিনি দরজা খুলে দিয়েছিলেন তাকে দেখে নোরা অবাক হয়ে যান কারণ তিনি ছিলেন নতুন ভাড়াটিয়া আর তার নাম ছিল নোলিন। এছাড়াও নোলিন ও তার মা বাইবেল বোঝার জন্য ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করেছিলেন। এরপর যা হয়েছিল সে সম্বন্ধে নোরা বলেন, “আমি যখন তাদেরকে বাইবেল অধ্যয়ন করার জন্য বলি তারা খুবই খুশি হন।” নোলিন ও তার মা তাড়াতাড়ি উন্নতি করতে থাকেন। কিছুদিন পর তারাও নোরার সঙ্গে আধ্যাত্মিকভাবে সুস্থ করার কাজ করতে শুরু করেন।

প্রার্থনার যে কতটা শক্তি আছে তা দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গের এক দম্পতির উদাহরণ থেকেও দেখা যায়। ১৯৯৬ সালের এক শনিবার রাতে, ডেনিস এবং ক্যারোলের সম্পর্ক প্রায় ভেঙেই যাচ্ছিল। শেষ উপায় হিসেবে তারা সাহায্যের জন্য প্রার্থনা করবেন বলে ঠিক করেন এবং তারা অনেক রাত পর্যন্ত বার বার প্রার্থনা করেছিলেন। পরের দিন সকাল ১১টার সময় দুজন যিহোবার সাক্ষি তাদের দরজায় কড়া নাড়েন। ডেনিস দরজা খোলেন এবং তাদেরকে একটু অপেক্ষা করতে বলে তার স্ত্রীকে ডাকতে যান। ভিতরে গিয়ে ডেনিস ক্যারোলকে সাবধান করে বলেন যে সে যদি যিহোবার সাক্ষিদের ঘরে ঢোকায়, তাহলে তাদের হাত থেকে রেহাই পাওয়া খুবই কঠিন হবে। কিন্তু, ক্যারোল ডেনিসকে মনে করিয়ে দেন যে তারা সাহায্যের জন্য প্রার্থনা করেছিলেন আর হতে পারে এটাই তাদের প্রার্থনার উত্তর। তাই তারা সাক্ষিদের ভিতরে আসতে বলেন আর তারপর জ্ঞান যা অনন্ত জীবনে পরিচালিত করে বই দিয়ে তাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা হয়। ডেনিস এবং ক্যারোল যা শিখেছিলেন তাতে তারা রোমাঞ্চিত হন। সেই দিন বিকেলেই তারা প্রথমবার তাদের কাছের কিংডম হলে যিহোবার সাক্ষিদের সভাতে যান। ডেনিস এবং ক্যারোল বাইবেলের জ্ঞানকে কাজে লাগিয়ে তাদের বিবাহিত জীবনের সমস্যার সমাধান খুঁজে পেয়েছিলেন। তারা এখন খুবই খুশি আর বাপ্তিস্ম নিয়ে তারা বাইবেলের ওপর ভিত্তি করে গড়ে ওঠা তাদের বিশ্বাস সম্বন্ধে অন্যদের কাছে প্রচার করে যিহোবার প্রশংসা করছেন।

আপনি যদি নিজেকে প্রার্থনা করার অযোগ্য বলে মনে করেন তাহলে কী?

কোন কোন সৎ ব্যক্তি নিজেদের প্রার্থনা করার অযোগ্য বলে মনে করতে পারেন কারণ তাদের জীবনযাপনের পথ হয়তো খারাপ। যীশু খ্রীষ্ট এইরকমই একজন ব্যক্তির গল্প বলেছিলেন, যিনি করগ্রাহী ছিলেন আর লোকেরা তাকে নিচু চোখে দেখত। মন্দিরের প্রাঙ্গণে এসে সেই করগ্রাহী, যেখানে প্রার্থনা করা হতো সেখানে ঢোকার জন্য নিজেকে অযোগ্য মনে করেছিলেন। তাই “দূরে দাঁড়াইয়া . . . সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর আমার প্রতি এই পাপীর প্রতি দয়া কর।” (লূক ১৮:১৩) যীশু বলেছিলেন যে এই ব্যক্তির প্রার্থনা শোনা হয়েছিল। এটা প্রমাণ করে যে যিহোবা ঈশ্বর সত্যিই দয়াময় এবং যে পাপীরা অন্তর থেকে অনুতপ্ত হন তাদেরকে তিনি সাহায্য করতে চান।

দক্ষিণ আফ্রিকার পল নামের একজন যুবকের কথাই ধরুন। সে যখন ছোট ছিল তখন সে মার সঙ্গে সভাতে যেত। কিন্তু হাইস্কুলে পড়ার সময় সে এমন ছেলেমেয়েদের সঙ্গে মিশতে শুরু করে যারা ঈশ্বরের পথে চলত না। স্কুল ছাড়ার পর সে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন সরকারের সেনাবাহিনীতে কাজ করতে শুরু করে, যাদের কালো চামড়ার লোকেদের প্রতি বিদ্বেষ ছিল। এরপর হঠাৎ করে একসময় তার বান্ধবী তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে যায়। জীবনে কোন সুখ খুঁজে না পাওয়ায় পল একেবারে হতাশ হয়ে পড়েছিল। সে বলে, “একদিন বিকেলে আমি যিহোবার কাছে সাহায্য চেয়ে প্রার্থনা করি, যদিও আমি অনেক বছর ধরে তার কাছে প্রার্থনা করিনি।”

তার প্রার্থনার কয়েকদিন পরেই পলের মা তাকে খ্রীষ্টের মৃত্যুর স্মরণার্থক সভায় আসার জন্য বলেন। (লূক ২২:১৯) মার কথা শুনে পল খুবই অবাক হয়ে গিয়েছিল কারণ সে উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল এবং বাইবেলের প্রতি বলতে গেলে তার কোন আগ্রহই ছিল না। “আমি এটাকে যিহোবার কাছ থেকে আসা আমার প্রার্থনার উত্তর বলে মনে করেছিলাম এবং আমার মনে হয়েছিল যে এর জন্য আমার কিছু করা দরকার।” তখন থেকে পল সব খ্রীষ্টীয় সভাতে যেতে শুরু করে। চার মাস বাইবেল অধ্যয়ন করার পল বাপ্তিস্ম নেওয়ার যোগ্য হয়ে ওঠে। এছাড়াও সে তার ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে দেয় এবং অগ্রগামীর কাজ শুরু করে। আজকে পল একজন সুখী ব্যক্তি আর তার জীবনে আগে যা কিছু ঘটেছে তার জন্য আজ আর তার কোন দুঃখ নেই। গত ১১ বছর ধরে সে দক্ষিণ আফ্রিকার ওয়াচ টাওয়ার সোসাইটির শাখা অফিসে কাজ করছে।

সত্যিই, যিহোবা ঈশ্বর দয়া দেখিয়ে প্রার্থনার উত্তর দেন এবং “যাহারা তাঁহার অন্বেষণ করে, তিনি তাহাদের পুরস্কারদাতা।” (ইব্রীয় ১১:৬) খুব তাড়াতাড়ি যিহোবার সেই মহাদিন আসবে এবং সমস্ত দুষ্টতাকে ধ্বংস করা হবে। এর মধ্যে যিহোবার লোকেরা খুবই উৎসাহ নিয়ে তাদের জরুরি প্রচার কাজ করে চলেছেন আর যখনই তারা যিহোবার কাছে শক্তি ও নির্দেশনা চেয়ে প্রার্থনা করেন যিহোবা তাদের প্রার্থনার উত্তর দেন। এভাবেই সমস্ত জাতি থেকে লাখ লাখ লোকেদের খ্রীষ্টীয় মণ্ডলীতে নিয়ে আসা হচ্ছে এবং বাইবেলের সেই জ্ঞান দেওয়া হচ্ছে, যা তাদের অনন্ত জীবন দেবে।—যোহন ১৭:৩.

[৫ পৃষ্ঠার চিত্র]

কর্ণীলিয় অন্তর থেকে প্রার্থনা করেছিলেন বলে প্রেরিত পিতর তার কাছে এসেছিলেন

[৬ পৃষ্ঠার চিত্রগুলো]

প্রার্থনা করে অনেকেই দুঃখের মধ্যে সান্ত্বনা পেয়েছেন

[৭ পৃষ্ঠার চিত্রগুলো]

বাইবেল বোঝার জন্য আমাদের প্রার্থনা করা দরকার

স্বামী স্ত্রীরা তাদের বিবাহ বন্ধনকে মজবুত করার জন্য সাহায্য চেয়ে প্রার্থনা করতে পারেন

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার